পঞ্চায়েত ভিত্তিক আশা কর্মী নিয়োগ চলছে , আশা কর্মী ফর্ম পিডিএফ

রাজ্যে বিপুল সংখায় আশা কর্মী নিয়োগ চলছে।ব্লকে ব্লকে আশা কর্মী নিয়োগ। এছাড়াও পঞ্চায়েত ভিত্তিক Asha karmi নিয়োগ 2022 অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদনের ফর্ম পিডিএফ ডাউনলোড করুন। পশ্চিমবঙ্গে স্বাস্থ্য কর্মী নিয়োগ ২০২২ মাধ্যমিক পাশ মহিলারা আবেদন করুন।

WhatsApp Channel (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

পশ্চিমবঙ্গে Asha Karmi নিয়োগ বেতন যোগ্যতা বয়স আবেদন পদ্ধতি বিস্তারিত নিচে দেখুন।রাজ্যের উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহুকুমা এলাকাতে বিভিন্ন ব্লক ভিত্তিক ও পঞ্চায়েত ভিত্তিক নিয়োগ চলছে।

মোট শূন্যপদ :- ১৬২ টি।
যোগ্যতা :- আশা কর্মী পদে আবেদনের যোগ্যতা মাধ্যমিক পাশ মহিলারা আবেদন করতে পারবেন।বিবাহিত বা বিধবা বা ডিভোর্সি হলে আবেদন করতে পারবেন।যেই পঞ্চায়েত এলাকাতে আবেদন করবেন সেই এলাকার স্থানীয় বাসিন্দা হতে হবে।

যদি আপনি উচ্চশিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট জমা করেন সেই ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিকের নম্বরটিকেই গুরুত্ব দেওয়া হবে।

আশাতে বয়স কত লাগে :- এই স্বাস্থ্য কর্মী পদের আবেদনের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে থাকলে আবেদন করতে পারবেন।বয়স এর হিসাব করতে হবে ০৫/০৪/২০২২ এর হিসেবে।তাছাড়া বিভিন্ন কাস্ট হিসাবে বয়সে ছাড় রয়েছে।

WhatsApp Channel (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

আশা কর্মী বেতন 2022 – বেতন সরকার নির্ধারিত করবে। আশা কর্মী বেতন বৃদ্ধি 2022 যদি হয় সেটিও আপনাকে তারা অফিসিয়ালি জানিয়ে দেবে বা জেনে নিতে পারবেন। তবে মিনিমাম বেতন প্রায় ৬ থেকে ৮ হাজার।

আবেদন পদ্ধতি :- আবেদন করতে হবে অফলাইনে নির্দিষ্ট ফর্ম নিয়ে। আবেদনের ফর্ম আপনার নিকটবর্তী পঞ্চায়েত থেকে পাবেন। তাছাড়া নিচে ডাউনলোড করতেও পারবেন। একজন প্রার্থী একটির বেশি আবেদন করবেন না। তানাহলে আবেদনের ফর্ম বাতিল হয়ে যেতে পারে।

গুরুত্বপূর্ণ তারিখ :- আবেদন শুরু হয়েছে ০৭/০৪/২০২২ চলবে ২২/০৪/২০২২ পর্যন্ত। রেজিষ্টার্ড বা স্পিড পোস্টে দরখাস্ত পাঠাতে পারবেন।

official website Click here
Application FormClick here
Official NotificationClick Here
Share post

1 thought on “পঞ্চায়েত ভিত্তিক আশা কর্মী নিয়োগ চলছে , আশা কর্মী ফর্ম পিডিএফ”

Leave a Comment