এই ২০ টি ভুয়ো বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্র-ছাত্রীদের সার্টিফিকেট বাতিল! তালিকায় পশ্চিমবঙ্গের দুটি বিশ্ববিদ্যালয়, তারাতারি চেক করুন

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

সারাদেশ কুড়িটি বিশ্ববিদ্যালয় কে ভুয়ো ঘোষণা করলো ইউজিসি। এই ২০ টি বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্র-ছাত্রীদের সার্টিফিকেট অবৈধ ঘোষণা করল ( UGC University Grants Commission)। যদি আপনি এই সমস্ত ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন তবে খুব শিগগিরই চেক করে নিন এই তালিকায় আপনার বিশ্ববিদ্যালয় রয়েছে কিনা। ইউজিসির বিশ্ববিদ্যালয়ের তালিকায় পশ্চিমবঙ্গের দুটি বিশ্ববিদ্যালয় রয়েছে।

বুধবার এই তালিকা প্রকাশ করেছে ইউজিসি এবং ইউজিসির সচিব এদিন সংবাদ মাধ্যমে জানিয়েছে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান তাদের ইউজিসির যে আইন সে আইনের পথে হাঁটছেনা, বিপরীতে হাঁটছে। আর তাই তারা যে সমস্ত সার্টিফিকেটগুলি বা ডিগ্রী গুলি দিচ্ছে সেগুলি কোনভাবেই চাকরির ক্ষেত্রে বা উচ্চ শিক্ষার ক্ষেত্রে বৈধ নয়। এক কথায় এই সমস্ত বিশ্ববিদ্যালয় গুলিকে ভুয়ো ঘোষণা করল ইউনিভার্সিটি গ্রান্ড কমিশন।

ভুয়ো ইউনিভার্সিটিটির (UGC Fake University List 2023)তালিকা তে রয়েছে (১) দিল্লির আটটি বিশ্ববিদ্যালয় (২) উত্তরপ্রদেশের চারটি বিশ্ববিদ্যালয় (৩) অন্ধ্রপ্রদেশের দুটি বিশ্ববিদ্যালয় (৪) পশ্চিমবঙ্গের দুটি বিশ্ববিদ্যালয় (৫) কর্নাটকের একটি বিশ্ববিদ্যালয় (৬) কেরালার একটি বিশ্ববিদ্যালয় (৭) মহারাষ্ট্রের একটি (৮) পুদুচেরির একটি বিশ্ববিদ্যালয় রয়েছে এই ভুয়া বিশ্ববিদ্যালয় তালিকা তে।

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন চাকরির খবর এক নজরে দেখুন।

দিল্লির যে আটটি বিশ্ববিদ্যালয় ভুয়া ঘোষণা হয়েছে সেগুলি হল:

  1. আধ্যাত্বিক বিশ্ববিদ্যালয়
  2. বিশ্বকর্মা ওপেন ইউনিভার্সিটি ফর সেলফ এমপ্লয়মেন্ট।
  3. অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ পাবলিক এন্ড ফিজিক্যাল হেলথ সায়েন্সেস।
  4. দরিয়াগঞ্জ কমার্সিয়াল ইউনিভার্সিটি লিমিটেড।
  5. ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি।
  6. এডিআর সেন্ট্রিক জুরিডিক্যাল ইউনিভার্সিটি।
  7. ভোকেশনাল ইউনিভার্সিটি।
  8. ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়।

উত্তরপ্রদেশের চারটি বিশ্ববিদ্যালয় 

  1. গান্ধী হিন্দি বিদ্যাপীঠ।
  2. ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেক্ট্রো কমপ্লেক্স হোমিওপ্যাথি।
  3. ভারতীয় শিক্ষা পরিষদ।
  4. নেতাজি সুভাষচন্দ্র বসু ওপেন ইউনিভার্সিটি।

অন্ধ্রপ্রদেশের দুটি বিশ্ববিদ্যালয় এগুলি হল

  1. ক্রাইস্ট নিউ টেস্টামেন্ট ডি মড ইউনিভার্সিটি।
  2.  বাইবেল ওপেন ইউনিভার্সিটি অফ ইন্ডিয়া।

আরও পড়ুনঃ বাড়িতে বসে চাকরি করে প্রতি মাসে ১০ থেকে ১৫ হাজার টাকা আয় করুন।

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

পশ্চিমবঙ্গের দুটি বিশ্ববিদ্যালয় এগুলি হল

  1. ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন এন্ড রিসার্চ ওয়েস্ট বেঙ্গল।
  2. ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন।

কর্নাটকের একটি বিশ্ববিদ্যালয় এগুলি হল

  1. বাদাগাংভি সরকার ওয়ার্ল্ড ওপেন ইউনিভার্সিটি সোসাইটি।

কেরালার একটি বিশ্ববিদ্যালয় এটি হলো

  1. সেন্ট জনস ইউনিভার্সিটি।

মহারাষ্ট্রের একটি একটি ভুয়া বিশ্ববিদ্যালয়

  1. রাজা আরাবিক ইউনিভার্সিটি।

পুরুচেরির একটি বিশ্ববিদ্যালয়কে ভুয়া ঘোষণা করলো সেটি হল

  1. শ্রী বোধী অ্যাকাডেমি অফ হায়ার এডুকেশন।

Official website UGC:  Click Here

Official fake University list 2023 pdf: Click Here

More: Latest News Click Here 

Share post
যুক্ত হন আমাদের সাথে

Leave a Comment