রাজ্যে আনন্দধারা প্রকল্পে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ anandadhara scheme job vacancy 2020-21

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

 রাজ্যে আনন্দধারা প্রকল্পে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের জন্য নোটিফিকেশন প্রকাশিত হয়েছে।যদি আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং আপনি আনন্দধারা প্রকল্পে চাকরি করতে ইচ্ছুক হন তাহলে তাহলে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত বিস্তারিত দেখুন।কিভাবে আবেদন করবেন কারা কারা আবেদন করতে পারবেন যোগ্যতা কেমন লাগবে বয়স কত লাগবে নিচে বিস্তারিত আলোচনা করা হলো।

https://www.yuktidhara.com/2020/11/anandadhara-scheme-job-vacancy-2020-21.html
Wb govt job

পদের নাম :- ব্যাসিনেস ডেভেলপমেন্ট সাপোর্ট প্রোভাইডার।

শিক্ষাগত যোগ্যতা :- যে কোন শাখায় গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে । যদি আপনি কমার্স গ্রাজুয়েট থাকেন সেক্ষেত্রে অগ্রাধিকার পেতে পারেন।
অংক এবং ব্যবসা-বাণিজ্য বুঝার মত দক্ষতা থাকতে হবে। কম্পিউটার সম্পর্কে কিছুটা জ্ঞান থাকতে হবে পাশাপাশি ফোনের বিভিন্ন কাজ করার মতো দক্ষতা থাকতে হবে।

মাসে কত দিন কাজ পাবেন :- এক মাসে ১৫ দিন কাজ পাবেন যে কাজের প্রতিদিনের মজুরি হিসেবে কাজ করতে হবে।

বয়স :- এ পদের জন্য আবেদন করতে গেলে আপনার বয়স হতে হবে ২৫ থেকে ৪৫ বছরের ভেতরে ০১/০১/২০২০ হিসাবে।

বেতন :- দৈনিক৩০০ টাকা বেতনে আপনাদের কাজ করতে হবে মাসে 15 দিন কাজ পাবেন।

মোট শূন্যপদ:- চাকদা ১০ টি।
কৃষ্ণনগর ১২ টি
মোট শূন্যপদ ২২ টি।

কারা আবেদন করতে পারবেন :- কৃষ্ণনগর 1 এবং চাকদহ ব্লকের অন্তর্গত শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবেন এবং SHG মেম্বাররা আবেদন করতে পারবেন।

আবেদন পদ্ধতি :- সাদা এ ফর্ম অফ এর কাগজে আপনাদের সমস্ত ডিটেলস দিয়ে আবেদন করতে হবে তার জন্য নির্দিষ্ট ফরমেট নিয়ে আবেদন করুন।

ডকুমেন্ট প্রয়োজন :- আবেদন করার সময় আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত জেরক্স করা ডকুমেন্ট আপনি দেবেন সেগুলি হল
(১) জন্মের প্রমাণপত্র এডমিট কার্ড অথবা মাধ্যমিকের সার্টিফিকেট দিতে জন্মতারিখ তারিখ দেওয়া আছে।
(২) মাধ্যমিক উচ্চমাধ্যমিক এবং গ্রাজুয়েশনের মার্কশিট।
(৩) যদি আপনি সেল্ফ হেল্প গ্রুপ এর মেম্বার হয়ে থাকেন তবে আপনার সেক্রেটারি সার্টিফিকেট আপনি দেবেন।
(৩) অভিজ্ঞতার সার্টিফিকেট যদি থাকে।
(৪) বাসিন্দা সার্টিফিকেট জেরক্স কপি।
(৫) সমস্ত ডকুমেন্ট সেল্ফ অ্যাটেস্টেড করে দেবেন।

আবেদনের শেষ তারিখ :- 15 ই ডিসেম্বর বৈকাল চারটা পর্যন্ত।

আবেদনের ঠিকানা :- আপনি যে ব্লক এ আবেদন করবেন সেই ব্লকে আবেদনপত্র সাবমিট করুন – কৃষ্ণনগর 1 অথবা চাকদা ব্লক।

ফরম ডাউনলোড করুন

Share post
যুক্ত হন আমাদের সাথে

2 thoughts on “রাজ্যে আনন্দধারা প্রকল্পে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ anandadhara scheme job vacancy 2020-21”

Leave a Comment