IISER Kolkata তে কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন করুন

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

রাজের চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর, ভারতীয় বিজ্ঞান শিক্ষা ও গবেষণা সংস্থার (Indian Institute of Science Education and Research) অধীনে বেশ কিছু শূন্যপদে নিয়োগ। সম্প্রতি আইআইএসইআর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে একাধিক শূন্যপদে নিয়োগ কর্মী নিয়োগ হবে। অনলাইনের মাধ্যমেই আবেদনটি করতে পারবেন প্রার্থীরা। কোন কোন পদে নিয়োগ করা হবে এবং কিভাবে আবেদন করবেন? তা জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

আইআইএসইআর নিয়োগ ২০২৩ (IISER Recruitment 2023)

১) সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার (Superintendent Engineer)
শূন্যপদ : এই পদের জন্য মোট ১টি শূন্যপদ রয়েছে।

প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা : সিভিল ইঞ্জিনিয়ারিং এ ফাস্ট ক্লাস সহ বি.ই কিংবা বি.টেক পাশ থাকতে হবে। এ ছাড়া উক্ত পদে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

প্রার্থীর বয়স : এই পদে আবেদন করার জন্য প্রার্থীর সর্বোচ্চ বয়স ৫৬ হতে হবে।

বেতনক্রম : সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার পদে নির্বাচিত প্রার্থীদের পে লেভেল ১৩ অনুযায়ী মাসে ১৪৪২০০ টাকা বেতন দেওয়া হবে।

২) প্রিন্সিপাল টেকনিক্যাল অফিসার (Principal Technical Officer)
শূন্যপদ : এই পদের জন্য মোট ১টি শূন্যপদ রয়েছে।

প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা : সায়েন্স অথবা টেকনোলজির উপর পিএইচ.ডি/এম.ই/এম.টেক করা থাকলে আবেদন করা যাবে। সাথে এই পদে ১৫ বছরের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।

প্রার্থীর বয়স : এই পদে আবেদন করে সর্বোচ্চ বয়স ৫৬।
বেতনক্রম : প্রিন্সিপাল টেকনিক্যাল অফিসার পদে নির্বাচিত প্রার্থীরা পে লেভেল ১৩ অনুযায়ী মাসে ১৪৪২০০ টাকা বেতন পাবেন।

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

৩) ডেপুটি লাইব্রেরিয়ান (Deputy Librarian)
শূন্যপদ : এই পদের জন্য মোট ১টি শূন্যপদ রয়েছে।

প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা : লাইব্রেরী সাইন্স বা ইনফরমেশন সায়েন্স বা ডকুমেন্টেশন সায়েন্স বিষয়ের উপর পিএইচ.ডি ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। এরসাথে প্রার্থীকে উক্ত পদে ৪ বছরের অভিজ্ঞ থাকতে হবে।

প্রার্থীর বয়সসীমা : এই পদের জন্য সর্বোচ্চ ৫০ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বেতনক্রম : ডেপুটি লাইব্রেরিয়ান পদে নির্বাচিত প্রার্থীরা পে লেভেল ১২ অনুযায়ী প্রতিমাসে ১৩৪,৩০৪ টাকা বেতন পাবেন।

আবেদন করবার পদ্ধতি :
১) প্রথমে প্রার্থীকে নিম্নে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার করে নিতে হবে। এর জন্য ‘Registration Form (Online)’ অপশনে ক্লিক করে রেজিস্টেশন করতে হবে।

২) রেজিস্টেশনের পর অনলাইনে আবেদনপত্রটি সঠিক তথ্য দিয়ে পূরণ করে নিন এবং এর সাথে প্রয়োজনীয় নথি, প্রার্থীর ছবি ও সাইনের ফটো আপলোড করতে হবে।

৩) তারপর অনলাইনে আবেদন মূল্য জমা করতে হবে।

৪) আবেদন মূল্য জমা হয়েগেলে সাবমিট করে আবেদনপত্রের একটা প্রিন্ট করিয়ে নিতে হবে এবং নিম্নে দেওয়া ঠিকানায় স্পীড পোস্ট করে দিতে হবে।

আবেদন করার মূল্য : উপরিউক্ত পদগুলির জন্য আবেদন মূল্য ১০০ টাকা ধার্য করা হয়েছে। মহিলা/এসসি/এসটি/পিডব্লিউডি প্রার্থীদের জন্য আবেদন মূল্য ৫০ টাকা।

নিয়োগের চুক্তি : এক বছরের চুক্তিভিত্তিক উক্ত পদগুলিতে নিয়োগ করা হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা :

The Registrar Indian Institute of Science Education and Research Kolkata
Mohanpur – 741246, Dist. Nadia, West Bengal.

আবেদন জমা করার শেষ তারিখ : আগামী ৫ই সেপ্টেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে।

Official Website : Click Here

Read More: Job News

Share post
যুক্ত হন আমাদের সাথে

Leave a Comment