পুজোর মধ্যেই ৫২৯৮ স্পেশাল শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু,  বিস্তারিত এখনই জেনে নিন

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

পুজোর মুখেই নিয়োগের শিক্ষক নিয়োগের জন্য তৎপরতা  শুরু করল রাজ্য সরকার। ভাগ্য খুলতে চলেছে রাজ্যের ৫২৯৮ জন চাকরী  প্রার্থীর। রাজ্যের প্রাথমিক স্কুল গুলিতে স্পেশাল এডুকেটর নিয়োগ হবে তার জন্য স্কুল শিক্ষা কমিশনার রাজ্যের জেলাগুলিকে নির্দেশ দিয়ে ফেলেছে। তারা যাতে স্কুলে কত শূন্য পদ রয়েছে  সেটা রেজিস্টার অফ এপয়েন্টমেন্ট গুলি তাড়াতাড়ি  পাঠিয়ে দেয়।  এই ব্যাপারে কলকাতা এবং জেলা বিদ্যালয় পর্ষদের চেয়ারম্যানদের কাছে এই চিঠি পাঠানো হয়েছে।

মোট ৫২৯৮ জন শিক্ষক নিয়োগ করা হবে পুজোর মধ্যে তবে কয়েক ধাপে এ নিয়ে একটি সম্পূর্ণ হবে।  প্রথম ধাপে নিয়োগ করা হবে ২৭১৫ টি পদে।  বাকি পদগুলিতে আবার পরের ধাপে স্পেশাল এডুকেটর নিয়োগ করা হবে।  এই স্পেশাল এডুকেটররা সাধারণত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কে শিক্ষাদান করে থাকে। এই স্পেশাল এডুকেটারদের জন্য নিয়োগ পদ্ধতি আলাদা হবে। পরবর্তীতে আবারো বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এই এডুকেটারদের নিয়োগ এর জন্য। তখন আমাদের এখান থেকেই তার আপডেট পেয়ে যাবেন তাই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকুন।

More job news : work from home job West Bengal salary 15000 per month.

সরকারি চাকরি: পশ্চিমবঙ্গে বর্তমানে কোন কোন চাকরির দরখাস্ত চলছে।

Share post
যুক্ত হন আমাদের সাথে

Leave a Comment