Vidhyasaarathi Scholarship 2023: শুধুমাত্র পাশ নাম্বার থাকলেই আবেদন যোগ্য, মাধ্যমিক থেকে সমস্ত শ্রেণীর জন্য

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

আজ এমন এক দুর্দান্ত স্কলারশিপের আপডেট আপনি জানতে পারবেন যার নাম বিদ্যা সারথী স্কলারশিপ। শুধুমাত্র পাশ নাম্বার থাকলেই ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। এই বিদ্যাসারথী স্কলারশিপ এ ২০২৩ আবেদন করার জন্য প্রত্যেকটি ছাত্রছাত্রীর এটি একটি সুবর্ণ সুযোগ। মাধ্যমিক উচ্চমাধ্যমিক স্নাতক এবং স্নাতকোত্তর যে কোন শ্রেণীর ছাত্র-ছাত্রীরা এই বিদ্যাসারথী স্কলারশিপে আবেদন করতে পারবেন।

Vidyasarathi Scholarship এটি একটি বেসরকারি স্কলারশিপ। তাই এই স্কলারশিপের সাথে অন্যান্য সরকারি স্কলারশিপে যারা আবেদন করেছেন তাতে কোনো রকম অসুবিধে হবে না। তাই যারা ভাবছেন যে একসাথে দুটি স্কলারশিপ এর আবেদন করলে টাকা পাওয়া যাবে না তারা নিশ্চিত হয়ে আবেদন করুন।

আরও পড়ুনঃ বিডিও অফিসে কর্মী নিয়োগ মাধ্যমিক পাসে আবেদন চলছে।

এই বিদ্যা সারথী স্কলারশিপের জন্য সকলেই আবেদন করতে পারবেন অর্থাৎ সব শ্রেণীর ছাত্রছাত্রীরা যেমন SC, ST, OBC, Hindu, Muslim. সকলেই যোগ্য। তাছাড়া একটি মজার বিষয় হলো এই স্কলারশিপ টি আবেদন করার জন্য পারিবারিক আয় ৫ লক্ষ টাকার কম হলেও আবেদন করা যাবে।

কত টাকা স্কলারশিপ পাওয়া যায়: Vidyasarathi Scholarship এ বিভিন্ন স্কলারশিপ হিসেবে কোনটাই বেশি কোনটাই কম টাকা দেওয়া হয়ে থাকে। তবে মিনিমাম ২০ হাজার টাকা থেকে শুরু হয় এই স্কলারশিপ।

প্রয়োজনীয় ডকুমেন্ট:) Vidyasarathi Scholarship) বিদ্যাসারথী স্কলারশিপ আবেদন করার জন্য যে সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট গুলি প্রয়োজন সেগুলি হল- 

  1. বর্তমান পরীক্ষায় পাশ করা মার্কসিটের জেরক্স কপি।
  2. ছাত্র-ছাত্রীর পাসপোর্ট সাইট ছবি।
  3. ছাত্র-ছাত্রীদের সচিত্র পরিচয় পত্র হিসাবে ভোটার, রেশন কার্ড, আধার যার ক্ষেত্রে যেটি প্রযোজ্য সেটি জেরক্স কপি।
  4. ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার অথবা রেশন অথবা আধার কার্ডের যেকোনো একটি জেরক্স কপি।
  5. ব্যাংকের পাস বইয়ের প্রথম পাতার জেরক্স কপি।
  6. ইস্কুল বা কলেজে যে জায়গায় ভর্তি হবেন ভর্তির প্রমাণপত্র বা রশিদ কপি।
  7. আপনি যে স্কুল বা কলেজে ভর্তি হয়েছেন সেখানকার পেমেন্ট করা কপি জেরক্স করে দেবেন।
  8. পারিবারিক ইনকাম সার্টিফিকেট প্রত্যেকটি ছাত্রছাত্রীরা দেবেন।

বিদ্যা সারথী স্কলারশিপ আবেদন পদ্ধতি: যদি আপনি Vidyasarathi Scholarship আবেদন পদ্ধতির সম্পর্কে না জানেন তবে আপনি জেনে নিন এটি অনলাইনে আবেদন করতে পারবেন। বাড়িতে যদি কোন ল্যাপটপ বা কম্পিউটার বা যদি কোন মোবাইল থেকে থাকে তবে মোবাইল থেকেও আবেদন করা সম্ভব।

এর জন্য প্রথমে বিদ্যাসাগরের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে আবেদনটি করতে হবে।

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

আরও পড়ুনঃ ঘরে বসে আয় করার সমস্ত নতুন বিজ্ঞপ্তি গুলি দেখুন।

আবেদন করার ধাপ গুলি: 

  • প্রথমে বিদ্যাসারথী অফিসিয়াল ওয়েবসাইটে https://www.vidyasaarathi.co.in প্রবেশ করুন ।
  • এবার আপনার সামনে একটি pop-up উইন্ডোজ খুলে যাবে তখন নিচে কন্টিনিউ বোতামে ক্লিক করবেন।
  • এবার হোম পেজ আপনি দেখতে পাবেন এখানে Apply for Scholarship ক্লিক করুন।
  • এবার Registration করুন যাদের প্রথমেই রেজিস্ট্রেশন করা থাকবে তারা Login করুন।
  • এবার আপনি দেখতে পাবেন কোন কোন স্কলারশিপ গুলি আবেদন চলছে এর মধ্যে আপনি Educational Scholarship এর মধ্যে থেকে স্কলার্শিপ বেছে নিয়ে আবেদন করবেন।

রেজিস্ট্রেশন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট: 

  1. একটি বৈধ মোবাইল নম্বর দিতে হবে যেই মোবাইল নম্বরটিতে ওটিপি আসবে রেজিস্ট্রেশন করার সময়।
  2. একটি বৈধ ইমেইল আইডি দিতে হবে এই ইমেইল আইডিতে ইমেইল পাবেন সময় মত।

আবেদন শুরু এবং শেষ তারিখ: বিদ্যাসারথী স্কলারশিপ আবেদন করার শুরু এবং শেষ তারিখ এ বছরের জন্য অর্থাৎ 2023-24 সালের জন্য এখনো প্রকাশিত হয়নি। তবে খুব শীঘ্রই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হলেই এই স্কলারশিপের নতুন আবেদন শুরু হয়ে যাবে। তাই সময়ের আগেই সবকিছু জেনে নিয়ে আবেদন করুন।

Vidyasarathi Official Website: Click Here 

know the information of other scholarships: click Here 

For Govt Jobs Updates: Click Here 

Share post
যুক্ত হন আমাদের সাথে

Leave a Comment