ভারতীয় ডাক বিভাগে 50 হাজার ব্যাবসা সহায়ক নিয়োগ, india post payment bank Business correspondent recruitment

ভারতীয় পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে 50 হাজার ব্যাবসা সহায়ক নিয়োগের অফিসিয়াল ঘোষণা প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ হবে। নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো। india post payment bank business helpers recruitment.

WhatsApp Channel (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

নতুন শূন্যপদ: ৭৫৩৮৪ পোস্ট অফিস বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩mysearch »

পদের নাম :- ব্যাবসা সহায়ক।
মোট শূন্যপদ :- 50 হাজার শূন্যপদ।
নিয়োগের স্থান :- ভারতীয় পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে।
আবেদনের বয়স :-18 – 40 বছরের মধ্যে তাছাড়া বিভিন্ন উপজাতি অনুযায়ী বয়সের ছাড়ের ব্যবস্থা রয়েছে।

ভারতীয় ডাক বিভাগে বিভিন্ন কাজে সহায়তা করার জন্য 50 হাজার (৫০০০০) ব্যাবসা সহায়ক নিয়োগ করা হবে। India post 50 thousands business correspondent Recruitment ne notifications 2022.

কি কাজ করতে হবে :- বিভিন্ন রকমের কাজ করতে হবে। যেমন, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা, আধারের সাথে ফোন বা ইমেইল যোগ করা, বিভিন্ন সংস্থার ঋণের কাজ, সাস্থ্য বীমা বিক্রি করা, টাকা ও ফান্ড ট্রান্সফার ইত্যাদি।

WhatsApp Channel (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

সমস্ত ব্যাবসা সহায়ক কর্মীদের নির্দিষ্ট ভাবে ট্রেনিং দিয়ে উপযুক্ত করে তোলা হবে।

আরো পড়ুন :- জেলা ভিত্তিক অঙ্গনওয়াড়ি চাকরির খবর
মাধ্যমিক পাস গ্রুপ ডি কর্মী নিয়োগ 2022
এই মাসে যে সব চাকরির দরখাস্ত চলছে পড়ুন

পশ্চিমবঙ্গের সব জেলাতে ব্যাবসা সহায়ক কর্মী নিয়োগের শিক্ষাগত যোগ্যতা কেমন থাকা প্রয়োজন নিম্নরূপ –

ব্যাবসা সহায়ক পদে আবেদনের শিক্ষাগত যোগ্যতা :- অষ্টম শ্রেণী বা মাধ্যমিক পাশ।

নিয়োগ পদ্ধতি :- ভারতীয় পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ করা হবে। তবে আশাকরি এখানে কোন লিখিত পরীক্ষা হবে না সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই হবে। যদি আপনি আবেদন করতে ইচ্ছুক হন তাহলে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে নিয়মিত এই ওয়েবসাইটে চোখ রাখুন।

আরো পড়ুন :- রাজ্যের স্কুলের শিক্ষক নিয়োগ 2022
কলকাতা তে চাকরির খবর 2022
কেন্দ্রীয় সরকারের গ্রুপ ডি নিয়োগ 2022

আবেদনের ফর্ম :- ভারতীয় পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে ব্যাবসা সহায়ক পদের আবেদন ফর্ম এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি। তবে খুব শিগগিরই প্রকাশিত হবে। তখন ফর্ম দেওয়া হবে।

অফিশিয়াল বিজ্ঞপ্তি :- Click here
অফিশিয়াল ওয়েবসাইট :- Click here
চাকরির বিজ্ঞপ্তি Click here

Share post

Leave a Comment