ব্যবসা করতে টাকা দিচ্ছে সরকার | জানেন কিভাবে আবেদন করতে হবে? তবে জেনে নিন

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে বাড়িতে বসে ব্যবসা (Business) করার জন্য রাজ্য সরকার টাকা (Money) দিচ্ছে। যারা ব্যবসা করতে ইচ্ছুক কিন্তু টাকার অভাবে ব্যবসা করতে পারছেন না তাদের জন্য অত্যন্ত খুশির খবর। রাজ্য সরকারের আর্থিক সাহায্য আপনার ব্যবসা শুরু করার জন্য একটি সুবর্ণ সুযোগ এনে দিয়েছে। তাই দেরি না করে নিয়ম মেনে আবেদন করুন এবং আপনার ভবিষ্যৎ ব্যবসাটি শুরু করুন। তবে এই সরকারি আর্থিক (Economical Help) সাহায্য কিভাবে পাবেন এবং আবেদন কিভাবে করতে হবে সেটি অবশ্যই জেনে নিন আজকের এই প্রতিবেদন থেকে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যের মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং পরিকাঠামোর উন্নয়নের জন্য বড় উদ্যোগ নেয়া হয়েছে। রাজ্য সরকারের মৎস্য দপ্তরের অধীনে থাকা ১৫ টি প্রকল্পে আর্থিক সহায়তা প্রদান করছে রাজ্য সরকার এর মৎস্য দপ্তর।

আরও পড়ুনঃ রাজ্যের এই সমস্ত ছাত্র-ছাত্রীদের পড়াশুনার খরচ দেবে সরকার বিস্তারিত জানুন এখুনি।

যে সমস্ত প্রকল্পে আর্থিক সাহায্য প্রদান করা হচ্ছে

  • মৎস্য ও চিংড়ী বীজ উৎপাদন হেতু হ্যাচারী নির্মাণ
  • বায়োফ্লক বা আর.এ.এস. পদ্ধতিতে মাছ চাষ। মাছ চাষের জন্য নতুন পুকুর খনন ও চাষের ব্যয়
  • রঙিন মাছ পালন
  • আদিবাসীদের গৃহনির্মানের জন্য আর্থিক সহায়তা
  • মাছ ধরার জাল ও হাঁড়ি প্রদান * খাঁচা বা ঘেরীতে মাছ চাষ
  • মাছের খাদ্য প্রস্তুতিতে ফিড মিল স্থাপন
  • কোল্ড স্টোরেজ বা বরফ প্রস্তুতির প্লান্ট নির্মাণ – ছোট জলাশয়ে মৎস্য চাষ
  • শিক্ষি ও মাগুর মাছের চাষ
  • জনজাতি উপ প্রকল্পের আওতায় মিশ্র মৎস্য চাষ
  • ইন্সুলেটেড বাক্স সহ দু-চাকা বা তিন চাকা বাহন প্রদান
  • মৎস্য পরিবহনের জন্য ইন্সুলেটেড / রেফ্রিজারেটেড বাহন
  • মৎস্য বিপণনের স্বাস্থ্যকর কিয়স্ক

করা করা আবেদন করতে পারবেন

মৎস্যচাষী, মৎস্যজীবী, মৎস্য উৎপাদক গোষ্ঠী (FPG), যৌথ দায়বদ্ধ গোষ্ঠী (JLG), স্বনির্ভর গোষ্ঠী ( SHG), মৎস্য সমবায় সমিতি (PFCS), মৎস্য উদ্যোগপতি ( Fishery Entrepreneurs), মৎস্যচাষী উৎপাদক সংস্থা (FFPO) ইত্যাদিরা আবেদন করতে পারবেন।

আরও পড়ুনঃ রাজ্যের মাধ্যমিক যোগ্যতাই প্রচুর কর্মী নিয়োগ এক নজরে জেনে নিন।

কত টাকা আর্থিক সাহায্য পাওয়া যাবে

সাধারণ আবেদনকারীদের জন্য প্রকল্পের ৪০% সরকারী আর্থিক সহায়তা এবং তপশিলী জাতি, উপজাতি কিংবা মহিলা আবেদনকারীদের জন্য প্রকল্পের ৬০% সরকারী আর্থিক সহায়তা পাওয়া যায়।

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

কীভাবে আবেদন করতে হবে 

আবেদন করার জন্য দুটি অফিসিয়াল ওয়েবসাইট এর নাম দেওয়া হয়েছে www.wbfisheries.in এবং www.wb.gov.in এই অফিশিয়াল ওয়েবসাইট থেকেই আবেদন করতে হবে।

কোন কোন ডকুমেন্টের প্রয়োজন

আবেদনকারীকে আধার, প্যান কার্ড, ব্যাঙ্কের পাশ বুকের প্রতিলিপি এবং প্রকল্পটির বিস্তারিত প্রতিবেদন (DPR) সহ সংশ্লিষ্ট ব্লকের মৎস্য সম্প্রসারণ আধিকারিক (FEO) কিংবা জেলা সহ মৎস্য অধিকর্তার (ADF) কাছে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ

এখনো পর্যন্ত আবেদনের শেষ তারিখ জানা যায়নি তবে যারা আবেদন করতে ইচ্ছুক শীঘ্রই আবেদন করুন আপনার নিকটবর্তী ব্লক অফিসে।

আরও পড়ুনঃ রাজ্যের পোস্ট অফিসে ১২ হাজার জিডিএস নিয়োগ বিস্তারিত জেনে আবেদন করুন।

আরও পড়ুনঃ কেন্দ্রীয় সরকারের সমস্ত চাকরির বিজ্ঞপ্তি দেখুন।

আরও পড়ুনঃ বর্তমানে রাজ্য সরকারের কোন কোন চাকরির দরখাস্ত চলছে জানেন?

Share post
যুক্ত হন আমাদের সাথে

Leave a Comment