রামকৃষ্ণ শিক্ষানিকেতনে টিচিং ও নন টিচিং কর্মী নিয়োগ , আবেদনের ফর্ম সহ বিস্তারিত জানুন

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

রাজ্যের রামকৃষ্ণ শিক্ষানিকেতন স্কুলে টিচিং ও নন টিচিং কর্মী নিয়োগ করা হচ্ছে। আগ্রহী প্রার্থীরা তাড়াতাড়ি আবেদন করুন। আবেদন সম্পূর্ণ অফলাইন মোডে করতে হবে। শ্রী শ্রী রামকৃষ্ণ সত্যানন্দ দৃষ্টিদীপ শিক্ষানিকেতন স্কুলে নিয়োগ করা হবে। নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে স্কুলের অফিসিয়াল ওয়েবসাইটে। পশ্চিমবঙ্গ তথা ভারতের নাগরিক হলেই আবেদন করা যাবে। ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। এই চাকরি করে মাসে ২২,৭০০ টাকা উপার্জন করতে পারবেন। প্রতিবেদন থেকে নিয়োগ ও আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিন।

যে যে পদে নিয়োগ করা হবে-

পদের নাম : সহ শিক্ষক (Assistant Teacher)
শূন্যপদ : সহ শিক্ষক পদের জন্য মোট আসন কত নিচের বিজ্ঞপ্তিতে রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা : নূন্যতম উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। দৃষ্টিহীনদের শিক্ষাদানের উপর ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। তবে স্নাতক প্রার্থীদের সুযোগ আগে দেওয়া হবে।
বয়সসীমা : এই পদের জন্য প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ৪০। তবে সরকারি নিয়ম অনুযায়ী, সংরক্ষিত প্রার্থীদের বয়সের ক্ষেত্রে বিশেষ ছাড় মিলবে।
বেতনক্রম : সহ শিক্ষক পদে নির্বাচিত প্রার্থীকে প্রতি মাসে ২২,৭০০ টাকা থেকে ৫৮,০০০ টাকা দেওয়া যাবে।

পদের নাম: ক্লার্ক কাম টাইপিস্ট (Clerk cum Typist)
শূন্যপদ : ক্লার্ক কাম টাইপিস্ট পদের জন্য শূন্যপদ নিচের বিজ্ঞপ্তিতে বিস্তারিত রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা : নূন্যতম মাধ্যমিক পাশ কিংবা উচ্চমাধ্যমিক পাশ হলে এই পদের জন্য আবেদন করা যাবে। সঙ্গে কম্পিউটারে প্রতি মিনিটে ৪০ টি শব্দের টাইপিং দক্ষতা থাকতে হবে।
বয়সসীমা : এই পদে আবেদন করার জন্য প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ৪০ বছর। সংরক্ষিত প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় রয়েছে।
বেতনক্রম : ক্লার্ক কাম টাইপিস্ট পদে নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ২২,৭০০ থেকে ৫৮,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।

রামকৃষ্ণ শিক্ষানিকেতনে চাকরি ২০২৩ আবেদন পদ্ধতি

১) উক্ত দুটি পদের জন্য অফলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। এরজন্য প্রথমেই নিম্নে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে।
২) অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে পদে আবেদন করতে চান সে পদের আবেদবপত্র ডাউনলোড করে প্রিন্ট করিয়ে নিতে হবে।
৩) এরপর প্রিন্ট করা আবেদনপত্রটি সঠিক তথ্য দিয়ে পূরণ করে নিন এবং সাথে প্রয়োজনীয় নথি সংযুক্ত করুন।
৪) এরপর আবেদনপত্রটি খামে ভরে স্পীড পোস্টের মাধ্যমে নিম্নে উল্লেখ করা ঠিকানায় পাঠিয়ে দিন।

আবেদনপত্র স্পীড পোস্ট করার ঠিকানা –

Member-Secretury, Sri Sri Ramkrishna Satyananda Dristideep Sikshaniketan, Kalidanga, PO Kharba, P.S.-Rampurhat, Dist. Birbhum 731233

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

আবেদন জমা করার শেষ তারিখ – আগামী ৩১শে অগাস্ট ২০২৩ তারিখ পর্যন্ত আবেদন জমা করা যাবে।

Official WebsiteVisit Now
Notification DownloadPDF Download
More Job VacancyClick Here

🔥আরও অন্যান্য চাকরির বিজ্ঞপ্তি

কলকাতা কেন্দ্রীয় সরকারের অফিসে কর্মী নিয়োগ আবেদন করুন।
কলকাতা মেট্রো রেলে একাধিক পদে নিয়োগ বিস্তারিত জানুন।
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ আবেদন চলছে ফর্ম সংগ্রহ করুন।
রাজ্যের খাদ্য দপ্তরে মাধ্যমিক পাস PSC Food SI সাব ইন্সপেক্টর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত বিস্তারিত জেনেনিন।

Share post
যুক্ত হন আমাদের সাথে

Leave a Comment