NHAI Recruitment: রাজ্যে রোড প্রকল্পে সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি, মাধ্যমিক পাস হলেই হবে (বিস্তারিত জেনেনিন)

পশ্চিমবঙ্গের মাধ্যমিক পাস 10th pass বেকার ছেলেমেয়েদের জন্য সুখবর। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া(National Highway Authority of India) পশ্চিমবঙ্গ প্রজেক্টে কর্মী নিয়োগের জন্য ইন্টারভিউ নেওয়া হচ্ছে। কোনরকম লিখিত পরীক্ষার ছাড়াই সরাসরি ইন্টারভিউ(Direct Intervew) পাশ করতে পারলেই এই চাকরিটি পাওয়া যাবে।

WhatsApp Channel (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

চাকরি হবে পশ্চিমবঙ্গের মধ্যেই তাই যেকোনো জেলা থেকেই ছেলে-মেয়ে উভয়ই এই ইন্টারভিউ তে অংশগ্রহণ করতে পারবেন। ইন্টারভিউ এর অংশগ্রহণ করার আগে এই বিস্তারিত গুরুত্বপূর্ণ(Important) তথ্যগুলি জেনে নিন। পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলাতে হাইরোড তৈরির কাজ চলছে এখানে ধুপগুড়ি থেকে ফালাকাটা সেকশনে কর্মী নিয়োগ।

পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম মাধ্যমিক পাস হয়ে থাকলেই এই ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারবে।
অন্যান্য যোগ্যতা: অন্যান্য যোগ্যতা হিসেবে কম্পিউটারের এক বছরের কোর্স করে থাকতে হবে।

আরও পড়ুন : মাধ্যমিক পাস সরকারি চাকরি বিজ্ঞপ্তি দেখুন।

বেতন: প্রতি মাসে বেতন ১০ হাজার টাকা দেয়া হবে ডাটা এন্ট্রি করার জন্য।
আবেদনের বয়স: আবেদনকারীর অন্যতম বয়স ১৮ বছর এবং সর্বোচ্চ ষাট বছর বয়স হলে আবেদন করতে পারবেন। হিসেব করতে হবে পহেলা সেপ্টেম্বর ২০২৩ এর হিসেবে।

WhatsApp Channel (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

ইন্টারভিউ অংশগ্রহণ করার জন্য গুরুত্বপূর্ণ ডকুমেন্ট: 

  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র যেমন মাধ্যমিকের এডমিট, সার্টিফিকেট।
  • ভোটার কার্ড অথবা আধার কার্ড।
  • দুই কপি পাসপোর্ট সাইজ ফটো।
  • কম্পিউটারের এক বছরের ডিপ্লোমা সার্টিফিকেট।
  • ডাটা এন্ট্রি পদে কাজ করার দক্ষতা যদি থাকে তার সার্টিফিকেট।

ইন্টারভিউ অনুষ্ঠিত হওয়ার তারিখ: পশ্চিমবঙ্গ রোড প্রকল্পের ডাটা এন্ট্রি পদে কর্মী নিয়োগ ইন্টারভিউ অনুষ্ঠিত হবে ৬ অক্টোবর ২০১৩ বেলা ১১ টা থেকে ২ টা পর্যন্ত।

ইন্টারভিউয়ের ঠিকানা: ইন্টারভিউ নেওয়া হবে the Bhoomi conference hall, room number 402, 4th floor, Dooars Kanya. Alipurduar.
চাকরির খবর: বাড়িতে বসে কাজ করুন বেতন ১৫ হাজার টাকা।

Official website: click here to visit
Official notification: download now
job notification: click here to read

Share post

Leave a Comment