WBP Lady Constable Answer Key 2023, ১০ সেপ্টেম্বর লেডি কনস্টেবল পরীক্ষার সমস্ত প্রশ্ন ও উত্তর (১০০% সঠিক )

আজ ১০ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ লেডি কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষা হয়েগেল। সমস্ত পরীক্ষার্থীদের এখন একটাই চিন্তা কতগুলো প্রশ্ন সঠিক হল এবং কতটা ভুল হল সেটা জানতে হবে। তাই আপনাদের আর এখানে ওখানে ছুটো ছুটি করতে হবে না ,এক নজরে জেনেনিন ১০ সেপ্টেম্বর ২০২৩ রাজ্য পুলিশের মহিলা কনস্টেবল পরীক্ষার সমস্ত ১০০ টি প্রশ্নের সঠিক উত্তর গুলি। এখানে PDF download করতেও পারবেন লিংক নিচে দেওয়া হয়েছে।

WhatsApp Channel (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

মিলিয়ে নিন আজকের লেডি কনস্টেবল পরীক্ষার প্রশ্ন ও উত্তর :

প্রশ্ন:  প্রত্যেক ক্রিয়ার সমান ও  বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে-  এটি নিউটনের কোন গতি সূত্র?

উত্তর:  তৃতীয় গতিসূত্র। 

প্রশ্ন:  ভারতের সংবিধানের জনক কাকে বলা হয় ?

উত্তর:  বি আর আম্বেদকর কে। 

WhatsApp Channel (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

প্রশ্ন:   কোষের সুইসাইড ব্যাগ কোন অঙ্গাণুকে বলা হয়?

উত্তর:  লাইসোজোমকে কোষের সুইসাইড ব্যাগ বলা হয়।

প্রশ্ন:  কংগ্রেসের সুরাট অধিবেশনে যে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে বিভাজন হয়, সেটি কোন সালে অনুষ্ঠিত হয়েছিল?

উত্তর:  ১৯০৭ সালে। 

প্রশ্ন:পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? 

উত্তর: ১৫৫৬ সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল। 

প্রশ্ন: কোটা শহরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত?

উত্তর: ভারতের রাজস্থান রাজ্যে অবস্থিত কোটা শহর .

প্রশ্ন:  কত সালে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ গঠিত হয়?

উত্তর।: ১৯৭১ সালে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ স্বাধীনতা লাভ করে।

প্রশ্ন: সাম্প্রতিক বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের গোলরক্ষকের নাম কি?

উত্তর:  এমিলিয়ানো মার্টিনেজ। 

প্রশ্ন:  শ্বাসমূল নিচের কোন উদ্ভিদে দেখা যায় না?

উত্তর: গেওড়া। 

প্রশ্ন:  আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত?

উত্তর:  দক্ষিণ আমেরিকা। প্রশ্ন:  চাপ প্রয়োগের ফলে বরফের গোলে যাওয়া এবং চাপ উঠিয়ে নিলে পরে আবার কঠিন অবস্থায় ফিরে আসার ঘটনা কে কি বলা হয়?

উত্তর: কঠিনীভবন। 

প্রশ্ন: লোয়েস কি দ্বারা গঠিত ভূমিরূপ এর উদাহরণ ?

উত্তর: বায়ু দ্বারা গঠিত ভূমিরূপ এর উদাহরণ। 

প্রশ্ন:  সাম্প্রতিক কুনো ন্যাশনাল পার্কে যে চিতাবা গুলি ছাড়া হয়েছে সেগুলি কোন দেশ থেকে আনা হয়েছে?

উত্তর: নামিবিয়া থেকে আনা হয়েছে।

প্রশ্ন: নিচের কোনটি সবথেকে উৎকৃষ্ট কয়লার উদাহরণ ?

উত্তর: অ্যান্ট্রোসাইট।

প্রশ্ন: পেশোয়া শব্দের অর্থ কী ?

উত্তর: প্রধানমন্ত্রী।

প্রশ্ন: বিমান কাঠামো নির্মাণে নিচের কোন ধাতুটি ব্যবহার সর্বাধিক ?

উত্তর: অ্যালুমিনিয়াম।

প্রশ্ন: চিতোর কোন রাজপুত রাজ্যের রাজধানী ছিল ?

উত্তর: মেবার।

প্রশ্ন: নিচের কোনটি একটি রিট নয় ?

উত্তর: স্পেশাল লিভ পিটিশন।

প্রশ্ন: নিচের কোনটি পটাশিয়াম নাইট্রেটের রাসায়নিক সংকেত ?

উত্তর: KNO3

প্রশ্ন: ক্ষেত্রী খনিটি কোন ধাতু উত্তোলনের জন্য বিখ্যাত?

উত্তর: তামা।

প্রশ্ন: থাইরক্সিন হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়?

উত্তর: থাইরয়েড।

প্রশ্ন: নেতাজি সুভাষ চন্দ্র বোস নিম্নলিখিত কোন স্থানে জন্মগ্রহণ করেন?

উত্তর: কটক।

প্রশ্ন: মারাঠা ও কেশরী নামক পত্রিকা দুটি কে সম্পাদনা করতেন?

উত্তর: বালগঙ্গাধর তিলক।

প্রশ্ন: নিচের কোনটি ভূ-নিম্নস্থ কাণ্ডের উদাহরণ নয়?

উত্তর: আদা।

প্রশ্ন: কোন ভিটামিনের বিজ্ঞানসম্মত নাম ক্যালসিফেরল?

উত্তর: ভিটামিন-ডি।

প্রশ্ন: বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার ভারতের কোন রাজ্যে অবস্থিত?

উত্তর: কেরালা রাজ্যে।

প্রশ্ন: ইম্পিচমেন্টের মাধ্যমে নিচের কোন ব্যক্তিকে তার পদ থেকে সরানো যেতে পারে?

উত্তর: রাষ্ট্রপতি কে।

প্রশ্ন: প্রতি বছর লোকসভায় কে বাজেট পেস করেন?

উত্তর: অর্থ মন্ত্রী।

প্রশ্ন: হাইড্রোজেন গ্যাসের সাপেক্ষে নিচের কোনটি সত্য নয়?

উত্তর: হলুদবর্ণের, এটা সঠিক নয়।

প্রশ্ন: কেদারনাথ তীর্থস্থানটি কোন রাজ্যে অবস্থিত?

উত্তর: উত্তরাখন্ড রাজ্যে।

প্রশ্ন: তরল ধাতু কোনটি ?

উত্তর: পারদ।

প্রশ্ন: ত্রিভুজাকৃতি প্রিজমের কটি তল থাকে ?

উত্তর: ৫ টি।

প্রশ্ন: কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা কে করেন?

উত্তর: স্যার উইলিয়াম জোন্স।

প্রশ্ন: মহাবলীপুরামের সপ্তরথ মন্দির কোন রাজবংশের সৃষ্টি ?

উত্তর: পল্লব রাজ বংশের।

প্রশ্ন: প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা কে?

উত্তর: চার্লস ডারউইন।

প্রশ্ন: সুপ্রিম কোর্টের বিচারপতির অবসরগ্রহণের বয়স কত বছর?

উত্তর: ৬৫ বছর।

প্রশ্ন: কোনো একটি মাছকে জলের ভেতরে দেখলে সেটিকে ওর সঠিক অবস্থান থেকে একটু উপরে ওঠা অবস্থায় দেখা যায় , আলোকের কোন ধর্মের জন্য?

উত্তর: প্রতিসরণ ধর্মের জন্য।

প্রশ্ন: কে কানপুরে সিপাই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন?

উত্তর: নানা সাহেব।

প্রশ্ন: নিম্নোক্ত কোন ব্যক্তি ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স প্রতিষ্ঠা করেছিলেন?

উত্তর: সুরেন্দ্রনাথ ব্যানার্জী।

চাকরির খবর পড়ুন : বর্তমানে কোন কোন চাকরি দরখাস্ত চলছে।

ছাত্র ছাত্রীদের জন্য রাজ্য সরকার চালু করল মেধাশ্রী প্রকল্প টাকা পেতে আবেদন করুন।

Share post

Leave a Comment