ডিএ আন্দোলনের মধ্যেই বড় চমক, দুটি বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার

একদিকে যখন চলছে (wb govt) রাজ্য সরকারের কাছ থেকে (DA) ডিএ আদায় করার আন্দোলন এই সময়ই অন্যদিকে রাজ্য সরকার দিল বড় চমক। দুটি বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। রাজ্য সরকারের (Finance department) অর্থ দপ্তর থেকে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য পারিবারিক পেনশন এর ব্যবস্থা করছেন খুব দ্রুততার সাথে। আর এর জন্য প্রয়োজনীয় অনুমোদিত কাজ গুলি করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

WhatsApp Channel (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

আরও পড়ুনঃ বিডিও অফিসে কর্মী নিয়োগ মাধ্যমিক পাসে আবেদন চলছে।

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এটি একটি সুখবর, তারা এবার পারিবারিক পেনশনের আওতায় আসতে চলেছেন। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বলেছেন এই ধরনের কোনো ফাইল ফেলে রাখা যাবে না।

এর সাথে সাথে আরেকটি যে বড় সিদ্ধান্ত নিয়েছে সেটি যথেষ্ট অসস্তিদায়ক মনে করছেন সরকারি চাকরিজীবীদের একাংশ। সিদ্ধান্তটি হচ্ছে এখন থেকে কোন সরকারি কর্মচারী বছরে পাঁচ লক্ষের বেশি টাকা (General Provident Fund) জেনারেল প্রভিডেন্ট এ জমা করতে পারবেন না।

আরও পড়ুনঃ ঘরে বসে আয় করার সমস্ত নতুন বিজ্ঞপ্তি গুলি দেখুন।

WhatsApp Channel (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now
Share post

Leave a Comment