এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (Airport Authority Of India) এক দুর্দান্ত চাকরির সুযোগ নিয়ে আসলো। একশোরও বেশি শূন্যপদে নিয়োগ করা হবে। আপনি যদি মাধ্যমিক পাশ হন এবং চাকরির খোঁজ করেন তবে এটি আপনার জন্য এক সুবর্ণ সুযোগ। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার সহায়ক কোম্পানি এয়ারপোর্ট কার্গো লজিস্টিক এন্ড এলায়েড সার্ভিস কোম্পানি লিমিটেড (AAI Cargo Logistics and Allied Services Company Limited) এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভারতীয় নাগরিক হলেই আবেদন করা যাবে। ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। আজকের প্রতিবেদন থেকে কাজের বিবরণ, যোগ্যতা ও আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জেনে নিন।
এয়ারপোর্টে কর্মী নিয়োগ 2023
পদের নাম :
ট্রলি রিট্রাইভার (Trolley Retriever)
মোট শূন্যপদ : ১০৫টি
বেতন :
গ্রস পে প্রতি মাসে ২১,৩০০ টাকা।
অন্যান্য সুবিধা :
(ক) বছরে ১৮টি PL ৯টি CL, ২টি RH এবং ১২টি অর্ধবেতন ছুটি
খ) অসুস্থ হলে সঠিক বছরে ১০০০০ টাকা ভর্তুকি পাওয়া যাবে।
গ) গ্র্যাচুয়িটি অ্যাক্ট অনুযায়ী বকশিশ মিলবে।
৪) কাজের স্থান : চেন্নাই এয়ারপোর্ট
এয়ারপোর্টে চাকরি যোগ্যতার মাপকাঠি
শিক্ষাগত যোগ্যতা : নূন্যতম মাধ্যমিক পাস হলেই এই পদে আবেদন করা যাবে।
আবেদনের বয়স : ০১.০৮.২০২৩ তারিখ পর্যন্ত প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৭। সর্বোচ্চ বয়সের ক্ষেত্রে OBC-দের ৩ এবং SC/ST প্রার্থীদের ৫ বছরের ছাড় মিলবে।
শারীরিক উচ্চতা : ছেলে মেয়ে উভয়ের নূন্যতম উচ্চতা ১৬৭ সেন্টিমিটার হতে হবে।
দৈহিক ওজন : নূন্যতম ৫৫ কেজি।
আরও পড়ুনঃ
Airport Authority of India Recruitment 2023 for 342 post Apply Now |
পশ্চিমবঙ্গ জেল পুলিশ নিয়োগ ২০২৩ |
কলকাতা পুলিশ সাব-ইন্সপেক্টর নিয়োগ ২০২৩ |
এ মাসের সমস্ত চাকরির খবর একসাথে দেখুন |
বুকের ছাতি : বুকের ছাতি নূন্যতম ৮১ সেমি এবং নূন্যতম ৫ সেমি সম্প্রসারণ করতে হবে।
এছাড়া, প্রার্থীকে শারীরিক ভাবে সক্ষম হবে এবং শ্রবণ শক্তি ও দৃষ্টি শক্তি ভালো হতে হবে।
প্রার্থী বাছাই পদ্ধতি
এখানে লিখিত পরীক্ষা নেওয়া হবে না। সরাসরি উপস্থিত থেকে ফিজিক্যাল টেস্টের মাধ্যমে তিনটি ধাপে প্রার্থীদের বাছাই করা হবে, যথা-
১) শারীরিক দক্ষতা ও পরিমাপ পরীক্ষা (PET & PMT)।
২) মেডিকেল পরীক্ষা।
৩) ডকুমেন্ট ভেরিফিকেশন
এয়ারপোর্টে চাকরির আবেদন সম্পর্কিত বিশদ বিবরণ
আবেদন শুরু : এই পদের জন্য গত ০২.০৮.২০২৩ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে।
আবেদন শেষ : আগামী ৩১.০৮.২০২৩ তারিখ
পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদন করতে হবে : অফলাইনে।
আবেদন পদ্ধতি :
ক) এই পদের জন্য আবেদন করার জন্য প্রথমেই আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে চাকরির বিজ্ঞপ্তিটি ডাওনলোড করে নিতে হবে। এই বিজ্ঞপ্তিটির নম্বর হলো AAICLAS/HR/CHQ/Rect./TR/2023।
খ) নোটিশটিতে দেওয়া তথ্য বিশেষ ভাবে যোগ্যতা ভালো করে পড়ে মিলিয়ে নিন।
গ) যদি আপনি যোগ্য হন তবে নোটিশটি ৭ নম্বর থেকে ১০ নম্বর পেজটি প্রিন্ট করিয়ে নিন। এটিই অফলাইন আবেদনের ফ্রম (Application Form)।
ঘ) প্রিন্ট করা আবেদন ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরণ করুন।
ঙ) ফর্মটির সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টের জেরক্স ও আবেদন মূল্য দিয়ে একটি খামে ভোরে নির্দিষ্ট ঠিকানায় পোস্ট করে দিন। মাথায় রাখবেন শেষ তারিখের আগেই যেন পোস্টটি সঠিক স্থানে পৌঁছে যায়। নচেৎ আবেদনটি বাতিল বলে গণ্য হবে।
আবেদন ফি বা মূল্য :
SC/ST ও মহিলা প্রার্থীরা বিনামূল্যে আবেদন করতে পারবেন। বাকি প্রার্থী (জেনারেল, ওবিসি, ইডব্লিউএস ইত্যাদি) দের জন্য আবেদন মূল্য ২৫০ টাকা ধার্য করা হয়েছে।
আবেদনের জমা দেওয়ার ঠিকানা : Joint General Manager (HR) For Chief Executive Officer AAI Cargo Logistics & Allied Services Company Ltd. AAICLASComplex, Delhi Flying Club Road Safdarjung Airport, New Delhi – 110003.
Official website | Click here |
official notification | Click Here |
job notification | Click Now |