মিড-ডে-মিল এর পর রাজ্যের স্কুলে চালু হল “ব্রেকফাস্ট প্রকল্প”, বেজায় খুশি পড়ুয়ারা

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

মিড ডে মিল প্রকল্পের পর এবার রাজ্যের স্কুলে চালু হল ব্রেকফাস্ট প্রকল্প। পড়ুয়াদের জন্য বিরাট খুশির খবর জেনেনিন পুরো ব্যাপারটা আসলে কি। পড়ুয়াদের আরো বেশি করে স্কুল মুখী করতে ১৯৫৬ সালে ভারতের মধ্যে প্রথম রাজ্য হিসেবে তামিলনাড়ুতে মিড-ডে-মিল প্রকল্প চালু করেন তৎকালীন মুখ্যমন্ত্রী। তারপর ২০০১ সালে ভারতীয় সুপ্রিম কোর্ট নির্দেশ করে যে ভারতের প্রত্যেক রাজ্যে এই মিড-ডে- মিল প্রকল্প চালু করার জন্য।

মিড-ডে-মিল প্রকল্প যেমন সর্বপ্রথম তামিলনাড়ুতে চালু হয়ে সব রাজ্যে শুরু হয়েছিল ঠিক তেমনি সেই তামিলনাড়ুতেই আবার প্রথম চালু হলো ব্রেকফাস্ট প্রকল্প (Breakfast Scheme)। তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী এমকে স্টালিন সরকারি স্কুলের প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের জন্য এই ব্রেকফাস্ট প্রকল্প চালু করলেন।

তবে এখন দেখার বিষয় যে ঠিক আগের মতো সুপ্রিম কোর্ট থেকে আবার যদি নির্দেশ আসে ভারতের সব রাজ্যেই ব্রেকফাস্ট স্কিম চালু করতে হবে তাহলে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যেও ব্রেকফাস্ট স্কিম চালু হবে যাতে করে রাজ্যের প্রথম থেকে পঞ্চম শ্রেণীর পড়ুয়ারা এই প্রকল্পের লাভ উঠাতে পারবে।

আরও পড়ুন : ✅যুবশ্রী প্রকল্পের নতুন আপডেট ও তালিকা ২০২৩
কলকাতা পুলিশ সাব-ইন্সপেক্টর পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হল আবেদন করুন।
বাড়িতে বসে চাকরি করুন আবেদন চলছে Work from Home Job 2023
চাঁদের উপরে ল্যান্ডার বিক্রম ও রোভার কতদিন বাঁচবে? আবার কি পৃথিবীতে ফিরবে ?(অজানা তথ্য জেনেনিন )
মাধ্যমিক পাশ যোগ্যতায় অঙ্গনওয়াড়ি ICDS নিয়োগ।

Share post
যুক্ত হন আমাদের সাথে

Leave a Comment