উচ্চ মাধ্যমিক পাশে ভারতীয় নৌবাহিনীতে চাকরি , সম্পূর্ণ বিনামূল্যে ট্রেনিং দিয়ে নৌবাহিনীতে চাকরি

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

পশ্চিমবঙ্গ সহ সারা ভারতের উচ্চ মাধ্যমিক পাস করা ছেলেদের জন্য সুখবর

https://www.yuktidhara.com/2020/09/Indian-navy-b-tech-entry-scheme-jan-21-online-details.html
ভারতীয় নৌবাহিনীতে job

ভারতীয় নৌবাহিনীতে সম্পূর্ণ ফ্রি-তে ট্রেনিং দিয়ে উচ্চ পদে চাকরির সুযোগ দিচ্ছে উচ্চ মাধ্যমিক পাস ছেলেদেরকে।

যদি আপনি নৌবাহিনীতে চাকরি করতে ইচ্ছুক হন তাহলে এই ফরমটি ফিলাপ করার আগে গুরুত্বপূর্ণ তথ্য গুলি দেখে নিন। যেমন:-
(1) কতগুলি শূন্য পদ রয়েছে।
(2) শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে।
(3) কিভাবে আবেদন করতে হবে।
(4) বয়স কত লাগবে।
(5) সিলেকশন কিভাবে হবে।
(6) সিলেবাস কি রয়েছে।
(7) পরীক্ষার সেন্টার কোথায় কোথায় আছে।
(8) কবে থেকে আবেদন শুরু হচ্ছে এবং কবে শেষ হচ্ছে।

কতগুলি শূন্য পদ রয়েছে:- ভারতীয় নৌবাহিনী নতুন রিক্রুটমেন্ট মোট শূন্যপদ রয়েছে 34 টি।
শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে:- সায়েন্স নিয়ে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি এ সমস্ত সাবজেক্ট গুলো নিয়ে উচ্চমাধ্যমিকে 70% রেজাল্ট থাকতে হবে এবং মাধ্যমিকে অথবা উচ্চমাধ্যমিকে ইংরেজি সাবজেক্টে 50% রেজাল্ট বাধ্যতামূলক করতে হবে তবেই আপনি আবেদন করতে পারবেন।

কিভাবে আবেদন করতে হবে:- আবেদন করতে হবে অনলাইনে ভারতীয় নৌবাহিনীর অফিসের ওয়েবসাইট www.joinindiannavy.nic.in থেকে আবেদন করতে হবে ।

বয়স কত লাগবে:- বয়স হতে হবে 16 বছর থেকে 19 বছর বয়সের মধ্যে অর্থাৎ আপনার জন্ম তারিখ হতে হবে 2 জুলাই 2001 থেকে 1 জানুয়ারি 2004 এর মধ্যে।

সিলেবাস কি রয়েছে:- কোন লিখিত পরীক্ষা কথা এখানে বলা নেই শুধু ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদের প্রার্থী বাছাই হবে।

পরীক্ষার সেন্টার কোথায় কোথায় আছে:- সিলেকশনে যাদের নাম ঘোষণা করা হবে তাদের নির্দিষ্ট লিস্ট টাঙ্গানো হবে- কলকাতা, ব্যাঙ্গালোর, ভোপাল, বিশাখাপত্তনমে ,আপনারা এই জায়গা গুলি থেকে দেখতে পাবেন যাদের নাম short-listed হবে তাদের নাম। তাদেরকে পরবর্তী স্টেজ ইন্টারভিউ এর জন্য অর্থাৎ এসএসসি পরীক্ষার জন্য এসএমএস মারফত জানিয়ে দেওয়া হবে।

কবে থেকে আবেদন শুরু হচ্ছে এবং কবে শেষ হচ্ছে:- ভারতীয় নৌবাহিনী নতুন পদগুলিতে আবেদন শুরু হচ্ছে অক্টোবর মাসের 6 তারিখ থেকে এবং চলবে অক্টোবর মাসের 20 তারিখ পর্যন্ত যারা আবেদন করতে চান তারা অবশ্যই শিগগিরই আবেদন করে ফেলবেন তার আগে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন টি দেখে নেবেন। তাছাড়া যদি আপনারা আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে সরাসরি ভারতীয় নৌবাহিনীর অফিসের ওয়েবসাইট থেকে জানতে পারবেন যেটি উপরে আগেই বলা হয়েছে। ধন্যবাদ Also read:- রেশন কার্ডের সাথে আধার লিংক কিভাবে করবো

নির্দেশিকা:-
(I)আবেদন করার আগে সমস্ত তথ্য গুলি ভালোভাবে যাচাই করে নিন এবং সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনি ঠিকঠাক ভাবে ফিলাপ করেছেন কিনা একবার মিলিয়ে নিন ফাইনাল সাবমিট করার আগে।
(ii) আপনার দরখাস্তটি যেকোনো সময় বাতিল হয়ে যেতে পারে যদি সেটি invalid/ineligible তারা মনে করে।
(iii) আপনার প্রার্থীপদ যেকোনো মুহূর্তে বাতিল করে দিতে পারে যদি কোন ডিক্লারেশনের তারা ভুল দেখতে পাই তাই অবশ্যই সমস্ত তথ্য ফিলাপ করার আগে দেখে শুনে ফিলাপ করুন।

Share post
যুক্ত হন আমাদের সাথে

Leave a Comment