নতুন শূন্যপদে আশা নিয়োগ শুরু হলো, জেনে নিন আবেদনের খুঁটিনাটি

রাজ্যের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে আশা পদে নিয়োগ শুরু হল। আজ একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর পদে আশা কর্মী নিয়োগ (Recruitment In Block Programme Coordinator, ASHA) করা হবে। অফলাইনে ফর্ম পূরণ করে জমা করতে হবে। এর জন্য কারা আবেদন করতে পারবেন, আবেদনের বয়স, যোগ্যতা এছাড়াও এই নিয়োগ সম্পর্কিত আরও খুঁটি নাটি তথ্য প্রতিবেদন থেকে জেনে নিন।

WhatsApp Channel (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

আশা পদে নিয়োগের বিস্তারিত তথ্য :

পদের নাম : ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর, আশা (Block Programme Coordinator, ASHA)

আবেদনাকারীর শিক্ষাগত যোগ্যতা :

১) সোশ্যাল সায়েন্স / সমাজবিজ্ঞান/ সামাজিক নৃবিজ্ঞান/ এমবিএ/ রুরাল ডেভলপমেন্ট/ কিংবা মাস কমিউনিকেশনে এমএ করা থাকলে আবেদন করা যাবে।
অথবা, ২ বছরের হেলথ প্রজেক্ট সহ স্নাতক সম্পন্ন করা থাকলেও আবেদন করতে পারবেন প্রার্থীরা।

WhatsApp Channel (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

২) এমএস অফিস ও ইন্টারনেট সহ কম্পিটারের সাধারণ জ্ঞান থাকতে হবে।

মোট শূন্যপদ : এই পদের জন্য মোট ১টি শূন্যপদ রয়েছে। যা শুধুমাত্র এসসি প্রার্থীদের জন্য সংরক্ষিত।

RRAD MORE: IRCON Company job vacancy 2023

আবেদনকারীর বয়সসীমা :

এই পদের জন্য প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ৪৫।

বেতনক্রম : এই পদে কাজের জন্য প্রার্থীকে প্রতিমাসে ১৫০০০ টাকা বেতন দেওয়া হবে।

প্রার্থী বাছাই পদ্ধতি :
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সহ প্রার্থীদের ৫০ নম্বরের একটি লিখিত পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষায় পাশ করলে ২৫ নম্বরের একটা ইন্টারভিউ দিতে হবে। সব কটায় পাশ করলে তবেই নিয়োগ করা হবে।

আবেদন করার পদ্ধতি :
আবেদনকারীকে অফলাইন মোডে আবেদনপত্র জমা করতে হবে। এর জন্য প্রথমে আবেদনকারীকে নিম্নে দেওয়া অফিসিয়াল লিঙ্ক থেকে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিতে হবে। এরপর বিজ্ঞপ্তির ৪ নম্বর পাতা থেকে বাকিটা প্রিন্ট করতে হবে। এটাই আবেদনপত্র। এই আবেদনপত্র প্রিন্ট করিয়ে, সঠিক তথ্য দিয়ে পূরণ করে নিতে হবে। আবেদনপত্রে নিজের ছবি ও স্বাক্ষর করতে হবে। এরপর আবেদনপত্রের সঙ্গে মার্কশিট জেরক্স, বয়সের প্রমাণ পত্রের জেরক্স, এক্সপেরিয়েন্স সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেটের জেরক্স সংযুক্ত করে নিম্নে দেওয়া ঠিকানায় গিয়ে অথবা পোস্টের মাধ্যমে জমা করতে হবে।

আবেদন জমা করার ঠিকানা :

To
The Member Secretary, ASHA Selection Committee. Office of the Sub-Divisional Officer, Kurseong
P.O.:Kurseong Dist:Darjeeling,
West Bengal. PIN 734 203

আবেদনের শেষ তারিখ : আগামী ১৪.০৮.২০২৩ তারিখ বিকাল ৫ টা পর্যন্ত আবেদন করা যাবে।

official website and notification Click Here

More Job news Click Here

Share post

Leave a Comment