দীর্ঘ প্রতীক্ষার অবসান হল প্রকাশিত হয়ে গেল wbcs প্রিলিমিনারি পরীক্ষা ২০২২ এর রেজাল্ট। প্রচুর ছেলেমেয়ে এই দিনটির অপেক্ষায় ছিল আজ তাদের অপেক্ষার দিন শেষ। যদি আপনি ডাব্লিউবিসিএস পরীক্ষা দিয়েছেন তবে শিগগিরই চেক করুন আপনি পাস করেছেন কিনা। আপনার মোবাইল থেকেই চেক করতে পারবেন ডব্লিউ বি সি এস পরীক্ষার রেজাল্ট কিভাবে চেক করবেন সবকিছু নিচে দেখে নিন।
wbcs পরীক্ষা ২০২২ এর প্রিলিমিনারি পরীক্ষায় পাস করা প্রার্থীর সংখ্যা ৫৪৯৬ জন। সম্পূর্ণ তালিকা প্রকাশিত হয়েছে এই তালিকাতে শুধুমাত্র প্রার্থীর রোল নম্বর দেয়া হয়েছে তাই রোল নম্বর দেখে আপনার রেজাল্ট চেক করতে হবে।
WBCS Preliminary Exam 2022 Cut off Marks
- General 130.39
- OBC-A 130.39
- OBC-B 130.39
- SC 124.44
- ST 104.37
- PH – Suffering from Blindness/Low Vision 107.79
- PH (Reserved for SC) – Acid attack victims/Cerebral Palsy/Dwarfism/Leprosy cured/Locomotor disability/Muscular dystrophy 83.45
- PH – Hearing Impaired (Deaf & Hard of hearing) 102.15
- PH – Autism/Intellectual Disability/Mental illness/Multiple disabilities/Specific learning Disability 18.98
- MSP 108.81
কিভাবে ডাব্লু বিসিএস রেজাল্ট চেক করবেন মোবাইল থেকে
- প্রথমে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে www.wbpsc.gov.in প্রবেশ করুন।
- এবার ডান দিকে উপরে তিনটি লাইন দেখুন সেই তিনটি লাইনের উপরে ক্লিক করুন।
- এবার Result and Announcement ক্লিক করুন।
- এবার result অফশনে এ ক্লিক করুন।
- এবার রেজাল্টের পেজে প্রথমে দেখতে পাবেন ডব্লিউবিসিএস ২০২২ এর রেজাল্ট এ দেয়া হয়েছে।
- এখান থেকে ডাউনলোড করুন pdf।
- এই PDF আপনার রোল নম্বর টাইপ করুন।
- এবং দেখুন আপনার রোল নম্বর এই তালিকায় রয়েছে কিনা যদি থাকে তবে আপনি একজন পাস ক্যান্ডিডেট।