Kolkata Metro Rail Job: কলকাতা মেট্রো রেলে চাকরি(বিস্তারিত জানুন)

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

কলকাতা মেট্রো রেলে চাকরির বিরাট সুযোগ। নিয়োগের বিজ্ঞপ্তি (Recruitment Notification) প্রকাশিত হয়েছে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের (KMRCL) অফিসিয়াল ওয়েবসাইটে।প্রসঙ্গত, কেন্দ্র সরকারের রেল মন্ত্রকের অধীনে থাকা কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড একটি পাবলিক সেক্টর। এখানে নতুন কিছু শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। অফলাইনে আবেদন করতে হবে। পদের বিবরণ, যোগ্যতা ও সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানতে হলে প্রতিবেদনটি পড়ুন।

কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডে নিয়োগ ২০২৩ (KMRCl Recruitment 2023)

কোন পদে নিয়োগ করা হবে?
পদের নাম : ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার (Deputy Chief Engineer)
আসন সংখ্যা : এই পদের জন্য মোট শূন্যপদ জানতে নিচের বিজ্ঞপ্তিতে অবশ্যই দেখুন।
বেতনক্রম : সর্বশেষ বেসিক পে অনুযায়ী বেতন দেওয়া হবে।

Kolkata Metro Rail Recruitment 2023 আবেদন করার জন্য প্রার্থীর যোগ্যতা কি লাগবে?

শিক্ষাগত যোগ্যতা : রাজ্য কিংবা কেন্দ্র সরকারের অবসরপ্রাপ্ত ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার হলে, তবেই আবেদন করা যাবে।
প্রার্থীর বয়স : ৩০/০৬/২০২৩ তারিখ পর্যন্ত প্রার্থীর বয়স হতে হবে ৬৪ কিংবা তার কম।

Kolkata Metro Rail Recruitment 2023 Selection Process নিয়োগ কিভাবে হবে এবং কোথায় হবে?

কর্মী বাছাই পদ্ধতি : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে এই পদে নিয়োগ করা হবে।
কাজের স্থান : কেএমআরসিএল-এর অফিসে নিয়োগ করা হবে।
কাজের মেয়াদ : ৬ মাসের চুক্তিতে কর্মী নিয়োগ করা হবে।

Kolkata Metro Rail Recruitment Application Process কিভাবে আবেদন করতে হবে?
আবেদন পদ্ধতি: আবেদন করার জন্য একটি A4 সাইজের পেজে দরখাস্ত লিখতে হবে। এর সঙ্গে প্রয়োজনীয় নথি, যথা-সার্ভিস সার্টিফিকেট, প্রার্থীর সিভি, পাসপোর্ট সাইজের দুই কপি ছবি এবং মোবাইল নম্বর সংযুক্ত করে নিম্নে দেওয়া ঠিকানায় স্পীড পোস্ট করে দিতে হবে।
আবেদন জমা করার ঠিকানা :

General
Manager/Administration & HR, Kolkata Metro Rail Corporation Limited, KMRCL
Bhawan, HRBC Office Compound, Munshi Premchand Sarani, Kolkata – 700021

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

গুরুত্বপূর্ণ তারিখ :
আবেদন শেষ : আগামী ৮ই সেপ্টেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে।

Official WebsiteVisit Now
Official Notification pdf downloadDownload
More NotificationClick Here

👉আরও অন্যান্য চাকরির বিজ্ঞপ্তি 🔥

✅পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরে সাব ইন্সপেক্টর নিয়োগ ২০২৩ বিজ্ঞপ্তি প্রকাশিত বিস্তারিত জানুন।
West Bengal Angalwari Worker and Helper Recruitment 2023(বিস্তারিত জানুন )
রামকৃষ্ণ শিক্ষানিকেতন স্কুলে একাধিক কর্মী নিয়োগ আবেদন করুন।

Share post
যুক্ত হন আমাদের সাথে

Leave a Comment