মানব দেহের বিভিন্ন অঙ্গ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং উত্তর,  অবশ্যই এগুলো জেনে রাখা প্রয়োজন। 

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

প্রশ্ন: মানব দেহের সবচেয়ে বড় অঙ্গের নাম কি?

উত্তর:  মানব দেহের সবচেয়ে বড় অঙ্গের নাম ত্বক। হল মানব শরীরের সবচেয়ে বড় অঙ্গ।

প্রশ্ন.  মানব দেহের সবচেয়ে বড় হাড়ের নাম কি ?

উত্তর: মানবদেহের সবচেয়ে বড় হাড়ের নাম হলো ফিমার। 

প্রশ্ন: মানব দেহে হাড়ের সংখ্যা কত?
উত্তর:  মানবদেহে মোট হাড়ের সংখ্যা ২০৬ টি।  শিশুদের ক্ষেত্রে হারের সংখ্যা ৩০০ টি হয়। 

প্রশ্ন: মানব দেহের বৃহত্তম গ্রন্থি কোনটি?
উত্তর: মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি হল যকৃৎ। একে মানুষদের সর্ববৃহৎ পৌষ্টিক  গ্রন্থিও বলা হয়। 

প্রশ্ন: মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা কত?

উত্তর: মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা  বা মানব দেহের সর্বাপেক্ষা দেহ উষ্ণতা ৯৮.৫  ডিগ্রী ফারেনহাইট বা ৩৭ ডিগ্রি সেলসিয়াস থাকে।

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

 প্রশ্ন: মানব দেহের সবচেয়ে ছোট হাড়ের নাম কি?

উত্তর:  মানবদেহের সবচেয়ে ছোট হাড়ের নাম স্টেপিস এই হাড়ের অবস্থান মানুষের কানে। 

প্রশ্ন: মানব দেহের পরিপাক তন্ত্রের বিভিন্ন অংশ ?

উত্তর:  মানবদেহের পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশগুলির যেমন দাঁত, পৌষ্টিক নালী,  বৃহদান্ত, ক্ষুদ্রান্ত, যকৃত, অগ্নাশয় ইত্যাদি।

  • প্রাপ্তবয়স্ক মানুষের দাঁতের সংখ্যা ৩২ টি। 
  •  শিশুদের দাঁতের সংখ্যা বা দুধ সংখ্যা কুড়িটি। 
  •  মানুষের প্রোস্টিক নালীর দৈর্ঘ্য  ৯ মিটার।
  • মানুষের বৃহদন্তের দৈর্ঘ্য ১.৫ মিটার।
  • ক্ষুদ্রান্তের  দৈর্ঘ্য হল ৭ মিটার। 
  • মানবদেহের যকৃতের  ওজন হল ১.৫  কেজি। 

আরো পড়ুন : মাধ্যমিক পাশ চাকরির খবর ২০২৩।
ইচ্ছেমতো চাকরি খুঁজে নিন এখানে ক্লিক করুন।
✅Work From Home বাড়িতে বসে কাজ করে ইনকাম জেনেনিন।

Share post
যুক্ত হন আমাদের সাথে

Leave a Comment