Excise Constable Recruitment | 583 Vacancy | আবগারি কনস্টেবল নিয়োগ ২০২৩

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

আবগারি কনস্টেবল নিয়োগ ২০২৩ এর নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। মাধ্যমিক পাস ছেলেমেয়েদের আবারো পুলিশের চাকরির সুবর্ণ সুযোগ। তাই দেরি না করে অফিসিয়াল নোটিফিকেশন থেকে সম্পূর্ণ বিস্তারিত তথ্য জেনে নিয়ে আবেদন করুন। নিচে সম্পূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে।

JSSC Recruitment 2023 প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী Jharkhand staff selection commission এর মাধ্যমে excise constable posts এ নিয়োগ করা হবে। তাই যে সমস্ত ছেলে মেয়েরা আবগারি কনস্টেবল পদে চাকরি করতে ইচ্ছুক তারা শীঘ্রই আবেদন করুন।

সংস্থার নামJharkhand staff selection commission ( jssc)
পদের নামআবগারি কনস্টেবল
টোটাল শূন্য পদ৫৮৩টি
বেতন ক্রোম19 হাজার 900 থেকে 63 হাজার 200 টাকা পর্যন্ত
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখপয়লা জুন ২০২৩
অনলাইন আবেদন১ জুন ২০২৩ থেকে শুরু হয়েছে
অনলাইন আবেদন করতে পারবেন৩০ শে জুন ২০২৩ পর্যন্ত
অফিসিয়াল ওয়েবসাইটjssc.nic.in

শিক্ষাগত যোগ্যতা: আবগারি কনস্টেবল পদে আবেদন করার জন্য আবেদন করেন শিক্ষাগত যোগ্যতার ন্যূনতম মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবেন। তাছাড়া উচ্চশিক্ষা করতে যোগ্যতার প্রার্থীরাও আবেদনযোগ্য।

বয়স: আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ২৫ বছর বয়সের মধ্যে হলে আবেদন করতে পারবেন তাছাড়া সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে যাথারীতি ছাড় পাবেন।

আবেদন ফি: তফসিলি জাতি এবং তফসিলে উপজাতিদের বেলায় ৫০ টাকা এবং অন্যান্য সমস্ত প্রার্থীদের বেলায় ১০০ টাকা আবেদন ফি দিতে হবে।

নিয়োগ পদ্ধতি: নিয়োগ করা হবে লিখিত পরীক্ষার শারীরিক মাপ যোগ পরীক্ষা এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে।

আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে, ওয়েবসাইটের লিংক নিচে দেয়া হয়েছে।

  • প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট Jssc.nic.in প্রবেশ করুন।
  • এবার ক্লিক করুন JECCE 2023 অপশনে।
  • এবার বিজ্ঞপ্তিটি ওপেন করুন এবং দেখে নিন ভালোভাবে।
  • এবার অনলাইনে দরখাস্তটি করুন এবং আবেদন ফ্রি পেমেন্ট করুন।
  • সবশেষে চেক করে সাবমিট করে দিন।

Official website: Click Here

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

Official notification: Click Here

More job news: Click Here

Share post
যুক্ত হন আমাদের সাথে

Leave a Comment