Aadhar card: হাতে মাত্র ৭ দিন সময়, ফ্রিতে করে নিন আধার কার্ডের এই ছোট্ট কাজটি 

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

আর মাত্র ৭ দিন বাকি, এই কয়েক দিনের মধ্যেই নিজের হাতের মোবাইলটি দিয়ে বাড়িতে বসে সম্পূর্ণ ফ্রিতে করে ফেলুন আপনার আধার আপডেট। সরকারি নির্দেশ অনুযায়ী এই কাজটি সকলকেই করতে হবে। তবে আধার কার্ড আপডেট করার আগে অবশ্যই সঠিক খবর জেনে এবং সঠিক নিয়ম মেনে আপডেট করুন। যাতে ভবিষ্যতে আর কোনো রকম সমস্যায় পড়তে না হয়। তাই আপনার জন্য আজকের এই প্রতিবেদনটিতে খুবই গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করা হয়েছে। ভালো ভাবে পড়ুন এবং সব সমস্যার সমাধান করতে শিখুন নিজ নিজেই।

যদি আপনার আধার কার্ডটি অনেক দিনের পুরনো হয়ে থাকে এবং আপনি একবারও এই আধার কার্ডটি আপডেট করা হয় নি অথচ আপডেট করার প্রয়োজন রয়েছে তবে আপনি এই সুযোগটি হাতছাড়া করবেন না।

আরও পড়ুনঃ বন সহায়ক নতুন নিয়োগে স্থগিতাদেশ দিল হাইকোর্ট।

ধরুন আপনার আধার কার্ডটি 10 বছর পুরনো, আর এই সময়ের মধ্যে আপনি আধার আপডেট করেননি তবে আপনাকে আধার আপডেট করতে হবে। তবে এর জন্য বর্তমানে সময় রয়েছে মোট সাত দিন। এই সাতদিন পর্যন্ত আপনি সম্পূর্ণ বিনামূল্যে আধার আপডেট করতে পারবেন আপনার হাতের স্মার্টফোনের মাধ্যমেই। কোথাও যাওয়ার প্রয়োজন নেই, কিভাবে মোবাইলের মাধ্যমে আধার আপডেট করবেন সবকিছু আজকে পরিষ্কারভাবে জেনে নিন শিখে নিন।

সাধারণত আঁধার আপডেট করতে হলে ভি বাবদ ৫০ টাকা দিতে হয়। তবে Identification Authority of India (UIDAI) বিভাগ থেকে ১৪ ই জুন পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে এই সুযোগটি দেয়া হয়েছে। তবে মনে রাখবেন এই সুযোগটি শুধুমাত্র myaadhar পোর্টাল থেকেই পাওয়া যাবে।

আরও পড়ুনঃ মাধ্যমিক পাসে ৬০০ আবগাড়ী কনস্টেবল নিয়োগ ২০২৩

কীভাবে বিনামূল্যে এই পরিষেবা পাওয়া যাবে মোবাইল থেকে

  • এর জন্য প্রথমে https://myaadhaar.uidai.gov.in/ এই ওয়েবসাইটে প্রবেশ করুন।
  • এবার আধার নম্বর দিয়ে লগইন করুন।
  • এর পরে ‘proceed to update address’ অপশনে ক্লিক করুন।
  • এবার আপনার মোবাইলটিতে দেখুন একটি ওটিপি আসবে। সেটি টাইপ করুন।
  • এবার Document Upload এর উপরে ক্লিক করুন। এখানে অনেক তথ্য দেখতে পাবেন।
  • এবার সব কিছু ভালোভাবে মিলিয়ে দেখে নিন। সব ঠিক থাকলে ছেড়ে দিন।
  • এবার আপনার পরিচয় পত্র এবং ঠিকানা আপডেট করতে চাইলে একটি সঠিক ডকুমেন্ট নিয়ে আপলোড করুন।
  • তখন আপনি সব শেষে সাবমিট করবেন সেই সময় একটি Update Request Number (URN) পাবেন। এটি দিয়ে স্টেটাস চেক করতে পারবেন।
  • এই পদ্ধতি অবলম্বন করে নিজের আধার নিজেই আপডট করে নিন।

পরবর্তী সময়ে তখন আধার আপডেট সম্পন্ন হবে তখন সেটা প্রিন্ট করে রেখে দিন।

আরও পড়ুনঃ কেন্দ্রীয় সরকারের ভারত ইলেকট্রনিক্স এ কর্মী নিয়োগ দরখাস্ত চলছে আবেদন করুন।

Share post
যুক্ত হন আমাদের সাথে

Leave a Comment