CSBC Bihar Police Constable Recruitment 2023 অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। উচ্চমাধ্যমিক যোগ্যতায় বিহার পুলিশে কনস্টেবল পদে নিয়োগ হবে। পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরাও বিহার পুলিশের চাকরির জন্য আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গ পুলিশের থেকে বিহার পুলিশের চাকরি পাওয়ার যে ক্রাইটেরিয়া সেটি একটু সহজতর রয়েছে। তাই যদি আপনি পুলিশের চাকরি করতে ইচ্ছুক তবে এই বিজ্ঞপ্তিটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার তারিখ: ০১/২০২৩ তারিখ: ০৯ জুন ২০২৩।
যেসব units এ নিয়োগ হবে: CSBC Bihar Police Constable, Bihar Special Armed Police and Other Units.
পদের নাম: বিহার পুলিশ কনস্টেবল।
Read more: ট্রেনের বগি তৈরির কারখানায় কর্মী নিয়োগ ২০২৩।
মোট শূন্য পদ: ২১ হাজার ৩৯১ টি। এরমধ্যে (UR 8556, SC 3400, ST 228, EWS 2140, OBC 2570, EBC 3842, OBC FEMALE 655)
শিক্ষাগত যোগ্যতা: বিহার পুলিশ কনস্টেবল পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা ছেলে-মেয়ে উবের জন্য উচ্চ মাধ্যমিক পাস।
আবেদনের বয়স: ১৮ থেকে ২৫ বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবেন বিহার পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৩ এর জন্য তাছাড়া অন্যান্য সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বেলায় বয়সে যথারীতি ছাড় রয়েছে।
আবেদন ফি: অনলাইন আবেদনের সময় আবেদন ফ্রি বাবদ ৬৭৫ টাকা দিতে হবে জেনারেল ওবিসি ই ডব্লিউ এস এবং অন্যান্য প্রার্থীদের বেলায়। এস সি এস টি দের জন্য ১৮০ টাকা।
শারীরিক মাপ জোক: বিহার পুলিশ কনস্টেবল পদে আবেদন করার জন্য শারীরিক উচ্চতা হতে হবে ১৬৫ সেন্টিমিটার এবং মহিলাদের বেলায় ১৫৫ সেন্টিমিটার উচ্চতা থাকতে হবে।
আরও পড়ুনঃ রাজ্যের পৌরসভা তে কর্মী নিয়োগ চলছে আবেদন করুন।
বুকের ছাতি: নাপুলিয়া ৮১ সেন্টিমিটার এবং ফুলিয়া 86 সেন্টিমিটার ছাতি হতে হবে উপজাতিদের বেলায় ৭৯ থেকে ৮৪ সেন্টিমিটার হতে হবে। বুকে ছাতি মহিলাদের বেলায় প্রযোজ্য নয়।
দৌড়: ছেলেদের বেলায় ১৬০০ মিটার রান হবে 6 মিনিট সময় এবং মেয়েদের বেলায় এক কিলোমিটার রান হবে পাঁচ মিনিট সময়।
আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে অনলাইনে বিহার পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইটের লিংক নিচে দেওয়া হয়েছে।
আবেদনের শুরু এবং শেষ তারিখ: আবেদন শুরু হবে ২০ জুন 2023 থেকে ২০ জুলাই ২০২৩ পর্যন্ত।
অফিসিয়াল ওয়েবসাইট: ভিজিট করুন
বিহার পুলিশ বিজ্ঞপ্তি: Download
আরও পড়ুনঃ বাড়িতে আধার কার্ড থাকলে সাত দিনের মধ্যে এই ছোট্ট কাজটি করে নিন। তা না হলে আর সুযোগ পাবেন না।
আরও পড়ুনঃ ২০০০ জন বন সহায়ক নতুন নিয়োগে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট জানুন বিস্তারিত।