রাজ্যের পৌরসভাতে চাকরির নতুন বিজ্ঞপ্তি আজকে প্রকাশিত হলো। দার্জিলিং জেলার শিলিগুড়ি পৌরসভাতে RMO, PTMO নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত জমা নেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে ই আবেদন করতে পারবেন।
যেহেতু এটি পৌরসভাতে নিয়োগ হবে তাই যদি আপনি পশ্চিমবঙ্গের অন্যান্য জেলা থেকে আবেদন করার জন্য প্রস্তুত তাহলে আবেদন করার আগে নিয়োগের সম্পূর্ণ তথ্যটি জেনে নেওয়া খুবই প্রয়োজন। নিয়োগ পদ্ধতি আবেদনের যোগ্যতা আবেদনের বয়স সবকিছু নিচে আলোচনা করা হয়েছে।
আবেদন পদ্ধতি: নিচে দেওয়া সমস্ত পদের জন্যই আবেদন করতে হবে অফলাইনে। নির্দিষ্ট ফর্ম নিয়ে জমা করতে হবে নির্দিষ্ট ঠিকানায়।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা:
The commissioner Siliguri municipal corporation baghaJatin road Siliguri pin 734 001.
আরও পড়ুনঃ বন সহায়ক নতুন নিয়োগে স্থগিতাদেশ দিল হাইকোর্ট।
বিজ্ঞপ্তি নম্বর: 155/Estt./SMC
পদের নাম: RMO
মোট শূন্য পদ: একটি রয়েছে।
আবেদনের বয়স: ১৮ থেকে ৬০ বছরের মধ্যে আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে এমবিবিএস ডিগ্রী নিয়ে ছয় মাসের সার্টিফিকেট পাস গাইনোকোলজি এবং Obstetrics উপরে অথবা গাইনোকোলজি এবং Obstetrics এর উপরে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রী করে থাকলে আবেদনযোগ্য।
প্রতি মাসে বেতন: এই পদের জন্য প্রতি মাসে 50 হাজার টাকা বেতন রয়েছে।
নিয়োগ পদ্ধতি: নিয়োগ করা হবে ইন্টারভিউ এর মাধ্যমে।
আরও পড়ুনঃ মাধ্যমিক পাসে ৬০০ আবগাড়ী কনস্টেবল নিয়োগ ২০২৩
পদের নাম: PTMO
মোট শূন্য পদ: এই পদের জন্য মোট ৪টি শুন্য পদ রয়েছে।
আবেদনের যোগ্যতা: এমবিবিএস ডিগ্রী সার্টিফিকেট পাশ হতে হবে।
আবেদনের বয়স: এই পদের জন্য আবেদন করতে হলে আবেদনকারীর বয়স ন্যূনতম 18 বছর থেকে সর্বোচ্চ ৬৫ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিমাসে বেতন: ২৯ হাজার টাকা দেওয়া হবে এই পদের জন্য।
আরও পড়ুনঃ কেন্দ্রীয় সরকারের ভারত ইলেকট্রনিক্স এ কর্মী নিয়োগ দরখাস্ত চলছে আবেদন করুন।
আবেদন জমা দেওয়ার শেষ সময়: ১৫ই জুন ২০২৩ বৈকাল চারটা ৩০ মিনিট পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন।
Official notification: Click Here
Official website: Click Here
More job news: Click Here