পশ্চিমবঙ্গ কৃষি দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক যোগ্যতায় West Bengal krishi vigyan Kendra recruitment চাকরির আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয়েই। নিচে আবেদনের সবকিছু বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে ভালোভাবে পড়ুন তারপরে আবেদন করুন।
পশ্চিমবঙ্গ কৃষিবিজ্ঞান কেন্দ্রে চাকরি শিক্ষাগত যোগ্যতা
পদের নাম | যোগ্যতা |
স্কিল্ড সাপোর্ট স্টাফ | মাধ্যমিক পাস বা আইটিআই পাস |
স্টেনোগ্রাফার | উচ্চ মাধ্যমিক পাস |
ড্রাইভার | মাধ্যমিক পাস |
রাজ্যের কৃষি দপ্তরে কর্মী নিয়োগ আবেদনের বয়স
ড্রাইভার পদের জন্য | ১৮ থেকে ৩০ বছর |
সাপোর্ট স্টাফ পদের জন্য | 18 থেকে 25 বছর বয়স হতে হবে |
স্টেনোগ্রাফার পদের জন্য | 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে |
আরও পড়ুনঃ সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তে কর্মী নিয়োগ বিস্তারিত জানুন
West Bengal krishi vigyan Kendra recruitment vacancy details
skilled support staff | 01 |
driver | 01 |
stenographer | 01 |
পশ্চিমবঙ্গ কৃষি দপ্তর চাকরি আবেদন ফি
আবেদন ফি বাবদ ২০০ টাকা দিতে হবে এই টাকাটি অনলাইন থেকে কাটাতে পারবেন। তাছাড়া এস সি এস টি এবং মহিলা প্রার্থীদের বেলায় আবেদন ফি দিতে হবে না।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অফলাইনে নির্দিষ্ট ফর্ম সংগ্রহ করে নিজ হাতে পূরণ করে। সমস্ত ডকুমেন্টে সেল্ফ অ্যাটেস্টেড করে ফর্ম এর সাথে দিতে হবে। আবেদনের ফর্ম নিচে দেওয়া হয়েছে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা
secretary, krishi vigyan Kendra, Kalyan, p.o. VivekanandaNagar, district Purulia, West Bengal pin 723147.
আরও পড়ুনঃ এইচডিএফসি ব্যাঙ্ক দিচ্ছে বাড়িতে বসে কাজ করার সুযোগ, বেতন ১৫ হাজার
আবেদন জমা দেওয়ার শেষ তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার ২০ দিন পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন। তাই শীঘ্রই আবেদন জমা করুন যত তাড়াতাড়ি সম্ভব।