পোস্ট অফিসে ১২ হাজার কর্মী নিয়োগ, মাধ্যমিক পাস হলেই চাকরির সুযোগ | Post office GDS new recruitment 2023

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় পোস্ট অফিসে ১২ হাজার এর বেশি শূন্য পদে গ্রামীণ ডাক সেবক GDS recruitment 2023 নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। প্রত্যেকটি মাধ্যমিক পাস ছেলে মেয়েদের জন্য পোস্ট অফিসের চাকরির সুযোগ।

কেন্দ্রীয় সরকারের অধীনে ভারতীয় পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবক পদে ( Gramin Dak Sevak ) নিয়োগের বিজ্ঞপ্তি অনুযায়ী ভারতের যেকোন যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে আপনি পশ্চিমবঙ্গ থেকে আবেদন করতে হলে অবশ্যই জেনে নিন যে পশ্চিমবঙ্গের জন্য শূন্য পদ কত রয়েছে এবং নিয়োগের সমস্ত ক্রাইটেরিয়া গুলি অবশ্যই জেনে নিন। নিচে সবকিছু দেয়া হয়েছে-

Post Office GDS Recruitment 2023

পদের নাম: প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে দুই ধরনের শূন্য পদে কর্মী নিয়োগ হবে BPM এবং ABPM তাই যেটির ক্ষেত্রে আপনি প্রযোজ্য সেটির ক্ষেত্রে আবেদন করবেন।

আরও পড়ুনঃ মাধ্যমিক পাস যোগ্যতায় 2000 বন সহায়ক আবেদন চলছে শীঘ্রই আবেদন করুন।

GDS Recruitment 2023 Vacancy Details মোট শূন্যপদ 

সারা ভারতে মোট 12 হাজার 868 আর এর মধ্যে পশ্চিমবঙ্গের জন্য শূন্যপদ ৪৫টি। তাছাড়া যদি আপনি অন্যান্য রাজ্য থেকে আবেদন করেন সেক্ষেত্রে আপনি জানতে পারবেন কোন রাজ্যে কতগুলি শূন্য পদ রয়েছে তার জন্য আপনি অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করলেই সেখানে তালিকা দেখতে পাবেন। নিচের লিংক দেয়া হয়েছে।

GDS Recruitment 2023 Educational qualification শিক্ষাগত যোগ্যতা

ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকলে ছেলে-মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন জিডিএস নিয়োগ ২০২৩ বিজ্ঞপ্তি অনুযায়ী।

তবে আপনি যে রাজ্যের চাকরির জন্য আবেদন করবেন সেই রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। এর সাথে কম্পিউটার দক্ষতা থাকতে হবে এবং সাইকেল বা মোটরসাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।

GDS Recruitment 2023 Age Limit আবেদনের বয়স

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

gds পদে পোস্ট অফিসে চাকরি, প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী জিডিএস পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স ন্যূনতম 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে তাছাড়া অন্যান্য অনগ্রসর শ্রেণীর প্রার্থীদের বেলায় বয়সে সরকারি নিয়ম অনুযায়ী যথারীতি ছাড় রয়েছে।

আরও পড়ুনঃ মাধ্যমিক পাস যোগ্যতাতে  অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের নিয়ম পরিবর্তন হয়ে গেল, জেনে নিন এখনই।

Postal Recruitment 2023 Monthly Salary  ঠিক সেবক পদের বেতন 

যেহেতু এখানে দুই ধরনের কর্মী নিয়োগ করা হবে তাই বেতনের ভাগ রয়েছে দুই ধরনের

  • Branch Post Master পদের জন্য বেতন প্রতি মাসে ১২০০০ থেকে ২৯ হাজার ৩৮০ টাকা।
  • Assistant Branch Post Master পদের ক্ষেত্রে বেতন প্রতি মাসে ১০০০০ থেকে ২৪ হাজার ৭৭০ টাকা বেতন রয়েছে।

Post office Recruitment 2023 Selection process নিয়োগ পদ্ধতি

নিয়োগ করা হবে আবেদনকারীর মাধ্যমিকে পাওয়া প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। তাই যাদের মাধ্যমিকের ভালো নম্বর রয়েছে তাদের পোস্ট অফিসে চাকরি পাওয়ার সুযোগ অত্যন্ত প্রবল এই সুযোগ কোন ভাবেই ছাড়া করবে না।

GDS Recruitment 2023 Application Fee আবেদন ফি

Gen,OBC,EWS প্রার্থীদের বেলায় আবেদন ফি ১০০ টাকা। এসসি এসটি মহিলা হলে আবেদন ফি দিতে হবে না।

GDS Recruitment 2023 Application Process আবেদন পদ্ধতি

আবেদন করতে হবে অনলাইনে ভারতীয় পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিচের লিংক দেয়া হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করুন। আবেদন করার সময় মাধ্যমিকের প্রাপ্ত নম্বর বিষয় ভিত্তিক আপলোড করতে হবে সেটি অবশ্যই নজরে রাখবেন।

আরও পড়ুনঃ অষ্টম শ্রেণী পাশে রামকৃষ্ণ মিশনে কর্মী নিয়োগ আবেদন চলছে বিস্তারিত তথ্য জেনে নিন।

GDS Recruitment 2023 Application Last date আবেদনের শেষ তারিখ

22 মে  2023 থেকে আবেদন শুরু হয়েছে এবং অনলাইনে আবেদন করতে পারবেন 11ই জুন 2023 পর্যন্ত।

Official website: Click Here

Application online: Click Here

Official notification details: click here

Circle Wise  vacancy details: click here 

আরও পড়ুনঃ মাধ্যমিক পাস যোগ্যতায় আঁধার দপ্তরে কর্মী নিয়োগ চলছে আবেদন করার জন্য বিস্তারিত জেনে নিন।

Share post
যুক্ত হন আমাদের সাথে

Leave a Comment