পশ্চিমবঙ্গ লাইব্রেরিয়ান পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2022 , 738 লাইব্রেরিয়ান নিয়োগ

পশ্চিমবঙ্গ সরকার লাইব্রেরিয়ান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছেন।অনেকদিন পর পশ্চিমবঙ্গে লাইব্রেরিয়ান পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান পদে 738 জন নিয়োগ করা হবে।

WhatsApp Channel (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

লাইব্রেরিয়ান নিয়োগ 2022

রাজ্যের প্রতিটি জেলাতে গ্রন্থাগারিক নিয়োগ হবে ব্লক ভিত্তিক প্রতিটি জেলায় ব্লকে ব্লকে লাইব্রেরিয়ান বা গ্রন্থাগারিক নিয়োগ শুরু হলো। রাজ্য সরকারি লাইব্রেরীগুলিতে লাইব্রেরিয়ান পদে চাকরি করতে ইচ্ছুক হলে আবেদন করুন।

আরো পড়ুন :- জেলা ভিত্তিক চাকরির খবর
মাধ্যমিক পাস চাকরি খবর
এই মাসে যে সব চাকরির দরখাস্ত চলছে

দীর্ঘ প্রতীক্ষার পর পশ্চিমবঙ্গের সব জেলার থেকে লাইব্রেরিয়ান পদে নিয়োগ শুরু হয়েছে বিস্তারিত নিম্নে দেখুন।

পদের নাম :- অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান।
গ্রন্থাগারিক নিয়োগ স্থান :- স্থানীয় গ্রামের লাইব্রেরীগুলোতে।
লাইব্রেরীয়ান নিয়োগ সংস্থা :- পশ্চিমবঙ্গ সরকারের মাস এডুকেশন এক্সটেনশন লাইব্রেরী সার্ভিসেস বিভাগ।

WhatsApp Channel (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

লাইব্রেরিয়ান শূন্যপদ :- ৭৩৮ টি।
আবেদনের বয়স :- 01 জানুয়ারি 2022 হিসাবে 18 থেকে 40 বছরের মধ্যে।
বেতন :- update soon
আবেদন পদ্ধতি :- অনলাইন আবেদন।

আরো পড়ুন :- রাজ্যের স্কুলের শিক্ষক নিয়োগ 2022
কলকাতা তে চাকরির খবর 2022
কেন্দ্রীয় সরকারের গ্রুপ ডি নিয়োগ 2022

প্রার্থী বাছাই পদ্ধতি :- পশ্চিমবঙ্গ জেলায় জেলায় লাইব্রেরিয়ান পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে প্রার্থী বাছাইয়ে হবে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে এখানে কোন লিখিত পরীক্ষা হবে না।
নিয়োগ কমিটি :- গ্রন্থাগারিক বা লাইব্রেরীয়ান নিয়োগের জন্য জেলা ভিত্তিক নিয়োগ কমিটি গঠিত হবে ।

লাইব্রেরীয়ান পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে 17 মে 2022 এবং আবেদন করতে পারবেন সেই দিন থেকেই। লাইব্রেরিয়ান পদে ইন্টারভিউর জন্য তালিকা তৈরি হবে 24 জুন।
লাইব্রেরিয়ান পদের ইন্টারভিউ তারিখ :- 14 জুলাই থেকে 18 জুলাই পর্যন্ত।
রেজাল্ট:- লাইব্রেরিয়ান পদের রেজাল্ট বা চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে 24 জুলাই 2022।

অনলাইন আবেদন পদ্ধতি :- লাইব্রেরিয়ান নিয়োগ এর আবেদন অফলাইন এবং অনলাইন দুইভাবেই আবেদন করতে পারবেন। অফলাইনে সরাসরি এক্সচেঞ্জ অফিসে ফর্ম জমা করতে হবে এবং অনলাইনে আবেদন করতে হবে অনলাইন থেকে নির্দিষ্ট সাইটের মাধ্যমে 10 জুন পর্যন্ত।

অফিশিয়াল বিজ্ঞপ্তি :- Click here
অফিশিয়াল ওয়েবসাইট :- Click here
অনলাইন আবেদন Click here
চাকরির বিজ্ঞপ্তি Click here

Share post

Leave a Comment