রাজ্যে ২০০০ বন সহায়ক নিয়োগ নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, ৭ দিনের মধ্যে আবেদন করুন 

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

প্রকাশিত হয়ে গেল পশ্চিমবঙ্গ বন সহায়ক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩। অষ্টম শ্রেণী পাস ছেলেমেয়েদের জন্য বন সহায়ক পদে চাকরির সুবর্ণ সুযোগ। আগামী সাত দিনের মধ্যে দরখাস্ত সঠিক ঠিকানাতে পাঠাতে হবে বিজ্ঞপ্তিতে পরিষ্কার বলে দেওয়া হয়েছে।

এর আগেকার যে ২০০০ বন সহায়ক ইন্টারভিউ নেওয়ার পর নিয়োগ হয়েছিল সেটি পুরোপুরিভাবে ক্যান্সেল করে দেয়া হয়েছে এবং নতুন করে নিয়োগ জারি করল হাইকোর্টের নির্দেশ। তাই প্রত্যেকটি ছেলে-মেয়ে আবেদন করতে পারবেন।

আরও পড়ুনঃ আধার কার্ড এর অফিসে কর্মী নিয়োগ চলছে, বিস্তারিত বিবরণ জেনে নিন।

গুরুত্বপূর্ণ খবর: বন সহায়ক ২০২৩ নিয়োগের বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ দিল হাইকোর্ট।

আবেদন করতে হবে নিজ নিজ জেলার যে Forest Division অফিস রয়েছে সেখানে জমা করতে হবে তার আগে কোন জেলার দরখাস্ত কোথায় জমা করবেন সেটি বিজ্ঞপ্তিতে ভালোভাবে দেখে নিন, তারপর সেখানে স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে দরখাস্ত জমা করতে হবে বা হাতে নাতেও দরখাস্ত জমা করতে পারবেন।

পদের নাম: বন সহায়ক।

যোগ্যতা: অষ্টম শ্রেণী পাস।

মোট শূন্য পদ: ২০০০ টি।

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

আবেদন ফি: দিতে হবে না।

বয়স: ১৮ থেকে ৪০ বছরের মধ্যে থাকতে আবেদন করতে পারবেন।

বেতন: ১০ হাজার টাকা প্রতি মাসে।

আবেদন করার সময়: ৭ দিন পর্যন্ত আবেদন করতে পারবেন। তাই দেরি না করে শিগগিরই আবেদন করুন। Bana Sahayak recruitment 2023 ফর্ম এর লিঙ্ক নিচে দেওয়া হয়েছে।

2000 Bana Sahayak syllabus selection process 

  • Ability to read Bengali 30
  • Ability to write Bengali 30
  • Ability to read English or Hindi 10
  • General knowledge Oral Test 20
  • Personality fitness for forestry works 10
  • Total 100 নম্বরের পরীক্ষা দিতে হবে।

নিয়োগ পদ্ধতি: ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ হবে উপরের সিলেবাস অনুযায়ী।

আরও পড়ুনঃ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের যোগ্যতা ও বয়সে বিরাট পরিবর্তন হয়ে গেল তারাতারি জেনে নিন।

গুরুত্বপূর্ণ ডকুমেন্ট: 

1.Proof of residence & photo ID: Aadhaar card / Voter ID card.

2.Proof of age & photo ID: Birth Certificate / Aadhaar card / PAN 

card.

3. Educational qualification: Mark sheet of last exam passed.

WB Bana Sahayak recruitment official website: Click Here

Bana Sahayak application form pdf download: Click Here

WB Bana Sahayak official notification 2023 pdf : Click Here 

Share post
যুক্ত হন আমাদের সাথে

Leave a Comment