বদল হচ্ছে রাজ্যের নবম ও দশম শ্রেণীর সিলেবাস, এক নজরে জেনে নিন সবকিছু

বদল হচ্ছে নবম-দশমের সিলেবাস পশ্চিমবঙ্গে মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট।

WhatsApp Channel (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

পশ্চিমবঙ্গে বদল হতে চলেছে নবম-দশম শ্রেণীর সিলেবাস। হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু শিক্ষা দপ্তর কে বদল আনতে বললেন নবম দশমের সিলেবাসে। এবার সিলেবাস বদলানোর বার্তা দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু।

কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু রাজ্যের এ জি কে উদ্দেশ্য করে বলেন রাজ্যের নবম দশম এর সিলেবাস ৪ বছরের পুরাতন সিলেবাস। অন্যান্য বোর্ডের সাথে সামঞ্জস্য রেখে নবম দশম এর সিলেবাসে সংস্কার করুক রাজ্য সরকার।

আরও পড়ুন: মাধ্যমিক যোগ্যতায় সরকারি চাকরি।

এবারের মাধ্যমিক পরীক্ষায় ৪ লক্ষ পরীক্ষার্থী কম হওয়ায় বিচারপতি বিশ্বজিৎ বসু আরো বলেন আমাদের রাজ্যের পড়ুয়ারা আই সি এস সি সিবিএসসি বোর্ড থেকেও কম নয়। এবার মাধ্যমিকের পরীক্ষার্থী কেন এত সংখ্যায় কম তাদের পুরাতন সিলেবাসের সংস্কার করুক শিক্ষা দপ্তর।

WhatsApp Channel (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

শুধু শিক্ষক নিয়োগ করলে হবে না ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে সিলেবাসের পরিবর্তন করে নতুন সিলেবাসের সংস্কার করুক রাজ্যের শিক্ষা দপ্তর। শুধু শিক্ষক নিয়োগ করে লাভ কি যেখানে ছাত্র কম সেখানে শিক্ষক বেশি দিয়ে কোন লাভ নেই। কাজেই ছাত্রদের কথা মাথায় রেখে সরকারকে সিলেবাসে সংস্কারে খুব প্রয়োজন।

আরও পড়ুন: বর্তমানে রাজ্যে কোন কোন চাকরি দরখাস্ত চলছে।

Read the news: click here

🎯 read official job notifications

Share post

Leave a Comment