Work From Home Job: বাড়িতে বসে Amazon কোম্পানির কাজ, বেতন | আবেদন সবকিছু জেনে নিন

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

দুর্দান্ত কাজের খবর নিয়ে আসলো অ্যামাজন (Amazon)। কাস্টমারের সঙ্গে কথা বলে মাসে আয় করুন ২৫০০০ থেকে ৩২০০০ টাকা। বাড়িতে বসেই আপনার স্মার্টফোন দিয়ে এই কাজটি করতে পারবেন আপনি। মাসিক বেতন ছাড়াও আরো অনেক সুবিধা কোম্পানি আপনাকে দেবেন, যা বড় বড় কোম্পানি তার কর্মীদের দিয়ে থাকে। যেখানে ভারতের অন্যান্য সব কোম্পানি ওয়ার্ক ফ্রম হোম ব্যাবস্থা তুলে দিচ্ছেন, সেখানে অ্যামাজন ‘ওয়ার্ক ফ্রম হোম’-এ নতুন নতুন কাজের বিজ্ঞপ্তি প্রকাশ করছে। 

সম্প্রতি অ্যামাজন ‘ওয়ার্ক ফ্রম হোম’ (Amazon Work From Home Job)-এর যে কাজটি প্রকাশ করেছে সেখানে কি করতে হবে? যোগ্যতা কি লাগবে? কোন কোন দক্ষতা থাকা প্রয়োজন? কিভাবেই বা আবেদন করবেন? এই সমস্ত বিষয়গুলি বিস্তারিত ভাবে আলোচনা করা হলো এই প্রতিবেদনে। 

অ্যামাজন কোম্পানিতে ঘরে বসে চাকরি

পদের নাম :

ভার্চুয়াল গ্রাহক পরিষেবা (Virtual Customer Service Associate)

কি কাজ করতে হবে:

এই পদগুলিতে নিযুক্ত ব্যক্তির কাজ হলো গ্রাহক পরিষেবা দেওয়া। গ্রাহকদের ই-মেইল, চ্যাট, সোশ্যাল মিডিয়া এবং ফোনের মাধ্যমে পরিষেবা প্রদান করতে হবে।

কাজের স্থান :

বাড়িতে বসে/ যে কোনো জায়গা থেকে কাজটি করতে পারবেন

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

আরও পড়ুনঃ বাড়িতে বসে চাকরি করে প্রতি মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা বেতন।

আবেদনের যোগ্যতা :

ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশ হলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন। এ কাজে পূর্ব অভিজ্ঞতা থাকলে ভালো। নতুনরাও আবেদন করতে পারবেন। 

প্রয়োজনীয় দক্ষতা : 

১) সুন্দর কথা বলার ধরন ও ভালো বোঝার দক্ষতা থাকতে হবে।

২) কম্পিউটার সিস্টেম সম্পর্কে জ্ঞান থাকতে হবে। 

৩) গ্রাহকদের সমস্যা সমাধান করার দক্ষতা থাকতে হবে।

৪) টাইপিং-এ দক্ষ হতে হবে। 

৫) সাধারণ ইংরেজি এবং যে ভাষায় কাজ করবেন সেই ভাষা ভালো জানতে হবে। 

বেতনক্রম :

ভার্চুয়াল গ্রাহক পরিষেবা কাজের জন্য আপনাকে বার্ষিক ২ থেকে ৪ লক্ষ টাকা দেওয়া হবে। এর সাথে কোম্পানি আপনাকে অন্যান্য অনেক সুবিধা প্রদান করবে, যেমন :

আরও পড়ুনঃ work from home কো কোন চাকরির দরখাস্ত চলছে বিস্তারিত দেখুন।

১) পিতৃত্বকালীন ছুটি (Parental Leave)

২) স্বাস্থ্যসেবা পরিকল্পনা

৩) কেনা কাটার ক্ষেত্রে অ্যামাজনে বিশেষ ছাড়

৪) কর্মচারী সহায়তা প্রোগ্রাম (EAP)

৫) ইন্টারনেটের জন্য প্রতি মাসে আলাদা ভাবে ১২৫০ টাকা দেবে।

৬) ওভার টাইম ও রাত কাজের জন্য আলাদা টাকা দেওয়া হবে। 

নিয়োগ পদ্ধতি :

কয়েকটি ধাপ পেরিয়ে এই কাজটি পাওয়া যাবে,

প্রথমে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে ঠিক ভাবে আবেদন হয়ে গেলে আপনাকে ইন্টারভিউ-এর জন্য ডাকা হবে কিংবা ফোন কলের মাধ্যমে ইনাটরভিউ নেওয়া হবে। আবেদনের পর রেজিস্টার করা ইমেলে ইন্টারভিউ ডেট জানানো হবে। 

আবেদন পদ্ধতি :

বাড়িতে বসে অনলাইনে আবেদন করা যাবে। তবে আবেদনটি আপনাকে কম্পিউটার থেকেই করতে হবে।https://www.amazon.jobs/en/ এই ওয়েবসাইট থেকে আপনি আবেদন করতে পারবেন। এটা অ্যামাজনের নিজস্ব ওয়েবসাইট। তাই আর দেরি কেন? এমন সুযোগ হাতছাড়া করবেন না, আজই আবেদন করুন।

Share post
যুক্ত হন আমাদের সাথে

Leave a Comment