প্রকাশিত হলো Indian coast guard recruitment 2023 এর নতুন বিজ্ঞপ্তি। 350টি শূন্য পদে ভারতীয় নেভিতে কর্মী নিয়োগ এর আবেদন আজ থেকে শুরু হলো। যদি আপনি ভারতীয় উপকূল রক্ষী বাহিনীতে অর্থাৎ coast guard recruitment 2023 আবেদন করতে চান তবে আজকের এই প্রতিবেদনটি ভালোভাবে শেষ পর্যন্ত পড়ুন। পশ্চিমবঙ্গের সব জেলা থেকেই আবেদন করতে পারবেন ৮ সেপ্টেম্বর থেকে আবেদন করতে পারবেন অনলাইনে। তাছাড়া অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন Indian coast guard recruitment 2023 official notification PDF নিচে প্রত্যেকটির লিংক দেওয়া হয়েছে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন।
Coast guard recruitment 2023
ভারতীয় উপকূল রক্ষী বাহিনী বা কোস্ট গার্ড বাহিনী ডিফেন্স মিনিস্ট্রির অধীনে কাজ করে থাকে। Indian Coast Guard এর প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী নাবিক (ডোমেস্টিক ব্রাঞ্চ) , নাবিক (জেনারেল ডিউটি), এবং যান্ত্রিক এর বিভিন্ন পদে নিয়োগ হবে।
Indian coast guard recruitment 2023 overview
পদের নাম | নাবিক |
মোট শূন্য পদের সংখ্যা | ৩৫০ টি |
নিয়োগ কারী দপ্তর | ইন্ডিয়ান কোস্ট গার্ড |
চাকরির স্থান | নোটিফিকেশন দেখুন |
বাছাই পদ্ধতি | বিজ্ঞপ্তি দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ২০ সেপ্টেম্বর ২০২৩ |
Indian coast guard recruitment 2023 eligibility criteria
পদের নাম: নাবিক (জেনারেল ডিউটি)
Read More: রাজ্যের বিভিন্ন পাট ও তন্তু শিল্পের চাকরি আবেদন চলছে।
✅রাজ্যে মেধাশ্রী প্রকল্পে আবেদন চলছে বিস্তারিত এখুনি জেনেনিন।
শিক্ষাগত যোগ্যতা: যে কোনও স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবেন।
আবেদনের বয়স(Indian coast guard recruitment 2023 age limit): ইন্ডিয়ান কোস্ট গার্ডে চাকরি আবেদনকারীর বয়স ন্যূনতম 18 বছর থেকে ২২ বছরের মধ্যে হতে হবে। তাছাড়া সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বেলায় বয়সে যথারীতি ছাড় রয়েছে।
পদের নাম: নাবিক (ডোমেস্টিক ব্রাঞ্চ)
শিক্ষাগত যোগ্যতা: বিপদের জন্য আবেদন করতে হলে আবেদনকারী ন্যূনতম দশম শ্রেণির উত্তীর্ণ হতে হবে।
আবেদনের বয়স: এই পদের জন্যেও আবেদনকারীর বয়স উপরের মতোই।
পদের নাম: যান্ত্রিক বা মেকানিক্যাল।
শিক্ষাগত যোগ্যতা: ইন্ডিয়ান নেভিতে চাকরি যান্ত্রিক বা মেকানিক্যাল পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীকে দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে এর সাথে সাথে ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল ইলেকট্রিক্যাল বা টেলিকমিউনিকেশন ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে।
আবেদনকারীর বয়স: উপরের মতই ১৮ থেকে ২২ বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবেন।
Indian Coast Guard Application Process
সমস্ত প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে। প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট এবং সার্টিফিকেট সহ আবেদন পত্রটি পূরণ করতে হবে এবং অনলাইনে জমা দিতে হবে।
Indian coast guard recruitment 2013 apply online
ইন্ডিয়ান কোস্ট গার্ডে অনলাইন ফর্ম পূরণ করার জন্য প্রথমে https://Indiancoastguard.cdac.in/cgept/ এই ওয়েবসাইটে ভিজিট করুন। মনে রাখবেন আপনার বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নাম্বার থাকতে হবে। এই ওয়েবসাইট থেকে প্রথমে রেজিস্ট্রেশন করুন রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেলে কম পূরণ করে সমস্ত ডকুমেন্টগুলি আপলোড করুন এবং ফাইনালি সাবমিট করুন।
Indian Coast Guard Recruitment 2023 Application Fee
ইন্ডিয়ান কোস্ট গার্ডেন চাকরির অনলাইন আবেদনের সময় আবেদন ফি বাবদ ৩০০ টাকা দিতে হবে সমস্ত প্রার্থীদেরকে। এই টাকাটি অনলাইনে কাটাতে পারবেন। তফসীরে জাতি এবং তফসীরে উপজাতি প্রার্থীদের বেলায় কোনরকম আবেদন ফি লাগবে না।
Indian coast guard recruitment 2023 important document গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যেগুলি কম পূরণ করার সময় আপলোড করতে হবে
- পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। মনে রাখবেন এই ফটোটি যাতে নতুন হয় এবং ফটোর উপরে যাতে তারিখ লেখা থাকে।
- আবেদনকারীর সিগনেচার বা সই।
- বাম হাতের বুড়ো আঙ্গুলের ছাপ।
- জন্মের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের মার্কশীট অথবা জন্ম সার্টিফিকেট।
- পরিচয় পত্র হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড বা প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট যেকোনো একটি।
- যদি এক সার্ভিস ম্যান হয়ে থাকেন সেক্ষেত্রে সার্ভিস সার্টিফিকেট বা এনওসি সার্টিফিকেট।
- বাসিন্দা সার্টিফিকেট যদি প্রযোজ্য হয় তবে দেবেন।
গুরুত্বপূর্ণ লিংক সমূহ
(1)Indian Coast Guard recruitment 2023 notification: Click Here
(2) coast guard recruitment 2023 official website
ভারতীয় কোস্ট গার্ডে নিয়োগ ২০১৩ এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে এখানে click Here
(3) Indian coast guard recruitment 2023 last date
অনলাইনে আবেদন করতে পারবেন ২২শে সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত। তাই অপেক্ষা না করে সময়ের আগে আবেদন করুন।
(4) Indian coast guard recruitment 2023 exam date
ভারতীয় নেভিতে নাবিক পদে নিয়োগ এর পরীক্ষা তারিখ পরীক্ষা হবে তিনটি ধাপে, এর মধ্যে প্রথম ধাপের পরীক্ষা কবে ডিসেম্বর ২০২৩। দ্বিতীয় পরীক্ষা হবে জানুয়ারি ২০২৪ এবং তৃতীয় পরীক্ষা হবে মে মাস ২০২৪ তারিখে।
(5) Indian Navy coast guard recruitment 2023 admit card
পরীক্ষা শুরুর এক সপ্তাহ আগে থেকেই সমস্ত প্রার্থীরা অনলাইনে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। তাছাড়া আপনাদের রেজিস্টার ইমেল আইডি এবং মোবাইল নাম্বারে সবকিছু সময়মতো জানতে পারবেন।
(6) Indian coast guard Recruitment 2023 result
কোস্টগার্ড রিক্রুটমেন্ট ২০২৩ এর প্রথম ধাপের পরীক্ষা হওয়ার ৩০ দিনের মধ্যে রেজাল্ট প্রকাশিত করে দেওয়া হয়। তাই পরীক্ষা দেওয়ার মোটামুটি ৩০ দিন পর ওয়েবসাইটে অবশ্যই চোখ রাখুন। তাছাড়া এখানেই রেজাল্টের লিংক দিয়ে দেওয়া হবে যথাসময়ে। তাই আমাদের অটল গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকুন সময় মত সব আপডেট জানতে পারবেন।