রাজ্যের খাদ্য দপ্তরে কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন করুন (এক ক্লিকেই সব জানুন )

বেকারদের জন্য আশার আলো দেখালো পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)। একাধিক শূন্যপদে নিয়োগ (Recruitment)। পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের (WB Food & Supplies Department) ডাটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator) হিসাবে একাধিক শূন্যপদে নিয়োগ হতে চলেছে। গ্রুপ সি পদে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। আবেদনও শুরু হয়েছে। স্নাতক পাস হলেই আবেদন করতে পারবেন। আজকের প্রতিবেদন থেকে আবেদন সম্পর্কিত বিস্তারিত তথ্য পড়ে নিন।

WhatsApp Channel (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

খাদ্য এবং সরবরাহ দপ্তরে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ-২০২৩

বিজ্ঞপ্তি নং : 280-NCEC/DEO/2023
পদের নাম : ডাটা এন্ট্রি অপারেটর (DEO)
মোট শূন্যপদ : ২৩টি শূন্যপদে নিয়োগ করা হবে।
বেতন : প্রার্থীদের প্রতিমাসে ১৬,০০০ টাকা বেতন দেওয়া হবে।

করা আবেদন যোগ্য

আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। তাছাড়া পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকেই আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা :
কেন্দ্রীয় অথবা রাজ্য যে কোনো স্বীকৃত বোর্ড থেকে স্নাতক সম্পন্ন করতে হবে।
এরসাথে কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট থাকতে হবে।

WhatsApp Channel (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

বয়স : ০১.১১.২০২৩ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৩৫।

প্রার্থী বাছাই পদ্ধতি –

১) যে সমস্ত প্রার্থীরা এই পদের জন্য আবেদন করবেন তাঁদের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতকে প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে ২৩০ জন প্রার্থীর তালিকা তৈরি করা হবে এবং এই তালিকা থেকেই প্রার্থীদের টাইপিং টেস্টের জন্য ডাকা হবে।

২) এরপর টাইপিং টেস্টে প্রাপ্ত সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে ৬৯ জন প্রার্থীর তালিকা তৈরি করা হবে এবং ২৩টি শূন্যপদ অনুসারে ১:৩ অনুপাতে এই প্রার্থীদের এমএস এক্সেল টেস্ট ও ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।

৩) টাইপিং টেস্ট, এমএস এক্সেল টেস্ট ও ইন্টারভিউয়ে যে ২৩ জন প্রার্থী সবচেয়ে বেশি নম্বর পাবেন, তাদেরই ডাটা এন্ট্রি অপারেটর হিসাবে নিয়োগ করা হবে।

আবেদন সম্পর্কিত বিস্তারিত তথ্য

আবেদন পদ্ধতি : আবেদনটি অনলাইনে করতে হবে। অফলাইনে আবেদন করলে তা গ্রহণযোগ্য হবে না।
ক) আবেদন করার জন্য প্রথমেই প্রার্থীকে পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
খ) পেজটি ওপেন হলে, বামদিকে ‘RECRUITMENT’ অপশনে ক্লিক করতে হবে।
গ) একটি নতুন পেজ ওপেন হলে, নিচের দিকে ‘Data Entry Operator’ বলে একটি লেখা দেখতে পাবেন, যার নীচের দিকে ‘Apply Now’-এ ক্লিক করে পরবর্তী ধাপে চলে যেতে হবে।
ঘ) পরবর্তী ধাপে ‘One Time Registration’ অপশনটি বেছে নিয়ে ‘Apply Online For DEO’ অপশনে যেতে হবে। এখানে প্রার্থীকে রেজিস্টার করতে হবে।
ঙ) এরপর অনলাইনে আবেদন পত্রটি ভালো ভাবে সঠিক তথ্য দিয়ে পূরণ করে নিতে হবে।
চ) এরপর প্রার্থীর পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও সিগনেচার আপলোড করতে হবে।
ছ) সমস্ত কিছু হয়ে গেলে আবেদন পত্রটি ‘Submit’ বোতামে ক্লিক করে জমা করতে হবে।

আবেদন শুরু তারিখ : এই পদের জন্য গত ০৪.০৮.২০৩ তারিখ থেকে আবেদন করা শুরু হয়েছে।

আবেদনের শেষ সময় : আগামী ০৮.০৮.২০২৩ তারিখ পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে।

খাদ্য দপ্তরে DEO নিয়োগ সম্পর্কিত কয়েকটি বিষয় ও লিংক সমূহ


বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : ০৩.০৮.২০২৩
নিয়োগের সময় সীমা : এক বছরের চুক্তিতে প্রার্থীদের DEO পদে নিয়োগ করা হবে।
অফিসিয়াল ওয়েবসাইট : https://food.wb.gov.in

আরও পড়ুন :

✅ মাধ্যমিক পাস সরকারি চাকরি ২০২৩
উচমাধ্যমিক পাস সরকারি চাকরি ২০২৩
EWS সার্টিফিকেট এর জন্য আবেদন করুন বিস্তারিত দেখুন।
মাধ্যমিক পাশে এয়ারপোর্টে চাকরির আবেদন করুন ২০২৩।
মাধ্যমিক পাশে বায়ু জানায় অগ্নিবীর নিয়োগ আবেদন চলছে বিস্তারিত এখানে।
✅রামকৃষ্ণ বিদ্যালয়ে শিক্ষক ও ডি কর্মী নিয়োগ আবেদন হয়েছে।

Share post

Leave a Comment