পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজে চাকরি প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছেন।আবেদন শুরু হয়েছে বিস্তারিত পড়ুন। রাজ্যের কলেজে চাকরি পাওয়ার সুবর্ণ সুযোগ আপনার সামনে।
কলেজে চাকরি 2022
রাজ্যের প্রতিটি জেলা থেকে আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। রাজ্য সরকারি কলেজে চাকরি করতে ইচ্ছুক হলে আবেদন করুন।
আরো পড়ুন :- জেলা ভিত্তিক চাকরির খবর
মাধ্যমিক পাস চাকরি খবর
এই মাসে যে সব চাকরির দরখাস্ত চলছে
দীর্ঘ প্রতীক্ষার পর পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি কলেজে শূন্যপদ প্রকাশিত হয়েছে। যেমন রায়গঞ্জ,দক্ষিণ 24 পরগনার বারুইপুর কলেজে চাকরির নতুন শূন্যপদ প্রকাশিত হয়েছে। নিচে এক এক করে দুটি বিজ্ঞপ্তি তুলে ধরা হয়েছে বিস্তারিত পড়ুন।
পদের নাম :- অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও প্রফেসর।
নিয়োগ স্থান :- রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়।
নিয়োগ সংস্থা :- west Bengal raiganj university recruitment
মোট শূন্যপদ :- 32 টি।
আবেদনের বয়স :- 01 জানুয়ারি 2022 হিসাবে 40 বছরের মধ্যে।
বেতন :- update soon
শিক্ষাগত যোগ্যতা :- MA or PHD
আবেদন পদ্ধতি :- অফলাইন আবেদন।
আরো পড়ুন :- রাজ্যের স্কুলের শিক্ষক নিয়োগ 2022
কলকাতা তে চাকরির খবর 2022
কেন্দ্রীয় সরকারের গ্রুপ ডি নিয়োগ 2022
আবেদন ফী :- প্রফেসর :- জেনারেল 2000 টাকা এবং বাকিদের জন্য 1500 টাকা।
Associate Professor :- জেনারেল 1600 টাকা এবং বাকিদের জন্য 1200 টাকা।
Assistant Professor :- জেনারেল 1000 টাকা এবং বাকিদের জন্য 7500 টাকা।
আবেদন পদ্ধতি :- অফলাইনে ফর্ম পূরণ করতে হবে এবং নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে। ফর্ম জমা দেওয়ার ঠিকানা – office of the Registrar, Raiganj University, University Road, Raigancj, Uttar Dinajpur, West Bengal, India PIN: 733134. আবেদন শেষ সময় 02/06/2022.
অফিশিয়াল বিজ্ঞপ্তি :- Click here
অফিশিয়াল ওয়েবসাইট :- Click here
অনলাইন আবেদন Click here
চাকরির বিজ্ঞপ্তি Click here
2 thoughts on “পশ্চিমবঙ্গের কলেজে প্রফেসর গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিয়োগ , কলেজে চাকরি 2022”