WBPSC Food SI Recruitment: ফুড এস আই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত(বিস্তারিত জানুন)

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশিত হলো ফুড এসআই (Food SI)- নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)-এর অফিসিয়াল ওয়েবসাইটে গত ১৭ই অগাস্ট একটি সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি এবং ২৩ আগস্ট সম্পূর্ণ নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। যেখানে বলা হয়েছে ২৩শে আগস্ট থেকে ফুড এসআই নিয়োগের জন্য আবেদন শুরু হবে(WBPSC Food SI Form Fill up)। এতোদিন যে সমস্ত প্রার্থীরা এই পরীক্ষার জন্য অপেক্ষা করছিলেন, তাদের জন্য বিরাট সুযোগ নিয়ে আসলো ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। আজ ২৩শে আগস্ট ফুড এস আই আবেদন সম্পর্কিত বিস্তারিত তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হয়েছে। আজকের প্রতিবেদন থেকে ফুড এসআই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য জেনে নিন।

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ফুড ইন্সপেক্টর নিয়োগ ২০২৩ (WBPSC Food SI Recruitment 20

পদের নাম : ফুড সাব-ইন্সপেক্টর (Food Sub-Inspector)

মোট শূন্যপদ : শূন্যপদ 480 টি এবার গতবারের তুলনায় কম নিয়োগ হবে। ২৩ তারিখে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিচে ডাউনলোড লিঙ্ক দেওয়া হয়েছে।

বেতনক্রম : ফুড এসআই পদে নির্বাচিত প্রার্থীদের মাসে ২২,৭০০ থেকে ৫৮,৫০০ টাকা বেতন দেওয়া হবে। সাথে থাকবে অন্যান্য সুবিধা।

প্রার্থীর যোগ্যতার মানদণ্ড (Eligibility Criteria for WB Food SI 2023) :

ডব্লিউবিপিএসসি ফুড এসআই (WBPSC Food SI) পদে আবেদন করার জন্য কি যোগ্যতা লাগবে টা এখনো বিস্তারিত ভাবে জানানো হয়নি। তবে ডব্লিউবিপিএসসি ফুড এসআই পদের জন্য ন্যূনতম যোগ্যতাগুলি এই প্রতিবেদন থেকে জেনে নিন-
১) প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গ তথা ভারতের নাগরিক হতে হবে।
২) যে কোনো স্বীকৃত বোর্ড থেকে নূন্যতম মাধ্যমিক পাশ হলেই পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর নিয়োগ পরীক্ষার জন্য আবেদন করা যাবে।
৩) প্রার্থীকে বাংলা ভাষা বলতে ও লিখতে জানতে হবে। নেপালি মাতৃভাষার প্রার্থীদের জন্য এর আবশ্যকতা নেই।

আরও পড়ুনঃ এনটিপিসি তে চাকরি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো বিস্তারিত জানুন।

৪) ডব্লিউবিপিএসসি ফুড এসআই পরীক্ষায় আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় মিলবে।

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

নিয়োগ পদ্ধতি (psc food si Selection Process) :

ডব্লিউবিপিএসসি কর্তৃপক্ষ দুটি ধাপে ফুড এসআই পদে প্রার্থী নিবার্চন করবে। প্রথম ধাপটি হলো ১০০ নম্বরের লিখিত পরীক্ষা। যেখানে MCQ টাইপের প্রশ্ন দেওয়া হবে। যেখানে জেনেরাল স্টাডিজ ও পাটিগণিত থেকে প্রশ্ন আসবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউয়ে মোট ২০ নম্বর বরাদ্দ রয়েছে। এখানে মূলত প্রার্থীর কমিউনিকেশন স্কিল, ব্যক্তিত্ব এবং বিভিন্ন বিষয়ের জ্ঞান যাচাই করা হবে। উভয় পরীক্ষায় উত্তীর্ণ হলে নিয়োগ করানো হবে।

আবেদন প্রক্রিয়া (West Bengal psc food si Recruitment 2023 Apply Online Process) :

সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটি বাড়িতে বসে কম্পিউটার বা মোবাইল ফোন থেকে অনলাইনের মাধ্যমে করতে পারবেন। কিভাবে অনলাইনে আবেদন করবেন, তা নিম্নে ধাপে ধাপে বলে দেওয়া হলো-

১) প্রথমেই WBPSC এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। নিম্নে অফিসিয়াল ওয়েবসাইটটি দিয়ে দেওয়া হলো।

২) এরপর আগেই থেকে বানিয়ে রাখা এনরোলমেন্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হবে।

৩) এরপর Subordinate Food & Supplies Service লেখায় গিয়ে সাব-ইন্সপেক্টর (SI) লেখায় ক্লিক করে অনলাইনে আবেদন লেখায় ক্লিক করুন।

৪) এরপর আবেদনপত্র প্রার্থীর সঠিক বিবরণ দিয়ে পূরণ করে নিতে হবে। সর সঙ্গে প্রয়োজনীয় নথি সংযুক্ত করতে হবে।

৫) আবেদনপত্র পূরণের পর সব শেষে অনলাইনে আবেদন মূল্য জমা করতে হবে। এরপর জমা করা আবেদনপত্রের এক কপি প্রিন্ট আউট করিয়ে নিতে হবে ভবিষ্যতের জন্য।

গুরুত্বপূর্ণ তারিখ : WBPSC Food SI Recruitment Important Dates

সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশ : ১৭.০৮.২০২৩।
পূর্ন বিজ্ঞপ্তি প্রকাশ : আজ ২৩শে আগস্ট প্রকাশিত হয়েছে।
আবেদন শুরু : ২৩.০৮.২০২৩
আবেদন শেষ Food SI Recruitment 2023 Apply Online Last Date : ২০ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পরীক্ষার তারিখ Food SI Exam Date 2023: এখনো জানানো হয়নি।

Official websiteVisit Now
Food SI Notification PDFDownload
More NotificationClick Here

Read More: wbp lady constable 2023 Admit card/question paper/result/cutoff

Share post
যুক্ত হন আমাদের সাথে

Leave a Comment