RPF Recruitment 2024 Notification for RPF Constable and Sub Inspector

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

RPF Recruitment 2024: প্রকাশিত হলো রেলওয়ে প্রটেকশন ফোর্স বা আরপিএফ এর অফিসিয়াল বিজ্ঞপ্তি 2024 নিয়োগ হবে কনস্টেবল এবং সাব-ইন্সপেক্টর পদে। পুরুষ মহিলা সকলেই আবেদন করতে পারবেন তবে কনস্টেবল এবং সাব-ইন্সপেক্টর পদের জন্য শিক্ষাগত যোগ্যতা আলাদা আলাদা রয়েছে। এর জন্য আপনি রেলের অফিসিয়াল ওয়েবসাইট rpf.indianrailways.gov.in এখান থেকেও বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

RPF Constable & SI Recruitment 2024 বিজ্ঞপ্তি সম্পর্কে আজকেই জানানো হয়েছে এখানে মোট 4660 টি শুন্য পদে আরপিএফ কনস্টেবল এবং সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ হবে। তার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন শুরু হবে ১৫ এপ্রিল ২০২৪ থেকে এবং আবেদন করার শেষ তারিখ ১৪ ই মে ২০২৪ পর্যন্ত। আজকের এই প্রতিবেদন থেকে জেনে নিন আরপিএফ নিয়োগ ২০২৪ বিজ্ঞপ্তির পুরো বিস্তারিত গুরুত্বপূর্ণ আপডেট গুলি।

RPF Recruitment 2024 Notification For Constable and Sub Inspector: আজকের এই প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তিতে রয়েছে RPF Vacancies 2024, eligibility criteria, age limit, education qualifications, physical standards সহ উচ্চতা বুকের ছাতি সহ আরো গুরুত্বপূর্ণ তথ্যগুলি।

Read More: Kolkata Police Constable & lady Constable 2024 Notification PDF
পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল ২০২৪ অফিস অফিশিয়াল বিজ্ঞপ্তি বিস্তারিত পড়ুন।

RPF Recruitment 2024 Overview

Recruitment BoardRPF India
No. of Vacancy4660
Post NameConstable & SI
আমাদের টেলিগ্রামে যুক্ত হন Yuktidhara
চাকরির ধরনআরপিএফ বা রেলওয়ে প্রটেকশন ফোর্স
অনলাইন আবেদন শুরু১৫ এপ্রিল ২০২৪
শেষ তারিখ১৪ ই মে ২০২৪

আরপিএফ vacancy বিবরণ

প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী এবছর আরপিএফ বা রেলওয়ে প্রোটেকশন ফোর্স কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর মিলিয়ে মোট ৪৬৬০ টি শুন্যপদে নিয়োগ হবে। এর মধ্যে –

পদের নামমোট vacancy
আরপিএফ কনস্টেবল৪২০৮
আরপিএফ সাব-ইন্সপেক্টর৪৫২

আরপিএফ নিয়োগ ২০২৪ শিক্ষাগত যোগ্যতা

যেহেতু এখানে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর দুই ধরনের শূন্য পদে নিয়োগ হবে তার জন্য শিক্ষাগত যোগ্যতা রয়েছে আলাদা আলাদা। নিচে দেখুন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা –

পদের নামশিক্ষাগত যোগ্যতা
কনস্টেবলন্যূনতম মাধ্যমিক পাস
সাব ইন্সপেক্টরন্যূনতম স্নাতক ডিগ্রী পাস

রেলওয়ে আরপিএফ নিয়োগ ২০২৪ আবেদনের বয়স

Post NameAge Limit
কনস্টেবল পদের জন্য১৮ থেকে ২৮ বছর
সাব ইন্সপেক্টর পদে আবেদনের জন্য২০ থেকে 28 বছর

আরপিএফ ২০২৪ আবেদন ফি

জেনারেল এবং ওবিসি৫০০ টাকা
তফসিলি জাতি /উপজাতি/EWS২৫০ টাকা
পেমেন্ট পদ্ধতিঅনলাইনে

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু হবে15/04/2024
অনলাইন আবেদন শেষ14/06/2024
পরীক্ষার তারিখupdate Later

RPF Notification 2024 PDF Download

4660 টি শুন্যপদে আরপিএফ এবং আরপিএফ সাব-ইন্সপেক্টর নিয়োগের ঘোষণা করা হয়েছে। যদি আপনি এ বছর আবেদন করতে চান তাহলে আপনাকে এই আবেদনের আগে পুরো বিস্তারিত তথ্যগুলি ভালোভাবে জেনে নিতে হবে এই পিডিএফ থেকে। তাছাড়া নিচে অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া হয়েছে আপনি সরাসরি সেখান থেকেও নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখতে পারবেন।

RPF Apply Online 2024 আরপিএফ অনলাইন আবেদন পদ্ধতি

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

আরপিএফ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদের জন্য অনলাইন আবেদন করতে হলে সমস্ত আবেদনকারী কে প্রথমে আরপিএফ এর অফিসিয়াল ওয়েবসাইট https://rpf.indianwailways.gov.in/RPF/ লিংকে যেতে হবে।

  • এরপর recruitment অপশনে গিয়ে অফিসিয়াল লিংকটি দেখতে পাবেন।
  • এখান থেকে RPF Constable & SI Notification এটি ওপেন করবেন এবং ভালোভাবে দেখে নেবেন।
  • এরপর আবেদন পত্রটি ভালোভাবে পূরণ করুন।
  • আবেদন ফি বাবদ অনলাইনে পেমেন্ট করে আপনার আবেদন পত্রটি ফাইনাল সাবমিট করুন।
  • যখন আবেদন পত্রটি সাবমিট কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনি আবেদনপত্রটির এক কপি প্রিন্ট আউট করে রেখে দেবেন ভবিষ্যতে কাজে আসবে।

গুরুত্বপূর্ণ লিংক সমূহ

আরপিএফ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর শর্ট নোটিশ Click Here
আরপিএফ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর অফিশিয়াল নোটিফিকেশন ২০২৪Click Here (১৫ এপ্রিলে পাবেন)
অনলাইন আবেদনClick Here(১৫ই এপ্রিল ওপেন হবে)
আরপিএফ অফিসিয়াল ওয়েবসাইটClick Here
আরো চাকরির বিজ্ঞপ্তিClick Here
Share post
যুক্ত হন আমাদের সাথে

Leave a Comment