রাজ্যে জেলাভিত্তিক অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ 2022, মাধ্যমিক পাসেই আবেদন করুন

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

পশ্চিমবঙ্গে আবার নতুন করে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ 2022

জেলা ভিত্তিক নিয়োগ গুলি হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে নিয়োগ শুরু হয়ে গেছে। নিচে বিস্তারিত দেখুন কোথায় কতগুলি শূন্য পদ রয়েছে আবেদন পদ্ধতি বেশ সমস্ত তথ্য নিম্নরূপ।

পদের নাম:- আইসিডিএস কর্মী এবং আইসিডিএস সহায়িকা
বয়স:- 1 এপ্রিল 2022 হিসাবে 18 থেকে 45 বছরের মধ্যে হতে হবে।

অঙ্গনওয়াড়ি কর্মী শিক্ষাগত যোগ্যতা :- আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য মিনিমাম মাধ্যমিক পাস হতে হবে। তাছাড়া উচ্চশিক্ষিত থাকলেও এই পদের জন্য আবেদন করতে পারবেন।

অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের শিক্ষাগত যোগ্যতা :- ন্যূনতম অষ্টম শ্রেণী পাস হলে অঙ্গনওয়াড়ি আইসিডিএস সহায়িকা পদের জন্য আবেদন করতে পারবেন।

কতদিন চাকরি করতে পারবেন :- আপনার বয়স 65 বছর পর্যন্ত চাকুরীতে নিযুক্ত থাকতে পারবেন তারপর এই চাকরি থেকে অবসর গ্রহণ করতে হবে।

বেতন :- পশ্চিমবঙ্গে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের বেতন নিয়ে এই বিজ্ঞপ্তিতে সঠিক কিছু বলার নেই তবে আপডেট আসলে জানিয়ে দেওয়া হবে।

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

আরও পড়ুন :- পশ্চিমবঙ্গ পোস্টে 1963 GDS vacancy আবেদন করুন।
কোলকাতা কম্যান্ড হাসপাতালে ১৮৫ মাধ্যমিক পাশ কর্মী নিয়োগ
পশ্চিমবঙ্গ পুলিশে নতুন শূন্যপদ 2022

কোথায় কত শূন্যপদ আছে :-

(1) হাওড়া জেলার উদয়নারায়নপুর আইসিডিএস কেন্দ্র। এখানে মোট শূন্যপদ 38 টি।

(2) হাওড়া জেলার উলবেরিয়া আইসিডিএস কেন্দ্র। এখানে মোট শূন্যপদ আইসিডিএস কর্মী এবং আইসিডিএস সহায়িকা মিলিয়ে :- 58 টি।

(3) শ্যামপুর 2 সুসংহত শিশু বিকাশ কেন্দ্র এখানে আইসিডিএস কর্মী এবং সহায়িকা মিলিয়ে মোট শূন্যপদ আছে 17 টি।

(4) হাওড়া জেলার আমতা 2 সুসংহত শিশু বিকাশ কেন্দ্রে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে মোট শূন্যপদ 52 টি।

(5) হাওড়া জেলার বালিজগাছা সুসংহত শিশু বিকাশ কেন্দ্রে মোট শূন্যপদ 15 টি।
(6) হাওড়া জেলার বালি শহর এলাকায় আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা মিলিয়ে মোট শূন্যপদ হাজার 19 টি।

(7) হাওড়া সেন্ট্রাল অঙ্গনওয়াড়ি সেন্টার আইসিডিএস ওয়ার্কার এবং আইসিডিএস হেল্পার মিলিয়ে মোট শূন্যপদ 21 টি।
(8) হাওড়া উত্তর শহর এলাকায় অঙ্গনওয়াড়ি কর্মী আইসিডিএস ওয়ার্কার মোট শূন্যপদ 7 টি।

(9) হাওড়া জেলার শিবপুর সুসংহত শিশু বিকাশ কেন্দ্রে আইসিডিএস ওয়ার্কার এবং আইসিডিএস হেল্পার মিলিয়ে মোট শূন্যপদ 38 টি।
(10) হাওড়া জেলা ডোমজুড় মেইন সুসংহত শিশু সেবা বিকাশ কেন্দ্রে আইসিডিএস কর্মী এবং আইসিডিএস সম্পদ সম্পদ 55 টি।

(11) হাওড়া জেলার ডোমজুড় অতিরিক্ত সুসংহত শিশু বিকাশ সেবা কেন্দ্র এখানে আইসিডিএস ওয়ার্কার এবং আইসিডিএস হেল্পার পদে মোট শূন্যপদ রয়েছে 61 টি।
(12) হাওড়া জেলার বাগনান 1 এখানে সুসংহত শিশু সেবা কেন্দ্রে মোট শূন্যপদ আইসিডিএস কর্মী এবং আইসিডিএস সহায়িকা মিলিয়ে 48 টি।

(13) হাওড়া জেলার বাগনান টু সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প আইসিডিএস কেন্দ্র অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা মিলিয়ে মোট শূন্যপদ 70 টি।
আরো অন্যান্য কেন্দ্রগুলিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিস্তারিত নিচে পড়ুন।

আবেদনের শুরু এবং শেষ তারিখ:- 27/04/2022 থেকে 23/05/2022 পর্যন্ত।
আবেদনের পদ্ধতি :- পশ্চিমবঙ্গে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগের দরখাস্ত আবেদন পদ্ধতি অফলাইনে নির্দিষ্ট ফর্ম ফিলাপ করে পোষ্টের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।

ডকুমেন্ট কি কি প্রয়োজন :- অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের আবেদন করার জন্য ডকুমেন্ট প্রয়োজন
(১) মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার এডমিট মার্কসিট এবং সার্টিফিকেট জেরক্স এবং তার উপরে সেল্ফ অ্যাটেস্টেড করে দেবেন।

(২) আপনি যে এলাকায় আবেদন করবেন সেই এলাকার স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট জেরক্স করে সেলফি ডিলিট করে দেবেন।
(৩) ভোটার কার্ড আধার কার্ড সমস্ত ডকুমেন্ট গুলি জেরক্স করেছেন প্যাকেট করে দেবে।
(৪) তিন কপি পাসপোর্ট মাপের ফটো নিয়ে এক কপি ফর্মের সেটে এবং দুই কপি ফরমের সাথে গেথে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দেবেন।

অফিশিয়াল ওয়েবসাইট :- Click here
আবেদনের ফর্ম :- Click here
অন্যান্য জেলার চাকরির খবর :- Click here

Share post
যুক্ত হন আমাদের সাথে

3 thoughts on “রাজ্যে জেলাভিত্তিক অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ 2022, মাধ্যমিক পাসেই আবেদন করুন”

Leave a Comment