রাজ্যে নতুন শূন্যপদে অঙ্গনওয়াড়ি নিয়োগ , 8th/10th pass Anganwadi recruitment

মহিলা চাকরি প্রার্থীদের বিরাট সুখবর রাজ্যে আবার আইসিডিএস কর্মী ও সহায়িকা পদে নিয়োগ করা হচ্ছে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অষ্টম শ্রেণী বা মাধ্যমিক পাশ হলেই আবেদন করা যাবে। অনলাইনে মোবাইল বা কম্পিউটার থেকে আবেদন করতে পারবেন। লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। নিয়োগ সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে পুরো প্রতিবেদনটি পড়ুন।

WhatsApp Channel (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ ২০২৪ ( ICDS Anganwadi Recruitment 2024)

যে সব পদে নিয়োগ করা হবে

দুই ধরণের অঙ্গনওয়াড়ি পদে কর্মী নিয়োগ করা হবে। যথা –
১) আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী (Anganwadi Workers)
২) আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা (Anganwadi Helpers)

মোট শূন্যপদ : কয়েকশো শূন্যপদে নিয়োগ হবে। প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী মোট কতগুলো অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ হবে সেটা নির্দিষ্ট করে বলা হয়নি। বিজ্ঞপ্তির লিংক নিচে রয়েছে।

WhatsApp Channel (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে?

১) শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক পাশ হলেই অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদন করা যাবে। অন্যদিকে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য প্রার্থী অষ্টম শ্রেণী পাশ হলেই আবেদন করতে পারবে।

আবেদনকারীর বয়স : এই দুটি পদে আবেদন করার জন্য প্রার্থীর সর্বনিম্ন ও সর্বোচ্চ বয়স হতে হবে যথাক্রমে ১৮ থেকে ৪৫ বছর।

নিয়োগ কিভাবে করা হবে?

লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার মাধ্যমে উক্ত দুটি পদে নিয়োগ করা হবে।

১) লিখিত পরীক্ষা হবে মোট ৯০ নম্বরে। যার মধ্যে ১৫ নম্বর মাতৃভাষায় রচনা লেখা, ২০ নম্বর পাটিগণিত, ১৫ নম্বর পুষ্টি, ২০ নম্বর ইংরেজি ভাষা এবং ২০ নম্বর সাধারণ জ্ঞানের জন্য বরাদ্দ থাকবে।

২) লিখিত পরীক্ষা নূন্যতম ৩০ নম্বর পেলে মৌখিকের জন্য ডাকা হবে। মৌখিক পরীক্ষার জন্য মোট ১০ নম্বর বরাদ্দ। দুটি পরীক্ষায় প্রাপ্ত সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে।

নিয়োগের স্থান : অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী এই নিয়োগ টি হবে কোচবিহার জেলার বিভিন্ন সুসংহত শিশু বিকাশ কেন্দ্রগুলিতে। আরো জানতে নিচের নোটিশ টি পড়ুন।

আবেদন কিভাবে করবেন?

অনলাইন মোডে আবেদন করতে পারবেন। এর জন্য নিম্নে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে www.coochbeharwb.in যেতে হবে। তারপর-

১) যে পদে আবেদন করবেন সেটি ক্লিক করে, আবেদনকারীর নাম, অভিভাবকের নাম, ঠিকানা, দিয়ে পূরণ করুন

২) এরপর প্রার্থীর মোবাইল নম্বর ও ই-মেইল আইডি দিতে হবে। এর সাথে প্রার্থীর বয়স, জেন্ডার, যোগ্যতার তথ্য প্রদান করতে হবে।

৩) এরপর প্রয়োজনীয় নথি, পাসপোর্ট সাইজের ছবি ও সাইন আপলোড করতে হবে।

৪) সব ঠিক ঠাক পূরণ হয়ে গেলে সাবমিট করতে হবে। তারপর আবেদনপত্র প্রিন্ট করিয়ে নিজের কাছে রেখে দিন ভবিষ্যতের জন্য।

আবেদনপত্র জমা করার শেষ দিন কবে?
আগামী 05/08/2024 পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

বি:দ্র: coochbehar জেলার বিভিন্ন মহুকুমা ভিত্তিক নিয়োগের বিজ্ঞপ্তি গুলি ডাউনলোড করেনিন। এবং যেখানে আবেদন করতে চান সেখানে আবেদন করুন।

গুরুত্বপূর্ণ লিংক (important Links)

অফিসিয়াল ওয়েবসাইট : Click Here

অনলাইন আবেদন: Apply Now

অফিসিয়াল নোটিশ: Download

🔥 আরও চাকরির খবর 👇

👉রাজ্যের IISER কোলকাতাতে বিভিন্ন পদে কর্মী নিয়োগ আবেদন করুন।

👉 জেলাভিত্তিক চাকরির মেলা অনুষ্ঠিত হচ্ছে রেজিস্ট্রেশন করুন।

👉 IRCON কোম্পানিতে বিভিন্নপদে নিয়োগ আবেদন করুন।

👉কলকাতা মেট্রো রেলে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত আবেদন করুন।

👉 এনটিপিসি তে চাকরি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো বিস্তারিত জানুন।

👉চন্দ্রযান-৩ সম্পর্কে জেনে নিন নতুন তথ্য

Share post

Leave a Comment