পশ্চিমবঙ্গে আশা কর্মী নিয়োগ নতুন করে আবার শূন্যপদ সৃষ্টি হওয়ায় আশা কর্মী নিয়োগ নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিস্তারিত নিচে পড়ুন –
পশ্চিমবঙ্গে জেলায় জেলায় নিয়োগের দরখাস্ত চলছে এক এক করে সব জেলার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিস্তারিত পড়ুন এবং তারপর ফর্ম নিয়ে আবেদন করুন।
আশা কর্মী নিয়োগ নতুন বিজ্ঞপ্তি
পুরুলিয়া জেলা থেকে আশা কর্মী নিয়োগ নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এখানে মোট ৬৯ টি শূন্যপদ আছে। এই নিয়োগটি পুরুলিয়া জেলার বিভিন্ন ব্লকে হবে। ৫ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। নিচ্ছে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে.সব জেলার ক্ষেত্রেই শিক্ষাগত যোগ্যতা একইরকম।
অফিসিয়াল ওয়েবসাইট ও ফর্ম ডাউনলোড করুন এখানে ক্লিক করুন।
২০২৩ নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আবেদন করুন
হাওড়া জেলার বিভিন্ন ব্লকে বিভিন্ন পঞ্চায়েত এলাকাতে প্রকাশিত হয়েছে। মহিলারা আবেদন করতে পারবেন। এখানে মোট ১৯১ শূন্যপদ আছে। বয়স ও যোগ্যতা সব নিচের মতোই। আবেদন করতে পারবেন আগামী ১৪ সেপ্টেম্বর তারিখের মধ্যে।
হাওড়া জেলার বিজ্ঞপ্তি ও ফর্ম এখানে ডাউনলোড করুন ক্লিক করুন এখানে।
দার্জেলিং জেলাতে বিভিন্ন ব্লকে আশা কর্মী নিয়োগের দরখাস্ত নিচ্ছে মহিলারা আবেদন করতে পারবেন। রাজ্য সরকারের জাতীয় স্বাস্থ্য মিশন এর মাধ্যমে নিয়োগ হবে। এখানে মোট শূন্যপদ আছে ১০০ টি। শিক্ষাগত যোগ্যতা ও বয়স সব কিছু নিচের মতোই।এখানে আবেদন করতে পারবেন ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। নিচের লিংক থেকে ফর্ম ডাউনলোড করুন। তার আগে নিচের বয়স ও যোগ্যতা দেখে নিন।
দার্জিলিং জেলার আশা কর্মী বিজ্ঞপ্তি ও ফর্ম নিন এখানে ক্লিক করুন।
পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলা থেকে বনগাঁ মহকুমা এবং বসিরহাট মহাকুমা এলাকায় এই কর্মী নিয়োগ নতুন শূন্যপদে হবে। যারা আশা কর্মী পদে আবেদন করবেন বিস্তারিত দেখুন তারপর আবেদন করুন।
এখানে শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবেন আশা কর্মী পদের জন্য। যারা আশা কর্মী চাকরির জন্য আবেদন করবেন তারা বনগাঁ মহকুমা এলাকার বা বসিরহাট সাবডিভিশনাল এলাকার বাসিন্দা হতে হবে।
নিয়োগ স্থান :- হেলথ সাব সেন্টার বসিরহাট এবং বনগাঁ সাব ডিভিশনাল এলাকা।
নিয়োগ সংস্থা :- নেশনাল হেলথ মিশন।
পদের নাম :- আশা কর্মী।
মোট LDC শূন্যপদ :- প্রায় 300 টি।
আবেদনের বয়স :- 01 জানুয়ারি 2022 হিসাবে 30 থেকে 40 বছরের মধ্যে। sc/st 22 বছর।
বেতন :- 10000 /-
শিক্ষাগত যোগ্যতা :- মাধ্যমিক পাশ বা অষ্টম শ্রেণী পাস হলো আবেদন করতে পারবেন।
আরো পড়ুন :- রাজ্যে 4500 মহিলা পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন।
কোলকাতা পুলিশ কনস্টেবল 1666 আবেদন করুন অনলাইনে।
রাজ্যে গ্রুপ ডি ও সি কর্মী নিয়োগ দরখাস্ত চলছে বিস্তারিত পড়ুন।
আবেদন পদ্ধতি :- বসিরহাট সাব ডিভিশনাল এলাকায় আশা কর্মী নিয়োগের আবেদন অফলাইনে Form নিয়ে নির্দিষ্ট ফরম্যাটে আবেদন করতে হবে। আবেদনের ফর্ম পাবেন নিচে দেওয়া লিঙ্ক থেকে।
কি কি ডকুমেন্ট প্রয়োজন :- (১) দু কপি পাসপোর্ট সাইজ ফটো। (২) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট জেরক্স। (৩) মাধ্যমিকের এডমিট এর জেরক্স (৪) কাস্ট সার্টিফিকেট এর জেরক্স। (৫) এছাড়াও যার ক্ষেত্রে যেটি প্রয়োজন ছিল সেগুলি ডকুমেন্টস জেরক্স কপি দেবেন।
আরো পড়ুন :- মাধ্যমিক পাশ কোন কোন চাকরির দরখাস্ত চলছে।
উচ্চমাধ্যমিক রেজাল্ট 2022 কিভাবে চেক করবেন অনলাইনে।
আবেদন ফী :- আবেদনের জন্য কোন নির্দিষ্ট আবেদন ফি দিতে হবে না তবে যখন আপনি পোস্ট অফিসে জমা করবেন তখন খামের উপর ডাকটিকিট গেথে দেবেন।
অফিশিয়াল ওয়েবসাইট :- Click here
আবেদনের ফর্ম :- Click here
চাকরির বিজ্ঞপ্তি Click here
2 thoughts on “আশা কর্মী নিয়োগ নতুন বিজ্ঞপ্তি , আশা কর্মী চাকরির আবেদনের ফর্ম”