আজ মাধ্যমিকের ইতিহাস বিষয়ের পরীক্ষা হয়ে গেল পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ছাত্রছাত্রীরা তোমাদের নিজেদের ইতিহাসের প্রশ্নপত্র থেকে সঠিক উত্তর গুলি সম্বোধন করে দিলাম ভালোভাবে মিলিয়ে নাও এবং তোমরা নিজেরা কতটা সঠিক করেছে সেটা যাচাই করে নাও।
NEW Job News: RPF Recruitment 2024 Official Notice
Madhyamik history
সমস্ত প্রশ্নের সঠিক সমাধান
প্রশ্ন: উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন
উত্তর: বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসা বিদ্যার ইতিহাসে
2. নদিয়া কাহিনী গ্রন্থটি কার রচনা
কুমুদ নাথ মল্লিক
3. কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয়-
উত্তর: ১৮৪২ খ্রিস্টাব্দে
4. গৌর মোহন বিদ্যালঙ্কার রচিত স্ত্রী শিক্ষা বিধায়ক পুস্তকটি প্রকাশিত হয়-
১৮২২ খ্রিস্টাব্দে
5. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন-
স্যার জেমস উইলিয়াম কোলভিল
6. উপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংঘটিত আদিবাসী বিদ্রোহ একটি হল-
রম্পা বিদ্রোহ
7. নীল বিদ্রোহের দুজন উল্লেখযোগ্য নেতা দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস চৌগাছা গ্রামে বাস করতেন এটি ছিল-
নদিয়া জেলায়।
8. ব্রিটিশ পার্লামেন্ট উন্নততর ভারত শাসন আইন পাস করেছিল-
১০ই অক্টোবর ১৮৫৮
9. প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠানটি হল-
বঙ্গভাষা প্রকাশিকা সভা
10. নবগোপাল মিত্র ছিলেন হিন্দু মেলার–
সহ সম্পাদক
11. বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু।, অধ্যাপক ছিলেন
পদার্থবিদ্যার
12. বাংলা ভাষায় প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন–
গঙ্গা কিশোর ভট্টাচার্য
13. সর্বভারতীয় কিষান সভার প্রথম সভাপতি ছিলেন–
স্বামীর সহজানন্দ
14. কৃষক আন্দোলনে মতিলাল তেজওয়াত নেতৃত্ব দিয়েছিলেন–
রাজস্থানে
15. গিরনি কামগড় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল–
১৯২৮ খ্রিস্টাব্দে
16. ভারত ছাড়ো আন্দোলনে ভোগেশ্বরী ফুকোননি শহীদ হয়েছিলেন–
পাঞ্জাবে
17. এন্টি সার্কুলার সোসাইটির ার সম্পাদক ছিলেন–
শচীন্দ্র প্রসাদ
18. বিনদাস বাংলার ছোটলাট স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন–
১৯৩২ খ্রিস্টাব্দে।
19. স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী শহীদ ছিলেন–
পট্টি শ্রী রামালু
20. গোয়া ভারত ভুক্ত হয়–
১৯৬১ খ্রিস্টাব্দে
বিভাগ খ
একটি বাক্যে উত্তর দাও
কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস রূপে উদযাপিত হয়?
৫ই জুন
সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয়?
মহাফেজ খানা।
কোন বছর নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়?
১৯৩০ সালে
বিশ্বভারতী প্রতিষ্ঠাতা করেন?
রবীন্দ্রনাথ ঠাকুর
উপবিভাগ২.২
ঠিক বা ভুল নির্ণয় কর
বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সীমাবদ্ধ ছিল কৃষক শ্রেণীর মধ্যে( ভুল)
নীল বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন বিশ্বনাথ সরদার( ঠিক)
ফরাজী আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন দুদুমিয়া( ভুল)
দি বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়( ঠিক)
উপবিভাগ ২.৩
ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও
লড রিপন ———— হান্টার কমিশন
নেলি সেনগুপ্ত ———- … শ্রমিক ধর্মঘট
লর্ড আমহার্স্ট ——– সাধারণ জনশিক্ষা কমিটি
তারকনাথ পালিত —— বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট
READ MORE: Click Here