IRCON সংস্থাতে একাধিক শূন্যপদে নিয়োগ, বিজ্ঞপ্তি দেখে আবেদন করুন

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

চাকরিপ্রার্থীদের বিরাট সুখবর। আইআরসিওএন ইন্টারন্যাশনাল লিমিটেড (IRCON International Limited) এই নিয়োগ করবে নতুন বিজ্ঞপ্তি (Recruitment Notification) প্রকাশিত হয়েছে। কোন কোন পদে নিয়োগ হবে? বেতন কত? কিভাবে আবেদন করবেন? এই সমস্ত বিষয় প্রতিবেদন থেকে জেনে নিন।

আইআরসিওএন নিয়োগ ২০২৩ ( IRCON Recruitment 2023)

১)পদের নাম : গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস (Graduate Apprentices)
মোট শূন্যপদ : এখানে মোট ২৫টি শূন্যপদ রয়েছে, যার মধ্যে ৪টি Electrical, ১৩টি Civil ও ৮টি S&T জন্য বরাদ্দ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা : গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস যে পদের জন্য আবেদন করতে চান, সেই বিষয়ে প্রার্থীকে B.Teh পাশ করতে হবে।
মাসিক বেতন : নির্বাচিত প্রার্থীদের মাসে ১০,০০০ টাকা বেতন দেওয়া হবে।

২) পদের নাম : ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস (Diploma Apprentice)
মোট শূন্যপদ : ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসের জন্য মোট ১৩টি শূন্যপদ রয়েছে। যার মধ্যে ২টি Electrical, ৯টি Civil এবং ২টি S&T পদের জন্য বরাদ্দ।
শিক্ষাগত যোগ্যতা : ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস হিসাবে আবেদন করার জন্য প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে আইআইটি ডিপ্লোমা পাশ করতে হবে।
মাসিক বেতন : নির্বাচিত প্রার্থীদের মাসে ৮,৫০০ টাকা বেতন দেওয়া হবে।

আরও পড়ুনঃ বর্তমানে কোম্পানিতে চাকরির দরখাস্ত চলছে।

আবেদনকারীর বয়স :

দুটি পদের জন্য সর্বনিম্ন ও সর্বোচ্চ বয়স হতে হবে ১৮ থেকে ৩০। তবে সরকারের নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীদের জনক বয়সের ক্ষেত্রে ছাড় রয়েছে।

প্রার্থী বাছাই পদ্ধতি :

কোনো লিখিত পরীক্ষা ছাড়াই শেষ পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে নিয়োগ করা হবে।

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

নিয়োগের সময়সীমা :

ডিপ্লোমা এবং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদে এক বছরের চুক্তিতে নিয়োগ করা হবে।

আবেদন করার পদ্ধতি :

আবেদন প্রক্রিয়া সম্পূর্ন অনলাইনে এবং অফলাইনে করবে হবে।
১) প্রথমে নিম্নে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের রেজিস্টার সম্পন্ন করতে হবে।
২) এরপর Bharat Petroleum Corporation Ltd, Mumbai Refinery অপশনে গিয়ে Registration Form অনলাইনে ক্লিক করতে হবে।
৩) এরপর ফর্মে প্রার্থীর সমস্ত তথ্য সঠিক ভাবে পূরণ করতে হবে।
৪) তারপর প্রয়োজনীয় নথি ও পাসপোর্ট সাইজের কালার ছবি আপলোড করতে হবে।
৫) এরপর আবেদনপত্র অনলাইনে সাবমিট করতে হবে।
৬) তারপর রেজিস্টার করা ই-মেইলে একটা লিঙ্ক আসবে, যে লিঙ্কে গিয়ে আবেদনপত্র প্রিন্ট করে নিতে হবে।
৭) এরপর আবেদনপত্রটি নিম্নে দেওয়া ঠিকানায় পোস্ট করে দিতে হবে।

Read More: 10th/12th pass government job news Click Here

আবেদন জমা দেওয়ার ঠিকানা :

CGM/Fin & HRM
IRCON INTERNATIONAL
LIMITED,
C- 4, District Centre,
Saket, New Delhi-110017

প্রয়োজনীয় Documents :

১) জন্ম সার্টিফিকেট / মাধ্যমিক অ্যাডমিট।
২) জাতিগত শংসাপত্র।
৩) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং শেষ পরীক্ষার রেজাল্ট।
৪) NATS রেজিস্টেশন।

আবেদনের শেষ তারিখ :

অনলাইন মাধ্যমে ১৫ই আগস্ট ২০২৩ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। অন্যদিকে ২৫শে আগস্ট ২০২৩ তারিখ পর্যন্ত আবেদনপত্র অফলাইনে জমা করতে পারবেন।

IRCON Official website: Visit now

Share post
যুক্ত হন আমাদের সাথে

Leave a Comment