Cognizant work from home job: কগনিজেন্ট কোম্পানিতে ঘরে বসে চাকরি ২০২৩, দুর্দান্ত সুযোগ অনলাইনে আবেদন শুরু

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

Cognizant কোম্পানিতে work from home job এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাড়িতে বসে অনলাইনে আবেদন করুন মোবাইল এর মাধ্যমে এবং পেয়ে যান ঘরে বসে চাকরি সুযোগ এই নামি দামি কোম্পানিতে। আবেদন করার আগে কোম্পানির সম্পর্কে জেনে নিন এবং কোন কোন চাকরির জন্য এখানে অনলাইনে আবেদন আবেদন চলছে সবকিছু জেনে নিয়ে আবেদন করুন।

Cognizant work from home job 2023

Cognizant Technology Solution Corporation হলো একটি সার্ভিস প্রদানকারী কোম্পানি। এই কোম্পানি বড় বড় সমস্ত কে আইটি পরামর্শ, ব্যবসায়িক প্রক্রিয়া এবং বিভিন্ন ধরনের আউটসোর্সিং পরিষেবা গুলি প্রদান করে থাকে। সারা বিশ্বব্যাপী এই কোম্পানি তোর নাম ছড়িয়ে রেখেছে। ভারতের মধ্যেও তার অফিস রয়েছে চেন্নাইয়ে হেডকোয়াটার। ভারতের ১০ জায়গায় অফিস রয়েছে তার মধ্যে কলকাতাতেও রয়েছে অফিস। সারা বিশ্বে ২ লাখ ৮০ হাজার কর্মচারী এই কোম্পানির সাথে জড়িত রয়েছে। এছাড়াও এই কগনিজেন্ট সংস্থা সার্ভিস প্রদান করে থাকে নিচের বড় বড় সংস্থাগুলিকে।

  • ADOBE
  • AMAZON
  • CISCO
  • DELL
  • GOOGLE
  • HITACHI
  • MICROSOFT
  • IBM
  • PTC
  • RED HAT

(note) এই কোম্পানির চাকরির জন্য কাউকে কখনো টাকা দেবেন না সম্পূর্ণ ফ্রিতে অনলাইনে আবেদন করতে পারবেন কেউ যদি টাকা চায় তাকে টাকা কখনোই দিতে চাইবেন না। কোম্পানির তরফ থেকে কোন টাকা নেওয়া হয় না।

Cognizant work from home job 2023: কিভাবে আপনি এই কগনিজেন্ট কোম্পানিতে বাড়িতে বসে চাকরির সুযোগ পাবেন তার জন্য নিচে সবকিছু দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ বাড়িতে বসে প্রতি মাসে ১০ থেকে ২০ হাজার টাকা বেতনের চাকরি করুন। বিস্তারিত জেনে নিন

এই কোম্পানির অধীনে কোন কোন বিভাগে কাজ পাওয়া যায়: নিচে দেওয়া এই সমস্ত বিভাগে চাকরি পাওয়া যায় একগুনিজেন্ট কোম্পানির হাত ধরে।

  • BANKING & FINANCE 
  • HEALTHCARE & INSURANCE 
  • COMMUNICATION MEDIA & TECHNOLOGY 
  • MANUFACTURING
  • RETAIL
  • TRAVEL & HOSPITALITY 
  • TRANSPORTATION & LOGISTICS

কারা আবেদনযোগ্য: পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকেই ছেলেমেয়ে এই Cognizant work from home job চাকরিগুলির জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদন করার আগে আপনি যেই দফতরে চাকরির জন্য আবেদন করবেন তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গুলি দেখে নিতে হবে। তার জন্য আপনাকে কয়েকটি ধাপ ফলো করতে হবে সেগুলি নিচে দেওয়া হয়েছে।

চাকরির প্রার্থী বাছাই কিভাবে হয়: এর জন্য অনলাইনে ইন্টারভিউ হবে তারপরে যোগ্য হলে তাদের চাকরি দেওয়া হয় কখন যেন কোম্পানিতে।

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

বেতন প্রতি মাসে: এটি ১০০% জেনুইন কোম্পানি তাই বেতন নিয়ে আশা করি কোন সমস্যা হবে না তবে পদ অনুযায়ী বেতন হয় চাকরি পাওয়ার পরে কোম্পানির তরফ থেকে বেতন নির্ধারিত করে থাকে।

Read more: মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পর দশটি স্কলারশিপ পাওয়ার সুযোগ ২০২৩

অনলাইনে আবেদন কিভাবে করবেন:

  • এর জন্য প্রথমে কগনিজেন্ট এর অফিসিয়াল ওয়েবসাইটে https://careers.cognizant.com/global/en প্রবেশ করতে হবে।
  • এবার সেখানে একটি অপশন থাকবে Meet Cognizant নামে সেখানে ক্লিক করুন।
  • এবার আপনার চাকরির ক্যাটেগরি এবং চাকরির লোকেশন টাইপ করুন।
  • যেই লোকেশনে আপনি চাকরি খুঁজছেন সেই লোকেশনে কোন কোন বিভাগে কতগুলি ভ্যাকান্সি রয়েছে সবকিছু উঠে আসবে।
  • এবার Find job অপশনের ওপরে ক্লিক করুন।
  • এরপর আপনার পছন্দের চাকরিতে আবেদন করুন।
  • এবার proced অপশনে ক্লিক করুন।
  • আপনার যাবতীয় তথ্য এবং পূরণ করুন ফর্মে।
  • কোন অসুবিধে হলে ইমেইল করে [email protected] তাদেরকে জানাতে পারেন।

🌐অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন: ক্লিক করুন

🌐আরো চাকরির খবর দেখুন: আবেদন করুন

🌐ঘরে বসে বর্তমানে কোন কোন চাকরির আবেদন চলছে সবকিছু জেনে নিন।

Share post
যুক্ত হন আমাদের সাথে

Leave a Comment