কল্যাণী বিশ্ববিদ্যালয়ে চাকরি, বেতন প্রতি মাসে ১০ হাজার টাকা

পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের জন্য বিশ্ববিদ্যালয়ে চাকরির(Job In University) দারুন সুযোগ। কল্যাণী বিশ্ববিদ্যালয়ে(Kalyani University) কর্মী নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এখানে প্রতি মাসে ১০০০০ বেতন দেওয়া হবে। কেন্দ্রীয় সরকারি গবেষণা প্রকল্প এই চাকরি হবে, আর এর জন্য অর্থ সহায়তা করবে কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রকের ইন্ডিয়ান নলেজ সিস্টেমস। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকেই ছেলেমেয়ে উভয়েই আবেদন করতে পারবেন।

WhatsApp Channel (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

আবেদন করার আগে প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জেনে নিন তারপর আবেদন করুন। নিচে আবেদন সহ শিক্ষাগত যোগ্যতা, বয়স, অবদান পদ্ধতি সবকিছু দেওয়া হয়েছে।কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এ ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। বিজ্ঞপ্তির লিংক এই প্রতিবেদনের নিচে রয়েছে।

পদের নাম: ইন্টার্ন। অর্থাৎ ইন্টার্নশিপ হিসেবে নিয়োগ করা হবে। 
বিভাগের নাম:  আর্টস এন্ড কমার্স ফ্যাকাল্টি থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে।
মোট শূন্য পদ:  মোট কত শুন্য পদে কর্মী নিয়োগ করা হবে সে ব্যাপারে স্পষ্ট করে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি।

চাকরির খবর: পশ্চিমবঙ্গের মাধ্যমিক পাস ছেলেমেয়েদের দারুন চাকরির সুযোগ।
চাকরির খবর: পশ্চিমবঙ্গের ৬০০০ পদে স্পেশাল এডুকেটার নিয়োগ হবে বিজ্ঞপ্তি শীঘ্রই।

চাকরির মেয়াদ: প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী বর্তমানে ছয় মাসের জন্য এই চাকরিতে নিযুক্ত করা হবে।  তবে প্রয়োজন অনুযায়ী পরে মেয়াদ বাড়ানো হতে পারে।
বেতন:  এই পদে প্রতি মাসে 10 হাজার টাকা সাম্মানিক বেতন দেয়া হবে। 
গবেষণা প্রকল্পটির নাম:  যে প্রকল্পের অধীনে  ইন্টার্নশিপ দেয়া হবে তার নাম হলো – আনফালিং দা পঞ্চতন্ত্র গোয়িং বিয়ন্ড দ্য ম্যাকিয়াভেলিয়ান লেবেল টুওয়ার্ডস a holistic লার্নিং।

WhatsApp Channel (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

শিক্ষাগত যোগ্যতা:  আবেদনকারীকে সংস্কৃত,  প্রাচীন ইতিহাস, বা অন্য কোন সম্পর্কিত বিষয় স্নাতকোত্তর হতে হবে।  এর পাশাপাশি ইংরেজি ভাষাতেও অভিজ্ঞতা থাকে জরুরী।
নিয়োগ পদ্ধতি:  নিয়োগ হবে ইন্টারভিউ এর মাধ্যমে। তাই যে সমস্ত চাকরিপ্রার্থী  এই ইন্টারভিউয়ে অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা আগামী ১০ই অক্টোবর দুপুর 12 টায় নির্দিষ্ট ঠিকানায় অংশগ্রহণ করুন।

এই নিয়োগের ব্যাপারে আরো বিস্তারিত তথ্য জানতে হলে অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি ফলো করুন লিংক নিচে দেওয়া হয়েছে।

অফিসিয়াল ওয়েবসাইট- প্রবেশ করুন 
অফিসিয়াল বিজ্ঞপ্তি- ডাউনলোড করুন
সরকারি চাকরি- বিজ্ঞপ্তি দেখুন
চাকরির খবর: বাড়িতে বসে প্রতিদিন কাজ করে প্রতিমাসে ভালো মনের বেতন ।
চাকরির খবর: বর্তমানে পশ্চিমবঙ্গে কোন কোন চাকরির দরখাস্ত চলছে।
লেটেস্ট খবর: পুরনো এই কয়েন বা নোট থাকলেই পাবেন ১০ লক্ষ টাকা।

Share post

Leave a Comment