রাজ্যের খাদ্য দপ্তরে কর্মী নিয়োগ, এবছরের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত অনলাইনে আবেদন করুন

রাজ্যের খাদ্য দপ্তরে কর্মী নিয়োগ নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন।

WhatsApp Channel (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

একাধিক শূন্যপদ রয়েছে এবং তার জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা রয়েছে। আবেদন করার আগে বিস্তারিত তথ্য দেখে নিন এবং আবেদন করুন।

রাজ্যের খাদ্য দপ্তরে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তিটি অনুযায়ী পশ্চিমবঙ্গের যে কোন জায়গাতে আপনার টিউটি হতে পারে, কারণ এটি পশ্চিমবঙ্গ থেকে নিয়োগ হবে।

যেসব পদের নিয়োগ হবে সেগুলো নিম্নরূপ, শিক্ষাগত যোগ্যতা বয়স আবেদনের পদ্ধতি সিলেবাস বেতন সহ সমস্ত কিছু দেখে নিন।

পদের নাম – সিনিয়র সফটওয়্যার ডেভলপার (SSD) ।
শূন্যপদ- ৩টি।
বয়স- ১৮ থেকে ৪০ বছর।
শিক্ষাগত যোগ্যতা- MCA/B.TECH
বেতন- ৩২০০০/ হাজার টাকা।

WhatsApp Channel (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

পদের নাম – ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর।
শূন্যপদ- একটি।
বয়স- ১৮ থেকে ৪০ বছর।
শিক্ষাগত যোগ্যতা- first-class এমসিএ / বিটেক/ এমসিএ/ কম্পিউটার সায়েন্স এবং৫ বছরের কাজের উপর যোগ্যতা।
বেতন- ৩২০০০/ হাজার টাকা।

পদের নাম – সফটওয়্যার ডেভলপার (SD)
শূন্যপদ- ২টি।
বয়স- ১৮ থেকে ৪০ বছর।
শিক্ষাগত যোগ্যতা- first-class এমসিএ / বিটেক/ এমসিএ/ কম্পিউটার সায়েন্স ।
বেতন- ২৭০০০/ হাজার টাকা।

পদের নাম – টেকনিক্যাল সাপোর্ট পার্সোনাল (TSP) ।
শূন্যপদ- ১টি।
বয়স- ১৮ থেকে ৪০ বছর।
শিক্ষাগত যোগ্যতা-
এমসিএ / বিটেক/ এমসিএ/ কম্পিউটার সায়েন্স । ৬ বছরের কাজের দক্ষতা।
বেতন-৪০,০০০/ টাকা প্রতিমাসে।

পদের নাম – প্রজেক্ট ম্যানেজার এবং ডিপুটি প্রজেক্ট ম্যানেজার ।
শূন্যপদ- ১টি।
বয়স- ১৮ থেকে ৪৫ বছর।
শিক্ষাগত যোগ্যতা-
এমসিএ / বিটেক/ এমসিএ/ কম্পিউটার সায়েন্স । ৮ বছরের কাজের দক্ষতা।
বেতন-১০,০০০০/ টাকা প্রতিমাসে।

আবেদন পদ্ধতি- রাজ্যে খাদ্য দপ্তরে কর্মী নিয়োগ সমস্ত পদের জন্য অনলাইনে আবেদন করতে হবে পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন তার জন্য www.food.wb.gov.in অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করুন।

আরো পড়ুন- বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল

আবেদন করার সময় যে সমস্ত ডকুমেন্ট লাগবে- রাজ্য খাদ্য দপ্তরে কর্মী নিয়োগ অনলাইনে আবেদনের সময় জি ডকুমেন্টগুলি লাগবে সেগুলি হল (১)মাধ্যমিকের এডমিট কার্ড জন্মের প্রমাণপত্র হিসেবে।
(২) ভোটার কার্ড অথবা পাসপোর্ট করার।
(৩) শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র মার্কশিট।
(৪) অভিজ্ঞতার সার্টিফিকেট।

আবেদনের শুরু এবং শেষ তারিখ- ২৭ই আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত অনলাইনে দরখাস্ত করতে পারবেন।

প্রতিনিয়ত বিভিন্ন চাকরির খবর দেখার জন্য www.yuktidhara.com প্রতিদিন ভিজিট করুন এবং পেয়ে যান সবার আগে নতুন চাকরির বিজ্ঞপ্তি খবর।

Share post

6 thoughts on “রাজ্যের খাদ্য দপ্তরে কর্মী নিয়োগ, এবছরের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত অনলাইনে আবেদন করুন”

Leave a Comment