রাজ্যের কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ, বেতন ১১০০০ টাকা প্রতি মাসে Apply Now

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

রাজ্যের কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগের জন্য আবার নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। (kanyashree prakalpa recruitment 2023) ঝাড়গ্রাম জেলার কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী ছেলেমেয়ে উভয়ই আবেদন করতে পারবেন।

আবেদন করতে হবে নির্দিষ্ট format দেওয়া হয়েছে যেটি অফিসের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়ে আবেদন করতে হবে অফলাইনে।

আবেদন ফর্মে প্রথমে উপরে ক্যাপিটাল লেটারে লিখবেন।
নোটিফিকেশন নম্বর No.JGM-1 4027 I 1 12021-KANYAS H REE SEC
পদের নাম: ডাটা ম্যানেজার কন্যাশ্রী প্রকল্প।
শিক্ষাগত যোগ্যতা: গ্রাজুয়েশন পাস।
এর সাথে কম্পিউটারের সার্টিফিকেট পাস হতে হবে।
আবেদনের বয়স: ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন তাছাড়া সরকারের নিয়ম অনুযায়ী বয়সে যথারীতি ছাড় রয়েছে।

🎯আরও পড়ুন:👉 মাধ্যমিক পাস চাকরির খবর। 👉পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল ১২০০০ বিজ্ঞপ্তি শীঘ্রই।
👉বর্তমানে কোন কোন চাকরির দরখাস্ত করতে পারবেন।

বেতনক্রম: ১১ হাজার টাকা প্রতি মাসে।
আবেদন পদ্ধতি: অফলাইনে পোস্ট অফিসের মাধ্যমে ফরম জমা করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২ মার্চ ২০২৩ পর্যন্ত।
আবেদনের ফরম পাবেন ঝাড়গ্রাম জেলার অফিসিয়াল ওয়েবসাইটে তাছাড়া নিচে লিংক দেয়া হয়েছে।

প্রয়োজনীয় ডকুমেন্ট: মাধ্যমিকের এডমিট কার্ড, সার্টিফিকেট, উচ্চ শিক্ষকদের যোগ্যতার মার্কশিট, সার্টিফিকেট, ভোটার কার্ড , আধার কার্ড, ২ কপি পাসপোর্ট সাইজ ফটোকপি, এবং সমস্ত ডকুমেন্টের জেরক্স করে সেল করে দেবেন অবশ্যই করবেন।

প্রার্থী বাছাই পদ্ধতি: এর জন্য প্রথমে লিখিত পরীক্ষা হবে লিখিত। পরীক্ষায় পাস করলে কম্পিউটার টাইপিং টেস্ট করা হবে, কম্পিউটার টাইপিং এর পরীক্ষায় পাস করলে তারপরে নেওয়া হবে ইন্টারভিউ এবং সবশেষে চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা : Kanyashree Cell, Office of the Drstrict
Magistrate, Jhargram.
অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন আবেদনপত্র ডাউনলোড করুন

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

🎯আরও সরকারি চাকরির নতুন বিজ্ঞপ্তি দেখে নিন একনজরে।

Share post
যুক্ত হন আমাদের সাথে

Leave a Comment