রূপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ || রূপশ্রী প্রকল্পে চাকরির দরখাস্ত

পশ্চিমবঙ্গে রূপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বিভিন্ন পদ রয়েছে এবং তার জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। বিস্তারিত দেখে নিন
নতুন বিজ্ঞপ্তি: রূপশ্রী প্রকল্পে ২০২৩ নতুন করে কর্মী নিয়োগ আবেদন করুন।

WhatsApp Channel (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

🎯কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ প্রকাশিত হলো নতুন বিজ্ঞপ্তি আবেদন করুন।

পদের নাম – ডাটা এন্ট্রি অপারেটর।
শূন্যপদ – ০২ টি।
বয়স – ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা – যেকোনো শাখায় গ্রাজুয়েট, সাথে কম্পিউটারের জ্ঞান থাকতে হবে এবং 30 টি সংখ্যা প্রতি মিনিটে টাইপ করার ক্ষমতা থাকতে হবে।
বেতন – ১১০০০/ টাকা প্রতি মাসে।
(নোট) প্রার্থীকে অবশ্যই হুগলি জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

পদের নাম – অ্যাকাউন্ট্যান্ট।
শূন্যপদ – ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা – কমার্স শাখায় গ্রাজুয়েট অনার্স, সাথে কম্পিউটার এর টাইপিং স্পিড থাকতে হবে ৩০ টি ওয়ার্ড প্রতি মিনিটে।
বয়স – ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।
বেতন – ১৫০০০/ টাকা প্রতি মাসে।

আরও পড়ুন :- (১) মাধ্যমিক পাশ চাকরির খবর।
(২) এ মাসে কোন কোন চাকরির দরখাস্ত চলছে।
(৩) উচ্চমাধ্যমিক পাশ চাকরির বিজ্ঞপ্তি দেখুন।

WhatsApp Channel (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই হুগলি জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। এই সমস্ত নিয়োগ গুলি হবে হুগলি জেলার বিভিন্ন মহুকুমার অন্তর্গত বিভিন্ন বিডিও অফিসের এলাকায় রুপশ্রী প্রকল্পে।

আবেদন পদ্ধতি – আবেদন করতে হবে অনলাইনে নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে।
আবেদনের তারিখ – অনলাইনে আবেদন শুরু হয়েছে ০৮/০২/২০২২ থেকে ২৮/০২/২০২২ পর্যন্ত।

Read today current affairs Bengali for any competitive exam 2022

Online Application :- Click here
Official website :- Click here
Job notifications :- Click here

Share post

1 thought on “রূপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ || রূপশ্রী প্রকল্পে চাকরির দরখাস্ত”

Leave a Comment