রাজ্যে পার্ট টাইম চুক্তিভিত্তিক অস্থায়ী এবং অতিথি শিক্ষক নিয়োগ 2022

পশ্চিমবঙ্গে প্রায় 7500 শূন্যপদে পার্ট টাইম চুক্তিভিত্তিক অস্থায়ী এবং অতিথি শিক্ষক নিয়োগ হবে। বিস্তারিত নিচে পড়ুন –

WhatsApp Channel (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

রাজ্যের প্রতিটি উচ্চমাধ্যমিক স্কুলে একাদশ শ্রেণিতে অতিরিক্ত ছাত্র-ছাত্রী ভর্তির অনুমতি দিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। আর এই জন্য যেমন একদিকে স্কুলের ছাত্র-ছাত্রীদের সিটের জন্য অসুবিধা হচ্ছে তেমনি অন্যদিকে শিক্ষকের জন্য অসুবিধা হচ্ছে।

এই ভাবে রাজ্যের প্রতিটি উচ্চমাধ্যমিক স্কুলে ছাত্র-ছাত্রীদের ভর্তি চাপ বাড়ার সাথে সাথে অস্থায়ী শিক্ষক নিয়োগের ব্যাপারে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ অনুমতি দেওয়ার পথে হাঁটতে চলেছে। আর এই সুযোগে খুশির হাওয়া বইছে শিক্ষক প্রার্থীদের মধ্যে।

10 জুন উচ্চমাধ্যমিকের রেজাল্টের পর সেই দিনেই রাজ্যে পার্ট টাইম চুক্তিভিত্তিক অস্থায়ী এবং অতিথি শিক্ষক নিয়োগ 2022
এর ব্যাপারে আলোচনা হবে সংসদের সদস্যদের মধ্যে।

আরো পড়ুন :- রাজ্যের স্কুলের শিক্ষক নিয়োগ 2022
কলকাতা তে চাকরির খবর 2022
প্রাইমারি স্কুলে শিক্ষক নিয়োগ নতুন আপডেট দেখুন।

WhatsApp Channel (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

নিয়োগ স্থান :- রাজ্যের প্রতিটি উচ্চ মাধ্যমিক স্কুলে পার্ট টাইম চুক্তিভিত্তিক অস্থায়ী এবং অতিথি শিক্ষক নিয়োগ হবে।
কতদিনের চুক্তি:- আপাতত এক বছরের জন্য এই শিক্ষক নিয়োগ চুক্তিভিত্তিক হবে।

নিয়োগ সংস্থা :- পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ পশ্চিমবঙ্গ সরকার।
পদের নাম :- রাজ্যে পার্টটাইম চুক্তিভিত্তিক অস্থায়ী এবং অতিথি শিক্ষক ।

মোট শূন্যপদ :- প্রায় 7500 টি।
আবেদনের বয়স :- 01 জানুয়ারি 2022 হিসাবে 40 বছরের মধ্যে।
বেতন :- (1) চুক্তিভিত্তিক শিক্ষকদের বেতন 13500 টাকা।
(2) পার্টটাইম শিক্ষকদের বেতন 8500 টাকা।
(3) অতিথি শিক্ষকদের বেতন :- ক্লাস কিছু নির্দিষ্ট হারে বেতন পান।

শিক্ষাগত যোগ্যতা :- উচ্চমাধ্যমিক স্কুল স্তরে শিক্ষকতা করার জন্য যেমন যোগ্যতা প্রয়োজন হয় সেইমতো শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।

আবেদন পদ্ধতি :- আবেদন পদ্ধতি আবেদন কিভাবে করতে হবে সে ব্যাপারে এখনো পর্যন্ত সংসদ ঘোষণা করেনি। তবে খুব শীঘ্রই আবেদন পদ্ধতি ঘোষণা হয়ে যাবে। আশা করা যায় অফলাইনে নির্দিষ্ট ফর্ম এর মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন ফী :- অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সেখানে বলে দেওয়া হবে আবেদন ফি কত টাকা লাগবে। অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখার জন্য নিয়মিত ভিজিট করুন yuktidhara.com এই
ওয়েবসাইটে।

অফিশিয়াল ওয়েবসাইট :- Click here
আবেদনের ফর্ম :- Click here
চাকরির বিজ্ঞপ্তি Click here

Share post

1 thought on “রাজ্যে পার্ট টাইম চুক্তিভিত্তিক অস্থায়ী এবং অতিথি শিক্ষক নিয়োগ 2022”

Leave a Comment