KP SI and Sergeant Recruitment 2023: কলকাতা পুলিশ সাব-ইন্সপেক্টর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩, অনলাইনে আবেদন করুন

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

আজ আবার নতুন বিজ্ঞপ্তি, ভ্যাকেন্সি বাড়ানো হল কলকাতা পুলিশ সাব-ইন্সপেক্টর এবং সার্জেন্ট নিয়োগ ২০২৩ এর জন্য। রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য আরও একটি সরকারি চাকরির দারুন সুযোগ সামনে চলে এলো। কলকাতা পুলিশ সাব-ইন্সপেক্টর নিয়োগ ২০২৩ আবার নতুন করে KP SI Recruitment notification 2023 প্রকাশিত হলো এখানে প্রায় শূন্যপদ দ্বিগুন করে দেওয়া হয়েছে।

আজকে এই প্রতিবেদনে জেনেনিন কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর নিয়োগ সম্পর্কিত বিস্তারিত যোগ্যতা গুলি। এর সাথে জেনেনিন kolkata police sub-inspector 2023 এর আবেদনের বয়স, শারীরিক উচ্চতা, বেতন, আবেদন পদ্ধতি আরও গুরুত্বপূর্ণ তথ্যগুলি।

পদের নাম

কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর এবং সার্জেন্ট Recruitment to the post of Sub-inspector/Sub-Inspectress ( Unarmed Branch) and Sergeant in kolkata police 2023.

মোট শূন্যপদ Total Vacancy Kolkata Police Sub-Inspector 2023

কলকাতা পুলিশে সাব ইন্সপেক্টর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ অনুযায়ী মোট ১৬৯ টি শূন্যপদে কেপি এসআই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিলো WBPRB কিন্তু আজ ২৯ তারিখে আবার নতুন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিলো শূন্যপদ বাড়ানো হয়েছে ১৬৯ থেকে বেড়ে ৩০৯ টি । এর আগেই একটি শর্ট নোটিশ জারি করেছিল তবে আজ সম্পূর্ণ Notification টি প্রকাশিত হয়েছে । লিংক নিচ্ছে দেওয়া হয়েছে। তাই সব Criteria সহ যোগ্যতা গুলি আজকেই জেনেনিন যাতে ২৯ আগস্ট থেকে ফর্ম পূরণ করার সময় কোনো অসুবিধা না হয়।

KP SI Category Wise Vacancy 2023 (After Rivised)

CategoryMale(UB)Female(UB)KP SI Male (AB)SergeantTotal
UR92141415135
SC4705080767
ST1302020320
OBC-A2202030431
OBC-B1501030322
EWS2303040434
Total212273436309
Kolkata Police SI Vacancy Details

20230725 201524 »

আরও পড়ুন : পশ্চিমবঙ্গ জেল পুলিশ নিয়োগ ২০২৩।

শিক্ষাগত যোগ্যতা Educational Qualification for KP SI 2023

কলকাতা পুলিশে সাব ইন্সপেক্টর নিয়োগ ২০২৩ এর আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে গ্রাজুয়েশন পাশ। এর সাথে বাংলা লিখতে পড়তে ও বলতে জানা প্রয়োজন।

কেপি এসআই আবেদনের বয়স Kolkata Police Sub-Inspector Recruitment 2023 Age Limit

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর পদে আবেদন করার জন্য নূন্যতম বয়স হতে হবে ২০ থেকে ২৭ বছরের মধ্যে। তাছাড়া সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে যথারীতি ছাড় পাবেন। উভলিঙ্গদের বেলায় বয়সে ৩ বছর ছাড় পাবেন।

বেতনক্রম kp si salary

কলকাতা পুলিশ এর সাব ইন্সপেক্টর পদের বেতন প্রতি মাসে ৩২,১০০ টাকা থেকে ৮২,৯০০ টাকা।

শারীরিক মাপজোক এবং উচ্চতা

ছেলেদের বেলায় উচ্চতা ১৬৭ সেমি সংরক্ষিত শ্রেণীর ছেলেদের বেলায় ১৬০ সেমি। এবং সার্জেন্ট পদের বেলায় ১৭৩ সেমি, সংরক্ষিত শ্রেণীর ছেলেদের বেলায় ১৬৩ সেমি উচ্ছাটা থাকতে হবে।

মেয়েদের বেলায় ১৬০ সেমি ও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বেলায় ১৫৫ সেমি উচ্চতা থাকতে হবে।

আরও পড়ুন : বাড়িতে বসে চাকরি করে ১৫ থেকে ২০ হাজার বেতন Work From Home Job

বুকের ছাতি

কলকাতা পুলিশ এসআই এবং সার্জেন্ট পদ ছেলেদের বুকের ছাতি প্রয়োজন ৭৮/৮৩ সংরক্ষিত শ্রেণীর ছেলেদের বেলায় ৭৬/৮১ সেমি। মেয়েদের বেলায় প্রযোজ্য নয়।

দৈহিক ওজন কেমন থাকতে হবে

কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর পদের জন্য দৈহিক ওজন থাকতে হবে ৫২ থেকে ৫৬ কেজি। মেয়েদের বেলায় ৪৫ থেকে ৪৮ কেজি নিজের ওজনের সাথে সামাঞ্জস্যসপূর্ণ।

কেপি এসআই ২০২৩ নিয়োগ পদ্ধতি

নিয়োগ হবে ৪ টি ধাপে প্রথমে প্রিলিমিনারী পরীক্ষা ২০০ নম্বর এর তারপর হবে শারীরিক মাপজোক ও শারীরিক সক্ষমতার পরীক্ষা বা মাঠ.তার পর হবে মেন্ পরীক্ষা ২০০ নাম্বার এর ৩টি পেপার থাকে , সব শেষে হবে ইন্টারভিউ।

কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর ২০২৩ কবেদন ফি কত টাকা

আবেদন ফী ২৭০ টাকা sc and st প্রার্থীদের বেলায় ২০ টাকা আবেদন ফী দিতে হবে।

আবেদন পদ্ধতি

কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর ২০২৩ আবেদন পদ্ধতি হলো অনলাইন। অনলাইনে আবেদন করতে অফিসিয়াল ওয়েবসাইট গুলি হলো www.wbpolice.gov.in এবং www.prb.wb.gov.in আরও বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন নিচে সব লিংক দেওয়া হয়েছে।

গুরুত্ত্বপূর্ণ তারিখ সমূহ

অনলাইনে আবেদন শুরু 29/08/2023
অনলাইনে আবেদন শেষ 18/09/2023
ভুল সংশোধন শুরু 21/09/2023
ভুল সংশোধন এর শেষ সময়27/09/2023

গুরুত্বপূর্ণ লিংক সমূহ

Click Here
Official NotificationDownload pdf
New Vacancy NoticeDownload
More NoticeClick Here

আরও পড়ুন : click here

Share post
যুক্ত হন আমাদের সাথে

Leave a Comment