Medhashree scholarship 2023 মেধাশ্রী প্রকল্প benefit, application form, eligibility, important date, status check

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

West Bengal MedhaShree scholarship scheme 2023 – মেধাশ্রী প্রকল্প কি ও কারা এর সুবিধা পাবেন, কিভাবে আবেদন করবেন, মেধাশ্রী প্রকল্প আবেদন করার তারিখ, মেধাশ্রী প্রকল্প কারা যোগ্য সব কিছু আজ এখান থেকে বাংলাতে (Medhashree scheme in Bengali) জানতে পারবেন।

Table of Contents

MedhaShree Scholarship Scheme West Bengal 2023 

Medhashree Scholarship Scheme It was announced by West Bengal Chief Minister Mamata Banerjee on 19 January 2023. CM announced a new scheme for the students of West Bengal. All backward-class students of West Bengal will come under this scheme. People can Read and check out the information about the West Bengal MedhaShree Scholarship 2023 from the article provided below.

About Medhashree Scholarship

The West Bengal government has many social schemes that benefit millions of students in the state. Similarly, this scheme will also help the privileged students of West Bengal financially and help them become more school-oriented.

West Bengal Medhashree scholarship 2023 scheme details

Name of the scholarship schemeMedhashree prakalpa
Launched by/who launched CM of WB – Smt. Mamata Banerjee
BenefitOBC students of West Bengal 
Type of benefitFinancial Aid 
Benefit scholarship amountRs. 800/- per annum 
Eligibility criteriaStudents of West Bengal who are belonging to the community of other backward classes. Students’ family annual income is less than 2 lakh 50000 rupees.
Document requiredStudents of West Bengal who belong to the community of other backward classes. Students’ family annual income is less than 2 lakh 50000 rupees.
Application processOffline and online mode
application last dateResidence certificate, OBC cast certificate, income certificate, etc.
Official websitewww.wb.gov.in

Eligibility criteria of Medhashree scholarship মেধাশ্রী স্কলারশিপ আবেদনের এর যোগ্যতা 

Students eligibilityOnly OBC students
Classপশ্চিমবঙ্গের সরকারি বা সরকারি সাহায্য প্রাপ্ত স্কুল গুলির সমস্ত ছাত্র-ছাত্রী যারা পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে পড়াশোনা করছে।
Residential eligibility স্থায়ী বসবাসের যোগ্যতাছাত্র-ছাত্রীদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এছাড়া ওবিসি সম্প্রদায় ভুক্ত হতে হবে। এর জন্য প্রয়োজনীয় সার্টিফিকেট থাকা দরকার।
Bank account (ব্যাংক একাউন্ট) আবেদনকারীর অবশ্যই একটি বৈধ ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। এই অ্যাকাউন্টেই আপনি টাকা পাবেন।
Others eligibilityযদি আপনি অন্য কোন সরকারি প্রকল্প থেকে প্রিম্যাটট্রিক স্কলারশিপের টাকা পেয়ে থাকেন তবে মেধাশ্রী প্রকল্পের টাকা পাবেন না।
Scholarship rulesএকটি ক্লাসে একবারই বৃত্তি পাওয়া যাবে অর্থাৎ কোন ছাত্র-ছাত্রী যদি একটি ক্লাসে ফেল করে তবে সেই বছর তিনি আর এই স্কলারশিপ পাবেন না। অর্থাৎ একটি ক্লাসে বছরে একবার স্কলারশিপ প্রদান করা হবে।

মেধাশ্রী প্রকল্প কি what is Medhashree scheme in West Bengal?

মেধাশ্রী প্রকল্প রাজ্যের অন্যান্য অনগ্রসর শ্রেণীর পর্বতের জন্য একটি নয়া প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ১৯ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার এ প্রকল্পের ঘোষণা করেছেন। পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার থেকে এই প্রকল্পের উদ্দেশ্যে তিনি বলেন কেন্দ্রীয় সরকার অভিষেক পর্বতের বৃত্তি বন্ধ করে দিয়েছে, তাই এখন থেকে এই বৃত্তি রাজ্য সরকার নিজে দেবে। অর্থাৎ এই প্রকল্পটি প্রিম্যাট্রিক্স স্কলারশিপ হিসেবে পরিচিত। এই প্রকল্পের মধ্য দিয়ে ওবিসি শ্রেণীভুক্ত ছাত্র-ছাত্রীরা প্রতিবছর প্রায় ২ লক্ষ্য ৬৩ হাজার জন রাজ্য সরকারের তরফ থেকে আর্থিক সাহায্য পাবে।

মেধাশ্রী প্রকল্প কারা যোগ্য / করা মেধাশ্রী স্কলারশিপ পাবে (who is eligible for Medhashree scholarship?)

মেধাশ্রী স্কলারশিপ পাবেন পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্র-ছাত্রীরা যারা পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে পাটরত রয়েছে। পশ্চিমবঙ্গের সরকারি স্কুল এবং সহকারী সাহায্য প্রাপ্ত স্কুল সকল ছাত্র-ছাত্রীরা এই প্রকল্পের সুবিধা পাবেন। তাই এই প্রকল্পের সুবিধা পেতে সঠিক সময় আবেদন অবশ্যই করতে হবে নিচে আরও বিস্তারিত জানুন।

মেধাশ্রী প্রকল্প কবে চালু হয় এবং কত টাকা পাওয়া যায়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পটি ঘোষণা করেন ১৯ জানুয়ারি ২০২৩ তারিখে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুসারে এই প্রকল্পটির মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা প্রতিবছর ৮০০ টাকা করে পাবেন।

মেধাশ্রী প্রকল্পে স্কলারশিপ পাওয়ার আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে

যদি আপনি বা আপনার বাড়ির এমন কোন ছাত্রছাত্রী রয়েছে যারা পঞ্চম থেকে অষ্টম শ্রেণী এর মধ্যে পড়াশোনা করছেন তবে তাদের আবেদন করার সময় যে সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট প্রয়োজন হবে সেগুলি হল।

  • ওবিসির সার্টিফিকেট
  • সংশ্লিষ্ট পরীক্ষার মার্কশীট
  • বাসিন্দা সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট।
  • পারিবারিক ইনকাম সার্টিফিকেট।
  • ব্যাংক একাউন্ট নাম্বার
  • আধার কার্ড
  • কালার ছবি

How to Apply Medhashree scholarship মেধাশ্রী প্রকল্পের জন্য কিভাবে আবেদন করবেন

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

মেধা শ্রী প্রকল্পে অফলাইন এবং অনলাইন দুই রকম ভাবেই আবেদন করতে পারবেন। যদি আপনি Medhashree scholarship Apply Online করতে চান তবে আপনাকে Medhashree official website থেকে আবেদন করতে হবে। 

  • প্রথমে শিক্ষাশ্রী বা Medhashree portal – https://202.66.172.169/ এ ভিজিট করুন।
  • এবার ইউজার টাইপে স্কুল লেভেল চয়েস করুন।
  • এবার আপনার জেলা কোনটি সেটি লিখুন।
  • এবার আপনার ব্লক বা পৌরসভা সিলেক্ট করুন।
  • স্কুলের নাম সিলেক্ট করুন।
  • এবার আপনাকে লগইন করতে হবে তার জন্য ইউজার আইডি এবং পাসওয়ার্ড লিখুন।
  • এবার ফ্রেস এপ্লিকেশন এ ক্লিক করুন।
  • এখানে আবেদনকারীর নাম লিখুন।
  • আবেদন করি পিতার নাম।
  • তারপর ঠিকানা ,জেলা, লিঙ্গ, সম্প্রদায়, জন্মতারিখ, বর্ণ, কাস্ট সার্টিফিকেট নাম্বার লিখুন
  • এবার বার্ষিক পারিবারিক আয়, মোবাইল নাম্বার, আধার নম্বর লিখুন।
  • এবার ব্যাংক অ্যাকাউন্টের নম্বর ভালোভাবে পূরণ করুন।
  • সবশেষে একবার সম্পূর্ণ ফর্মটিকে পুনরায় যাচাই করুন এবং ফাইনালি সাবমিট করুন।

এছাড়াও এ ব্যাপারে আপনার সংশ্লিষ্ট স্কুলে শিক্ষাশ্রী পোর্টাল থেকে আবেদন করে দেওয়া হয়।

প্রত্যেক ছাত্র-ছাত্রী যারা মেধা শ্রী প্রকল্পের জন্য আবেদন করবেন তাদের প্রত্যেকের প্রয়োজনীয় সমস্ত তথ্য সহ গুরুত্বপূর্ণ ডকুমেন্ট গুলি সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের কাছে জমা করতে হয়। এরপর স্কুল কর্তৃপক্ষ Medhashree scholarship login করে সমস্ত যোগ্য ছাত্র-ছাত্রীদের Medhashree form fill up সম্পন্ন করে দেবেন।

এরপর যদি আপনি সেই ফর্মটি প্রিন্ট করে নিতে চান তবে স্কুলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বললে আপনি আবেদন করা সেই Medhashree form pdf আকারে নিতে পারবেন।

WB Medhashree Scholarship Amount List কোন শ্রেণীর জন্য কত টাকা দেয়া হয়

Classes শ্রেণিAmount অর্থের পরিমাণ
পঞ্চম শ্রেণীRs 500
ষষ্ঠ শ্রেণিRs. 650
সপ্তম শ্রেণীRs. 700
অষ্টম শ্রেণীRs. 800

Medhashree Scholarship Application Status Check Online

You can check your Medhashree Application status online from Shikshahree Portal by login with User ID, Password and Security code.

  • First visit the official website of this portal, the link provided below.
  • Then you see the homepage
  • Now click the “Track Application Status”
  • You can see A new page will open.
  • Select your district.
  • Then you entered all the other information.
  • Now select the student’s name.
  • Now your Medhashree status page will open on the screen.

Medhashree Scholarship Application Form and Important Links

Medhashree Scholarship 2023-24 Online Apply Form Click Here  
More Scholarship Click Here 
Official E-mail ID[email protected]
Toll free Number 1800 120 2130

West Bengal Medhashree scholarship Related FAQs

What is the last date for Medhashree Scholarship 2023?

The last date to apply for this scheme has not yet been announced in the official notification. If you want to apply then apply before the last date. If the last date is announced later, it must be informed here.

How to apply for the Medhashree scholarship

You can apply for the Medhashree Scholarship either online or offline. Read the full article for details.

Share post
যুক্ত হন আমাদের সাথে

Leave a Comment