PM Kisan Yojana: এসে গেল খুশির খবর কবে দেবে 19 তম কিস্তির টাকা, কিন্তু এরা পাবেন টাকা !

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি (PM Kisan Yojana) প্রকল্পের ১ ৯তম কিস্তির টাকা কবে দেবে খুশির খবর জানিয়ে দিল কেন্দ্রীয় কৃষি দপ্তর। তবে এই সমস্ত কৃষকরা পাবেন না কোনো টাকা, কারা টাকা পাবেন না , টাকা পাওয়ার জন্য কী করতে হবে বিস্তারিত জেনেনিন।

WhatsApp Channel (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

পিএম কিষান ১ ৯ তম কিস্তির টাকা ২ ০ ২ ৫

এবার পিএম কিষান প্রকল্পে কত টাকা করে দেওয়া হবে ? যে সমস্ত কৃষকরা আশা করেছিল যে ২ ০ ২ ৫ বাজেটে PM Kisan Yojana এর টাকার পরিমান ৬ হাজার থেকে বেড়ে ১ ২ ০ ০ ০ টাকা হবে, কিন্তু বাজেটে এই নিয়ে কোনো ঘোষণা হয়নি। তাই আগের মতোই বছরে ৬ ০ ০ ০ টাকা করে দেওয়া হবে।

কবে দেবে পিএম কিষান ১ ৯ তম কিস্তির টাকা

কৃষি দপ্তর থেকে পাওয়া খবর অনুযায়ী এমাসেই ২ ৪ ফেব্রুয়ারী ২ ০ ২ ৫ পিএম কিষান প্রকল্পের টাকা দেবে মোদী। জানা যাচ্ছে, বিহার রাজ্যের ভাগলপুর জেলা থেকে নরেন্দ্র মোদী সমস্ত যোগ্য কৃষকদের ব্যাঙ্ক একাউন্ট এ PM Kisan Yojana 19th Installment এর ২ ০ ০ ০ টাকা দেবেন সরাসরি।

আরও পড়ুন : কৃষকদের জন্য চালু হল আরেকটি নতুন প্রকল্প – পিএম ধনধান্য কৃষি প্রকল্প বিস্তারিত জেনেনিন।

WhatsApp Channel (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

কোন কৃষকরা PM Kisan Yojana 19th Installment এর টাকা পাবেন না

জানা যাচ্ছে এবার অনেক কৃষক ১ ৯ তম কিস্তির টাকা পাবেন না, এর মধ্যে বিহারে ৬ ২ ১ ২ জন কৃষক রয়েছে যারা এখনো E-KYC করেননি তাই তারা টাকা পাবেন না। পশ্চিমবঙ্গেও এমন অনেক কৃষক রয়েছে যাদের PM Kisan Yojana E-KYC করা নেই তারাও এবার টাকা পাবেন না। টাকা পাওয়ার জন্য শিগ্রই E-KYC করিয়ে নিন।

PM Kisan E-KYC কিভাবে করবেন

পি এম কিষান প্রকল্পের E-KYC আপনি নিজেই করতে পারবেন প্রজন শুধু একটা এন্ড্রয়েড মোবাইল। kyc করার তিনটি মাধ্যম রিয়েছে
(১ ) পিএম কিষান অফিসিয়াল ওয়েবসাইট থেকে kyc করতে পারেন।
(২ ) পিএম কিষান মোবাইল app থেকে করতে পারেন।
(৩ ) আপনার নিকটবর্তী CSC সেন্টার থেকে বা SSK থেকেও PM Kisan E-KYC সম্পন্ন করতে পারবেন।

চাকরির খবর: মাধ্যমিক যোগ্যতায় জেলা ভিত্তিক BSK নিয়োগ ২ ০ ২ ৫ আবেদন করুন ।

Important Link:

PM Kisan Website: Click Here

PM Kisan Mobile App: Click Here

More Update: Click Here

PM Kisan Status Check: Click Here

Share post

Leave a Comment