জেল পুলিশ নিয়োগ ২০২৩ বিজ্ঞপ্তি প্রকাশিত, অনলাইনে আবেদন করুন

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

প্রকাশিত হলো পশ্চিমবঙ্গ জেল পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩। মাধ্যমিক পাস ছেলেমেয়েদের জন্য পশ্চিমবঙ্গ পুলিশে চাকরির দারুন সুযোগ। দীর্ঘদিন পর আবার পশ্চিমবঙ্গ জেল পুলিশে wbp warder/female warder recruitment নিয়োগ হতে চলেছে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল WBPRB তরফ থেকে।

এবছর জেল পুলিশ নিয়োগ মোট কত শূন্যপদ, আবেদন কিভাবে করবেন, বয়স কত থাকতে হবে, বেতন কত টাকা সবকিছু জেনে নিন আজকের এই প্রতিবেদনে। তাই ধৈর্য সহকার পুরো তথ্য গুলি জেনে নিন

পদের নাম

জেল পুলিশ এবং মহিলা জেল পুলিশ recruitment to the post of warders/female warders in department of correctional administration, government of West Bengal 2023.

মোট শূন্য পদ

পশ্চিমবঙ্গ সংশোধনাগার দপ্তরে জেল পুলিশ নিয়োগ 2023 মোট শূন্য পদ 130 টি। আজ ২ আগস্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হলো ৬ই আগস্ট থেকে অনলাইনে আবেদন শুরু হবে। নিচে ভ্যাকেন্সির সবকিছু জানতে পারবেন তার আগে জেনে নিন অন্যান্য যোগ্যতা গুলি কেমন থাকতে হবে।

20230724 184508 »
wbp warder/female warder recruitment 2023
CategoryMaleFemaleTotal
UR270936
UR(EC)130417
UR(Ex-Service)030104
SC140418
SC(EC)070209
SC(Ex-service)010102
ST040105
ST(EC)020002
OBC-A070209
OBC-A(EC)030104
OBC-B050106
OBC-B(EC)020103
UR(Sports man)020002
EWS060208
EWS(EC)030104
EWS(Ex-Service)010001
TOTAL10030130
WB jail police vacancy 2023

আরও পড়ুনঃ ইউজিসি বাতিল করল ২০টি বিশ্ববিদ্যালয় এবং তার সমস্ত ছাত্র-ছাত্রীদের সার্টিফিকেট

শিক্ষাগত যোগ্যতা

ন্যূনতম মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন যোগ্য। উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবেন। এর সাথে কম্পিউটার জ্ঞান থাকা প্রয়োজন।

জেল পুলিশ আবেদনের বয়স

জেল পুলিশ নিয়োগ 2023 আবেদন করার জন্য নূন্যতম বয়স ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৭ বছর হতে হবে তাছাড়া সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সেই যথারীতি ছাড় রয়েছে।বয়সের হিসাব করবেন ০১/০১/২০২৩ এর হিসেবে।

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

আরও পড়ুন: কলকাতা পুলিশে সাব ইন্সপেক্টর নিয়োগ ২০২৩ বিজ্ঞপ্তি প্রকাশিত জেনেনিন বিস্তারিত।

বেতন ক্রম

পশ্চিমবঙ্গ warders/female warders pay scale ২২,৭০০ টাকা থেকে ৫৮ হাজার ৫০০ টাকা ROPA 2019 এর হিসেবে।

শারীরিক মাপজোক এবং উচ্চতা

ছেলেদের বেলায় শারীরিক উচ্চতা 167 সেন্টিমিটার হতে হবে। গোর্খা গারওয়ালি রাজবংশী এবং সিডিউল ট্রাইপদের বেলায় ১৬০ সেন্টিমিটার উচ্চতা থাকতে হবে।

মহিলাদের বেলায় শারীরিক উচ্চতা থাকতে হবে ১৬০ সেন্টিমিটার। গোর্খা, গারওয়ালি, রাজবংশী এবং শিডিউল ট্রাইব মহিলাদের বেলায় ১৫২ সেন্টিমিটার উচ্চতা থাকতে হবে।

বুকের ছাতি

ছেলেদের বেলায় বুকের ছাতি ৭৮ সেন্টিমিটার এবং ফুলিয়ে ৮৩ সেন্টিমিটার করতে হবে। অনগ্রসর শ্রেণীর ছেলেদের বেলায় ৭৬ সেন্টিমিটার এবং ফুলিয়ে ৮১ সেন্টিমিটার বুকে ছাতি প্রয়োজন। মহিলাদের বেলায় প্রযোজ্য নয়।

দৈহিক ওজন কত প্রয়োজন

পশ্চিমবঙ্গে জেল পুলিশ নিয়োগ 2023 আবেদন করার জন্য ছেলেমেয়েদের ওজন হতে হবে উচ্চতার সাথে সামঞ্জস্যপূর্ণ। তালিকা নিচে দেওয়া হয়েছে।

Height (cm)Weight for Male
in kg
Weight for Female
in kg
15244-57
15444-58
15645-58
15846-59
16052-6548-61
16253-6649-62
16454-6750-64
16655-6951-65
16856-7152-66
17058-7353-67
17259-7455-69
17460-7556-70
17662-7752-66
17864-7959-74
18065-8060-77
18266-8261-78
18467-8463-80
18669-8664-82
18871-8866-84
19073-90
Weight and Height Ratio Chart for PMT of Waders/female Waders in west Bengal 2023

নিয়োগ পদ্ধতি

নিয়োগ করা হবে প্রথমে ৯০ নম্বরের লিখিত পরীক্ষা এবং তারপর শারীরিক মাপজোক এবং শারীরিক সক্ষমতার পরীক্ষা তারপর ১০ নম্বরের ইন্টারভিউ এর মাধ্যমে।

আবেদন ফি কত টাকা

জেল পুলিশ নিয়োগ ২০২৩ আবেদন ফি ২০০ টাকা এবং প্রসেসিং ফি ২০ টাকা মিলিয়ে মোট ২২০ টাকা আবেদন ফি। আবেদন ফি অনলাইনেই কাটাতে পারবেন।

আবেদন পদ্ধতি

পশ্চিমবঙ্গে জেল পুলিশ নিয়োগ 2023 আবেদন করতে পারবেন অনলাইনে ৬ আগস্ট ২০২৩ থেকে ২৮ আগস্ট পর্যন্ত www.wbpolice.gov.in and www.prb.wb.gov.in এবং www.wbcorrectionalservices.gov.in এই ওয়েবসাইট গুলি থেকে।

গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি

Official WebsiteClick Here
Notification pdfClick Here
More Job Notice PdfClick Here
Share post
যুক্ত হন আমাদের সাথে

Leave a Comment