আপনার আধার কার্ড চালু রাখতে হলে আপডেট করতে হবে ডেমোগ্রাফিক ডাটা। যদি আপনার আধার কার্ডের ১০ বছর পুরনো হয়ে থাকে তবে এবার অনলাইনে সম্পূর্ণ ফ্রিতে আধার কার্ড ডেমোগ্রাফিক ডাটা আপডেট করতে পারবেন। কাদেরকে এই আধার কার্ডের ডেমোগ্রাফিক ডাটা আপডেট করতে হবে কাদের করতে হবে না আজকের এই প্রতিবেদনের সবকিছু পরিষ্কারভাবে জেনে নিন। নিচে সবকিছু বিস্তারিতভাবে দেওয়া হয়েছে।
আপনার আধার কার্ড ১০ বছর পুরনো যদি হয়ে থাকে এবং 10 বছরের মধ্যে আপনি আপনার আধার কার্ডে কোন রকমের আপডেট করেননি বা কোন রকমের সংশোধন করেননি তবে এবার আপনাকে দুটি ডকুমেন্ট দিয়ে আধার ডেমোগ্রাফিক ডাটা অবশ্যই আপডেট করাতে হবে অনলাইন থেকে। এই কাজটি আপনি নিজে নিজেই করতে পারবেন মোবাইল ল্যাপটপ বা কম্পিউটার থেকে।
Read More: লক্ষীর ঘন্টার প্রকল্প থেকে ৩ লক্ষ মহিলার নাম বাতিল হল এখনই দেখে নিন বিস্তারিত
যদি আপনি অনলাইন থেকে এই ডেমোগ্রাফিক ডাটাটি আপডেট করেন তাহলে 15ই জুন পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতে আপনি এই ডেমোগ্রাফির ডাটাটি আপডেট করতে পারবেন। যে দুটি ডকুমেন্ট আপডেট করতে হবে সেগুলি হল (১) পরিচয় পত্র হিসেবে প্রুপ অফ আইডেন্টিটি পত্র (২) এবং স্থায়ী ঠিকানার প্রমাণপত্র। আর এই ডাটাটি আপলোড করলেই আপনার আধার কার্ডের ভ্যালিডিটি আরো দশ বছর পর্যন্ত বৈধতা থাকবে।
কিভাবে অনলাইনে ফ্রিতে আধার ডেমোগ্রাফিক ডাটা আপডেট করবেন:
- (১) প্রথমে আধার এর অফিসিয়াল ওয়েবসাইটে Uidai.gov.in প্রবেশ করুন।
- (২) এবার My Aadhaar অফসিনে ক্লিক করে প্রবেশ করুন।
- এখানে এসে log in অপশনে ক্লিক করুন ডান পাশে অপশন পেয়ে যাবেন।
- এবার আপনার আধার নাম্বার টাইপ করুন এবং মোবাইল থেকে ওটিপি নিয়ে ওটিপি টাইপ করে সাবমিট করুন।
- এবার ভেতরে প্রবেশ করে Service নামে একটি অপশন থাকবে তার নিচে সমস্ত আরো বিভিন্ন অপশনগুলি দেখতে পাবেন।
- এখান থেকে ডকুমেন্ট আপডেট Document Update নামে একটি অপশন থাকবে সেখানে ক্লিক করে ওপেন করুন।
Read More: জেলার স্বাস্থ্য বিভাগে ১৭ টি দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ আবেদন শুরু হলো বিস্তারিত জানুন
- আর এখানে আপনি পরিষ্কারভাবে দেখতে পাবেন ১৪-৬-২০২৩ পর্যন্ত এটি ফ্রি অফ কষ্টে আপডেট করতে পারবেন।
- এখানে আপনি বিভিন্ন আরও অপশন গুলি দেখতে পাবেন।
- এবার Next অপ্সানে দুইবার ক্লিক করুন।
- এখানে দেখতে পাবেন লিখা রয়েছে please update your demographic details এই কথাটি
- এবার Next অপ্সানে ক্লিক করে ডকুমেন্ট Upload করুন।
- এই ডকুমেন্টগুলি JPEG PNG PDF ফরমেটে আপলোড করতে পারবেন তার জন্য আগে থেকেই সেগুলিকে ফরম্যাট বানিয়ে রাখবেন স্ক্যান করার পরে।
- এখান থেকে আপনার ইচ্ছেমতো ডকুমেন্টই বেছে নিতে পারবেন যেটি আপনি আপলোড দিতে চান সেখানে ক্লিক করে আপলোড করুন।
- এবার ডকুমেন্ট সিলেক্ট করে কন্টিনিউ টু আপলোড অপ্সানেক্ট ক্লিক করুন।
- সবশেষে টার্মস এন্ড কন্ডিশন এর অপশনে ক্লিক করে Okey অপশনে ক্লিক করে সাবমিট করে দিন।
Official website: Click Here
গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি গুলি:
📌পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের ফাইনাল রেজাল্ট এবং চূড়ান্ত তালিকা প্রকাশের তারিখ জেনে নিন
চাকরির বিজ্ঞপ্তি: CLICK HERE
আরো পড়ুন:
📌 উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় ট্রেনিং দিয়ে হাসপাতালে চাকরি।
📌 মাধ্যমিক যোগ্যতাই পশ্চিমবঙ্গে কোন কোন চাকরির দরখাস্ত চলছে।
📌 জেলাভিত্তিক চাকরির খবর গুলি দেখুন।
📌 কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্প ছাত্রছাত্রীরা পাবেন ৩৬ হাজার টাকায় স্কলারশিপ।
📌 এ মাসের সমস্ত চাকরির খবরগুলি পড়ুন।
প্রতিটি নতুন বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে আমাদের TELEGRAM ও WHATSAPP জয়েন্ট করুন।